ETV Bharat / entertainment

Sanjay Dutt on KGF 2 : 'কেজিএফ: চ্যাপ্টার 2' মনে করিয়ে দিয়েছে আমার সম্ভবনা কতখানি : সঞ্জয় দত্ত

প্রশান্ত নীলের 'কেজিএফ: চ্যাপ্টার 2' নিয়ে এবার মুখ খুললেন বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্ত ৷ তিনি জানালেন, এই ছবির কথা আজীবন মনে রাখবেন তিনি ৷ কারণ এই ছবি তাঁকে কমফোর্ট জোন থেকে টেনে বের করে এনেছে (Sanjay Dutt on KGF Role Adheera) ৷

Sanjay Dutt on KGF 2
'কেজিএফ: চ্যাপ্টার 2' মনে করিয়ে দিয়েছে আমার সম্ভবনা কতখানি : সঞ্জয় দত্ত
author img

By

Published : Apr 23, 2022, 3:42 PM IST

মুম্বই, 23 এপ্রিল : প্রশান্ত নীলের 'কেজিএফ: চ্যাপ্টার 2' এখন দেশজুড়ে রীতিমতো শোরগোল ফেলেছে ৷ একদিকে ছবিটি নিয়ে উচ্ছ্বসিত সমালোচক থেকে দর্শকমহল সকলেই ৷ তেমনই ব্যবসায়িকভাবেও দারুণ সফল 'কেজিএফ: চ্যাপ্টার 2' ৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিতারকা সঞ্জয় দত্ত ৷ শনিবার তিনি জানালেন, এই ছবির কথা আজীবন মনে রাখবেন তিনি ৷ কারণ এই ছবি তাকে কমফোর্ট জোন থেকে টেনে বের করে এনেছে ৷ 62 বছর বয়সি অভিনেতা এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন প্রধান প্রতিপক্ষ হিসাবে (Sanjay Dutt on KGF Role Adheera) ৷

প্রসঙ্গত, এই ছবির হাত ধরে কন্নড় ছবির জগতে অভিষেক করলেন সঞ্জু ৷ এই ছবি তুলে ধরে দরিদ্র বস্তি থেকে উঠে আসা রকির কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডসের (কেজিএফ) 'বিজনেস ব্যারন' হয়ে ওঠার গল্প ৷ প্রথম পর্বে ছিল তাঁর দারিদ্র এবং উত্থানের কাহিনি আর দ্বিতীয় পর্বে কোলার গোল্ড ফিল্ডসে কীভাবে নিজের রাজত্ব চালান রকি, সেই গল্প উঠে এসেছে পর্দায় ৷

সম্প্রতি এই ছবি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন সঞ্জয় ৷ তিনি লেখেন, "প্রতিবারই, আমি এমন একটি ছবি খুঁজি যা আমাকে আমার কমফোর্ট জোন থেকে বাইরে ঠেলে দেয়। 'কেজিএফ: চ্যাপ্টার 2' আমার জন্য তেমন একটি ফিল্ম ছিল । এটি আমাকে আমার নিজের সম্ভাবনার কথা মনে করিয়ে দেয় এবং এটি আমার সম্পর্কে এমন কিছু মনে করিয়ে দেয়, যা নিয়ে আমি মজা করতে পারি। "

আরও পড়ুন : আসছে কি 'কেজিএফ-3'?

একইসঙ্গে তিনি এও জানান, তিনি এই ছবির কথা কোনওদিন ভুলতে পারবেন না ৷ তিনি বলেন, "এই ছবিটি সর্বদা আমার জন্য একটি রিমাইন্ডার হয়ে থাকবে ৷ জীবন যখনই আমায় কোনও সারপ্রাইজ দেবে, (তখনই যাতে ভাবতে পারি) তোমার মধ্য়েই ক্ষমতা আছে এর থেকে আরও ভাল করার ৷ "একইসঙ্গে এই চরিত্র তাঁকে দেওয়ার জন্য় পরিচালক প্রশান্ত নীলের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করতে ভোলেননি সঞ্জু ৷

মুম্বই, 23 এপ্রিল : প্রশান্ত নীলের 'কেজিএফ: চ্যাপ্টার 2' এখন দেশজুড়ে রীতিমতো শোরগোল ফেলেছে ৷ একদিকে ছবিটি নিয়ে উচ্ছ্বসিত সমালোচক থেকে দর্শকমহল সকলেই ৷ তেমনই ব্যবসায়িকভাবেও দারুণ সফল 'কেজিএফ: চ্যাপ্টার 2' ৷ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিতারকা সঞ্জয় দত্ত ৷ শনিবার তিনি জানালেন, এই ছবির কথা আজীবন মনে রাখবেন তিনি ৷ কারণ এই ছবি তাকে কমফোর্ট জোন থেকে টেনে বের করে এনেছে ৷ 62 বছর বয়সি অভিনেতা এই পিরিয়ড ড্রামায় অভিনয় করেছেন প্রধান প্রতিপক্ষ হিসাবে (Sanjay Dutt on KGF Role Adheera) ৷

প্রসঙ্গত, এই ছবির হাত ধরে কন্নড় ছবির জগতে অভিষেক করলেন সঞ্জু ৷ এই ছবি তুলে ধরে দরিদ্র বস্তি থেকে উঠে আসা রকির কর্নাটকের কোলার গোল্ড ফিল্ডসের (কেজিএফ) 'বিজনেস ব্যারন' হয়ে ওঠার গল্প ৷ প্রথম পর্বে ছিল তাঁর দারিদ্র এবং উত্থানের কাহিনি আর দ্বিতীয় পর্বে কোলার গোল্ড ফিল্ডসে কীভাবে নিজের রাজত্ব চালান রকি, সেই গল্প উঠে এসেছে পর্দায় ৷

সম্প্রতি এই ছবি নিয়ে নিজের মতামত প্রকাশ করেছেন সঞ্জয় ৷ তিনি লেখেন, "প্রতিবারই, আমি এমন একটি ছবি খুঁজি যা আমাকে আমার কমফোর্ট জোন থেকে বাইরে ঠেলে দেয়। 'কেজিএফ: চ্যাপ্টার 2' আমার জন্য তেমন একটি ফিল্ম ছিল । এটি আমাকে আমার নিজের সম্ভাবনার কথা মনে করিয়ে দেয় এবং এটি আমার সম্পর্কে এমন কিছু মনে করিয়ে দেয়, যা নিয়ে আমি মজা করতে পারি। "

আরও পড়ুন : আসছে কি 'কেজিএফ-3'?

একইসঙ্গে তিনি এও জানান, তিনি এই ছবির কথা কোনওদিন ভুলতে পারবেন না ৷ তিনি বলেন, "এই ছবিটি সর্বদা আমার জন্য একটি রিমাইন্ডার হয়ে থাকবে ৷ জীবন যখনই আমায় কোনও সারপ্রাইজ দেবে, (তখনই যাতে ভাবতে পারি) তোমার মধ্য়েই ক্ষমতা আছে এর থেকে আরও ভাল করার ৷ "একইসঙ্গে এই চরিত্র তাঁকে দেওয়ার জন্য় পরিচালক প্রশান্ত নীলের প্রতিও কৃতজ্ঞতা ব্যক্ত করতে ভোলেননি সঞ্জু ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.