ETV Bharat / entertainment

Sandhya on Tarun: 'মিস্টার মজুমদার নয়, চলে যাওয়ার কথা ছিল আমারই',তরুণ স্মরণে আবেগপ্রবণ সন্ধ্যা রায়

author img

By

Published : Jul 21, 2022, 3:45 PM IST

'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন' আয়োজিত স্মরণ সভায় তরুণ মজুমদার প্রসঙ্গে বুধবার সন্ধ্যা রায় বলেন, "আজ আমার চলে যাওয়ার কথা, কিন্তু মিস্টার মজুমদার চলে গেলেন ।"

Sandhya on Tarun
মিস্টার মজুমদার নয়, চলে যাওয়ার কথা ছিল আমার- তরুণ স্মরণে আবেগাতুর সন্ধ্যা রায়

কলকাতা, 21 জুলাই: কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে কয়েকদিন আগেই হারিয়েছে সিনে মহল ৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাতে বুধবার এক আলোচনা সভার আয়োজন করল 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'। 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট'-এ এদিন আয়োজন করা হয় 'স্মৃতিটুকু থাক তনু বাবু' শীর্ষক একটি স্মরণ সভা ।

পরিচালককে শ্রদ্ধা জানাতে এদিন হাজির ছিলেন তরুণ জায়া সন্ধ্যা রায় ৷ ছিলেন অশোক বিশ্বনাথন, অনামিকা সাহা, পাপিয়া অধিকারী, শিবাজি চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, সৌমিলি ঘোষ বিশ্বাস, পরিচালক অনীক দত্ত-সহ টলিউডের আরও অনেক পরিচিত মুখ । 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর সঙ্গে এই উদ্যোগে শামিল হয়েছে 'রিয়েল রিল' এবং 'সিনে সেন্ট্রাল ক্যালকাটা'। এসআরএফটিআই (SRFTI) - এর মূল অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন সন্ধ্যা রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অশোক বিশ্বনাথন, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, অনামিকা সাহারা ।

আরও পড়ুন: ভরপুর রোম্যান্স অ্যাকশনে বাজিমাত বিজয় অনন্যার, সামনে এল 'লাইগার' এর ট্রেলার

সন্ধ্যা এদিন বলেন(Sandhya Roy on Tarun Majumdar), "আজ আমার চলে যাওয়ার কথা, কিন্তু মিস্টার মজুমদার চলে গেলেন । আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম । আজ বেঁচে ফিরে এসে ভাবছি ফেরাটা ঠিক হল না । ফিরে এসেছি বলে মঞ্চে দাঁড়িয়ে আমায় মিস্টার মজুমদারকে স্মরণ করতে হচ্ছে ! তাঁকে নিয়ে বলতে হচ্ছে ! আমার তো আজ এই মঞ্চে দাঁড়ানোর কথা ছিল না ।..."

কলকাতা, 21 জুলাই: কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে কয়েকদিন আগেই হারিয়েছে সিনে মহল ৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাতে বুধবার এক আলোচনা সভার আয়োজন করল 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'। 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট'-এ এদিন আয়োজন করা হয় 'স্মৃতিটুকু থাক তনু বাবু' শীর্ষক একটি স্মরণ সভা ।

পরিচালককে শ্রদ্ধা জানাতে এদিন হাজির ছিলেন তরুণ জায়া সন্ধ্যা রায় ৷ ছিলেন অশোক বিশ্বনাথন, অনামিকা সাহা, পাপিয়া অধিকারী, শিবাজি চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, সৌমিলি ঘোষ বিশ্বাস, পরিচালক অনীক দত্ত-সহ টলিউডের আরও অনেক পরিচিত মুখ । 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর সঙ্গে এই উদ্যোগে শামিল হয়েছে 'রিয়েল রিল' এবং 'সিনে সেন্ট্রাল ক্যালকাটা'। এসআরএফটিআই (SRFTI) - এর মূল অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন সন্ধ্যা রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অশোক বিশ্বনাথন, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, অনামিকা সাহারা ।

আরও পড়ুন: ভরপুর রোম্যান্স অ্যাকশনে বাজিমাত বিজয় অনন্যার, সামনে এল 'লাইগার' এর ট্রেলার

সন্ধ্যা এদিন বলেন(Sandhya Roy on Tarun Majumdar), "আজ আমার চলে যাওয়ার কথা, কিন্তু মিস্টার মজুমদার চলে গেলেন । আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম । আজ বেঁচে ফিরে এসে ভাবছি ফেরাটা ঠিক হল না । ফিরে এসেছি বলে মঞ্চে দাঁড়িয়ে আমায় মিস্টার মজুমদারকে স্মরণ করতে হচ্ছে ! তাঁকে নিয়ে বলতে হচ্ছে ! আমার তো আজ এই মঞ্চে দাঁড়ানোর কথা ছিল না ।..."

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.