কলকাতা, 21 জুলাই: কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক তরুণ মজুমদারকে কয়েকদিন আগেই হারিয়েছে সিনে মহল ৷ এবার তাঁকে শ্রদ্ধা জানাতে বুধবার এক আলোচনা সভার আয়োজন করল 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'। 'সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট'-এ এদিন আয়োজন করা হয় 'স্মৃতিটুকু থাক তনু বাবু' শীর্ষক একটি স্মরণ সভা ।
পরিচালককে শ্রদ্ধা জানাতে এদিন হাজির ছিলেন তরুণ জায়া সন্ধ্যা রায় ৷ ছিলেন অশোক বিশ্বনাথন, অনামিকা সাহা, পাপিয়া অধিকারী, শিবাজি চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ভাস্বর চট্টোপাধ্যায়, অয়ন বন্দ্যোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, কোয়েল মল্লিক, সৌমিলি ঘোষ বিশ্বাস, পরিচালক অনীক দত্ত-সহ টলিউডের আরও অনেক পরিচিত মুখ । 'ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন'-এর সঙ্গে এই উদ্যোগে শামিল হয়েছে 'রিয়েল রিল' এবং 'সিনে সেন্ট্রাল ক্যালকাটা'। এসআরএফটিআই (SRFTI) - এর মূল অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় বক্তব্য রাখেন সন্ধ্যা রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, অশোক বিশ্বনাথন, পাপিয়া অধিকারী, সৌমিলি ঘোষ বিশ্বাস, অনামিকা সাহারা ।
আরও পড়ুন: ভরপুর রোম্যান্স অ্যাকশনে বাজিমাত বিজয় অনন্যার, সামনে এল 'লাইগার' এর ট্রেলার
সন্ধ্যা এদিন বলেন(Sandhya Roy on Tarun Majumdar), "আজ আমার চলে যাওয়ার কথা, কিন্তু মিস্টার মজুমদার চলে গেলেন । আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম । আজ বেঁচে ফিরে এসে ভাবছি ফেরাটা ঠিক হল না । ফিরে এসেছি বলে মঞ্চে দাঁড়িয়ে আমায় মিস্টার মজুমদারকে স্মরণ করতে হচ্ছে ! তাঁকে নিয়ে বলতে হচ্ছে ! আমার তো আজ এই মঞ্চে দাঁড়ানোর কথা ছিল না ।..."