ETV Bharat / entertainment

বিয়ের বাকি একসপ্তাহ, মনপসন্দ জিনিস এখনও কেনা হয়নি সন্দীপ্তার - Sandipta Sen on Marriage

Sandipta Sen on Marriage: বাকি আর মাত্র সপ্তাহখানেক ৷ তারপরেই ছাদনাতলায় বসতে চলেছেন সন্দীপ্তা সেন-সৌম্য মুখোপাধ্যায় ৷ জোর কদমে চলছে বিয়ের প্রস্তুতি ৷ আর কী কী বাকি রয়েছে, কেনাকাটায়, জানালেন অভিনেত্রী স্বয়ং ৷

Etv Bharat
একসপ্তাহ পরেই ছাদনাতলায় সন্দীপ্তা-সৌম্য
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2023, 8:00 PM IST

কলকাতা, 28 নভেম্বর: টলিউডে শুরু হয়েছে বিয়ের মরশুম। 27 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। বহুদিনের বন্ধুত্ব পরিণতি পেয়েছে। অন্যদিকে, একইদিনে বিয়ে সারলেন টেলি অভিনেত্রী অর্পিতা মণ্ডল এবং অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ। এবার ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের নয়া জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক ৷ একই মাসেই শুভ পরিণয় হতে চলেছে অভিনেত্রী সন্দীপ্তা সেনেরও। কতদূর এগোলো বিয়ের আগের কাজ, জানালেন অভিনেত্রী৷

7 ডিসেম্বর ছাদনাতলায় যাবেন সন্দীপ্তা ৷ পাত্র সৌম্য মুখোপাধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর চিফ অপারেটিং অফিসার। 7 ডিসেম্বরের আগে 2 ডিসেম্বরে হবে আংটি বদল। শপিং কতদূর এগোল এই প্রশ্ন সন্দীপ্তাকে করা হলে তিনি বলেন, "আর বেশিদিন বাকি নেই। কিন্তু এখনও কিছু কিছু কেনাকাটি বাকি রয়েছে। সেগুলো সারতে হবে।" বলা বাহুল্য, সপ্তাহ খানেকের মধ্যে বিয়ের আগে বাকি সব কাজ সেরে ফেলতে ব্যস্ত অভিনেত্রী ও তাঁর পরিবার ৷

জানা গিয়েছে, সৌম্য এবং সন্দীপ্তার বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে কনে সন্দীপ্তার। ওদিকে বর নাকি পরবেন প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি। 2 ডিসেম্বর আংটি বদলের দিন লেহঙ্গা পরবেন সন্দীপ্তা, এমনটাই নাকি প্ল্যান। আংটি বদলের দিন জমিয়ে নাচ-গান করারও প্ল্যান আছে বলে জানিয়েছেন সন্দীপ্তা। মেনুতেও থাকবে ফিউশন চমক। বাঙালি খাবারের সঙ্গে সাজানো থাকবে অন্য ক্যুইজিনের খাবারও। আপাতত সেই শুভ দিনের অপেক্ষাতেই দিন গুনছেন সন্দীপ্তা ও সৌম্য।

এই মুহূর্তে আর কোনও বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে না সন্দীপ্তাকে। নিজেই জানিয়েছিলেন যে তিনি বিরতি চান ছোটপর্দা থেকে। তাই এখন ওয়েব সিরিজেই মন দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি হাজির হয়েছে 'বোধন ২'-এর ট্রেলার। প্রফেসর রাকা সেন এবারেও একইরকম সাহসী, ডাকাবুকো, লড়াকু, প্রতিবাদী। 'বোধন 2" স্ট্রিমিং-এর আগেই সম্পন্ন হবে সন্দীপ্তা, সৌম্যর বিয়ে। নেটপাড়ার নজর এখন সেদিকেই।

আরও পড়ুন:

1. টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা

2. বিয়ের রাত কাটতেই না কাটতেই হাসপাতালে পরমপত্নী, কী হল পিয়ার ?

3. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

কলকাতা, 28 নভেম্বর: টলিউডে শুরু হয়েছে বিয়ের মরশুম। 27 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। বহুদিনের বন্ধুত্ব পরিণতি পেয়েছে। অন্যদিকে, একইদিনে বিয়ে সারলেন টেলি অভিনেত্রী অর্পিতা মণ্ডল এবং অভিনেতা স্বর্ণদীপ্ত ঘোষ। এবার ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন টলিউডের নয়া জুটি সৌরভ দাস ও দর্শনা বণিক ৷ একই মাসেই শুভ পরিণয় হতে চলেছে অভিনেত্রী সন্দীপ্তা সেনেরও। কতদূর এগোলো বিয়ের আগের কাজ, জানালেন অভিনেত্রী৷

7 ডিসেম্বর ছাদনাতলায় যাবেন সন্দীপ্তা ৷ পাত্র সৌম্য মুখোপাধ্যায় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর চিফ অপারেটিং অফিসার। 7 ডিসেম্বরের আগে 2 ডিসেম্বরে হবে আংটি বদল। শপিং কতদূর এগোল এই প্রশ্ন সন্দীপ্তাকে করা হলে তিনি বলেন, "আর বেশিদিন বাকি নেই। কিন্তু এখনও কিছু কিছু কেনাকাটি বাকি রয়েছে। সেগুলো সারতে হবে।" বলা বাহুল্য, সপ্তাহ খানেকের মধ্যে বিয়ের আগে বাকি সব কাজ সেরে ফেলতে ব্যস্ত অভিনেত্রী ও তাঁর পরিবার ৷

জানা গিয়েছে, সৌম্য এবং সন্দীপ্তার বিয়ে দেবেন মহিলা পুরোহিত নন্দিনী ভৌমিক। বিয়ের দিন ফুশিয়া পিঙ্ক বেনারসি পরার ইচ্ছে রয়েছে কনে সন্দীপ্তার। ওদিকে বর নাকি পরবেন প্যাস্টেল পিঙ্ক শেরওয়ানি আর ধুতি। 2 ডিসেম্বর আংটি বদলের দিন লেহঙ্গা পরবেন সন্দীপ্তা, এমনটাই নাকি প্ল্যান। আংটি বদলের দিন জমিয়ে নাচ-গান করারও প্ল্যান আছে বলে জানিয়েছেন সন্দীপ্তা। মেনুতেও থাকবে ফিউশন চমক। বাঙালি খাবারের সঙ্গে সাজানো থাকবে অন্য ক্যুইজিনের খাবারও। আপাতত সেই শুভ দিনের অপেক্ষাতেই দিন গুনছেন সন্দীপ্তা ও সৌম্য।

এই মুহূর্তে আর কোনও বাংলা ধারাবাহিকে দেখা যাচ্ছে না সন্দীপ্তাকে। নিজেই জানিয়েছিলেন যে তিনি বিরতি চান ছোটপর্দা থেকে। তাই এখন ওয়েব সিরিজেই মন দিয়েছেন অভিনেত্রী। সম্প্রতি হাজির হয়েছে 'বোধন ২'-এর ট্রেলার। প্রফেসর রাকা সেন এবারেও একইরকম সাহসী, ডাকাবুকো, লড়াকু, প্রতিবাদী। 'বোধন 2" স্ট্রিমিং-এর আগেই সম্পন্ন হবে সন্দীপ্তা, সৌম্যর বিয়ে। নেটপাড়ার নজর এখন সেদিকেই।

আরও পড়ুন:

1. টলিপাড়ায় ফের বাজবে সানাই, বড়দিনের আগেই বিয়ের পিঁড়িতে সৌরভ-দর্শনা

2. বিয়ের রাত কাটতেই না কাটতেই হাসপাতালে পরমপত্নী, কী হল পিয়ার ?

3. বিজয়কে ছেড়ে কার 'গার্লফ্রেন্ড' হতে চলেছেন রশ্মিকা, জল্পনা টিনসেল টাউনে

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.