কলকাতা, 15 জুলাই: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'চিড়িয়াখানা' অবলম্বনে তৈরি 'ব্যোমকেশ ও পিঁজরাপোল' সিরিজে এর আগে কাজ করেছিলেন সম্পূর্ণা মণ্ডল ৷ আর এবার বড় পর্দার ব্যোমকেশেও অভিনয় করলেন। 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবির টিজারে সাবেকি সাজে দেখা মিলেছে তাঁর । এই ছবিতে তাঁকে দেখা যাবে হরিপ্রিয়ার চরিত্রে ৷
'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-এ মুকুলের চরিত্রে দেখা গিয়েছিলে অভিনেত্রীকে । এবারের চরিত্রটা নেগেটিভ । এই ছবিতে সত্যম ভট্টাচার্য অর্থাৎ মণিলালের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। ছবিতে তাঁদের সম্পর্ক মোটেই সহজ স্বাভাবিক নয় ৷ হরিপ্রিয়া এবং মণিলাল চরিত্র দু'টি ধুরন্ধর ৷ মণিলালের সঙ্গে তার রসায়ণ কেমন জমে সেটা দেখার বিষয় হতে চলেছে ৷
সম্পূর্ণা মণ্ডল ইটিভি ভারতকে বলেন, "আমার সঙ্গে দেবদার কোনও দৃশ্য় নেই বলে একসঙ্গে শট হয়নি। তবে এক ফ্লাইটে মধ্যপ্রদেশ গিয়েছি। সেসময়ে কথাবার্তা হয়েছে । সবমিলিয়ে ছবিতে কাজের অভিজ্ঞতা দারুণ । আমার অভিনয় জীবনের আরেকটা প্রাপ্তি ঘটতে চলেছে 11 অগস্ট । সাধ্যমতো চেষ্টা করেছি । বাকিটা দর্শক বলবেন । মে মাসের প্রচণ্ড গরমে শুট করেছি । দর্শকের ভালো লাগলে কষ্ট করাটা স্বার্থক হবে।"
আরও পড়ুন হাতে হাত রেখে বিমানবন্দরে ক্যামেরাবন্দি ভি ক্যাট, কোথায় চললেন তারকা দম্পতি?
অন্যদিকে একটা সময়ে বিরসা দাশগুপ্তের সহকারী হিসাবে কাজ করতেন সত্যম । আর এবার তাঁর পরিচালনাতেই করে ফেললেন অভিনয় । 'ব্যোমকেশ ও দুর্গরহস্য' ছবিতে মণিলালের চরিত্রে রয়েছেন এই সময়ের অন্যতম ব্যস্ত অভিনেতা । বড় পর্দা আর নাটকের কাজ নিয়ে তিনি ব্যস্ত। অভিনেতা ইটিভি ভারতকে বলেন, "গ্যাংস্টার, ওয়ান ছবিতে বিরসাদাকে অ্যাসিস্ট করেছি । এই প্রথমবার ওঁর পরিচালনায় অভিনয় করলাম । আমার বেশ ভালো লাগল । তাবড় তাবড় অভিনেতারা রয়েছেন । দেবদা রয়েছেন পাশাপাশি শান্তিলালদা, রজতাভদা, অম্বরীশদাও আছেন। ঝাড়খণ্ড, বোলপুর, মধ্যপ্রদেশে শুটিং হয়েছে আমাদের । দারুণ অভিজ্ঞতা ।"