ETV Bharat / entertainment

Samantha on Myositis: স্যালাইন নিতে নিতে সেরেছেন 'যশোদা'-র ডাবিং, জানালেন সামান্থা

যশোদা'-এর ডাবিং চলাকালীণ হাতে স্যালাইনের ড্রিপ নিতে নিতেও ডাবিং সারতে হয়েছিল সামান্থাকে ৷ সামনে এল তাঁঁর মায়োসাইটিস রোগের কথা(Samantha diagnosed with Myositis) ৷

author img

By

Published : Oct 29, 2022, 5:05 PM IST

Updated : Oct 29, 2022, 5:14 PM IST

Samantha on Myositis
স্যালাইন নিতে নিতে সেরেছেন 'যশোদা'-র ডাবিং, জানালেন সামান্থা

হায়দরাবাদ, 29 অক্টোবর: 'যশোদা'-এর ট্রেলার সামনে আসতে না-আসতেই দারুণ শোরগোল শুরু হয়েছে দর্শকদের মধ্য়ে ৷ দর্শকরা বেশ পছন্দ করেছেন সামান্থা রুথ প্রভুর লুক এবং অভিনয়ের ঝলক ৷ গত কয়েক মাস যাবৎ ক্য়ামেরার সামনে সেভাবে সক্রিয় ছিলেন না এই দক্ষিণী সুন্দরী ৷ যার কারণ কেউই জানতেন না, কেউই বুঝতে পারেননি যে এই কয়েকমাস তিনি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগের সঙ্গে ঠিক কতটা কঠিন লড়াই চালিয়েছেন ৷ ট্রেলার প্রকাশের দু'দিন পরে, সামান্থা তাঁর স্বাস্থ্য নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুলেছেন(Samantha diagnosed with Myositis ) ৷

তিনি লিখেছেন, 'ট্রেলার নিয়ে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন তা সত্যিই অসাধারণ ছিল ৷ আপনাদের সঙ্গে আমার এই যে বন্ধন এবং ভালোবাসা সেটাই আমাকে আপাতদৃষ্টিতে অন্তহীন চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার শক্তি দেয়(Samantha talks about battling Myositis )।'

তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে লিখতে গিয়ে লেখেন, 'কয়েক মাস আগে আমার মায়োসাইটিস নামক একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়েছিল। আমি ভেবেছিলাম সেরে ওঠার পরেই আপনাদের সঙ্গে পুরো বিষয়টি শেয়ার করব ৷ কিন্তু এটা আমি যা আশা করেছিলাম তার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে (Samantha Ruth Prabhu health condition)।'

আরও পড়ুন: নভেম্বরে মুক্তি পাচ্ছে 'দোস্তজী', নিবেদনে প্রসেনজিৎ

তিনি জানিয়েছেন চিকিৎসকদের আশা তিনি খুব দ্রুতই সুস্থ উঠবেন (Samantha on Myositis)৷ নিজের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন,"এমনকি যখন মনে হয় যে আমি এর আর একটি দিন সামলাতে পারব না, কোনও না কোনওভাবে সেই মুহূর্তটি ঠিক কেটে যায়। আমার কাছে এর অর্থ হল আমি আরও একদিন, আরও একটু করে সুস্থতার কাছাকাছি পৌঁছচ্ছি ।" তিনি পোস্টের শেষে সকলকে ভালোবাসাও জানিয়েছেন ৷ জানা গিয়েছে সামান্থাকে এই ফিল্মের ডাবিং চলাকালীন হাতে স্যালাইনের ড্রিপ নিতে নিতেও ডাবিং সারতে হয়েছিল ৷

হায়দরাবাদ, 29 অক্টোবর: 'যশোদা'-এর ট্রেলার সামনে আসতে না-আসতেই দারুণ শোরগোল শুরু হয়েছে দর্শকদের মধ্য়ে ৷ দর্শকরা বেশ পছন্দ করেছেন সামান্থা রুথ প্রভুর লুক এবং অভিনয়ের ঝলক ৷ গত কয়েক মাস যাবৎ ক্য়ামেরার সামনে সেভাবে সক্রিয় ছিলেন না এই দক্ষিণী সুন্দরী ৷ যার কারণ কেউই জানতেন না, কেউই বুঝতে পারেননি যে এই কয়েকমাস তিনি মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগের সঙ্গে ঠিক কতটা কঠিন লড়াই চালিয়েছেন ৷ ট্রেলার প্রকাশের দু'দিন পরে, সামান্থা তাঁর স্বাস্থ্য নিয়ে ইনস্টাগ্রামে মুখ খুলেছেন(Samantha diagnosed with Myositis ) ৷

তিনি লিখেছেন, 'ট্রেলার নিয়ে আপনারা যে প্রতিক্রিয়া দিয়েছেন তা সত্যিই অসাধারণ ছিল ৷ আপনাদের সঙ্গে আমার এই যে বন্ধন এবং ভালোবাসা সেটাই আমাকে আপাতদৃষ্টিতে অন্তহীন চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার শক্তি দেয়(Samantha talks about battling Myositis )।'

তিনি তাঁর স্বাস্থ্য সম্পর্কে লিখতে গিয়ে লেখেন, 'কয়েক মাস আগে আমার মায়োসাইটিস নামক একটি অটোইমিউন কন্ডিশন ধরা পড়েছিল। আমি ভেবেছিলাম সেরে ওঠার পরেই আপনাদের সঙ্গে পুরো বিষয়টি শেয়ার করব ৷ কিন্তু এটা আমি যা আশা করেছিলাম তার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে (Samantha Ruth Prabhu health condition)।'

আরও পড়ুন: নভেম্বরে মুক্তি পাচ্ছে 'দোস্তজী', নিবেদনে প্রসেনজিৎ

তিনি জানিয়েছেন চিকিৎসকদের আশা তিনি খুব দ্রুতই সুস্থ উঠবেন (Samantha on Myositis)৷ নিজের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে তিনি লেখেন,"এমনকি যখন মনে হয় যে আমি এর আর একটি দিন সামলাতে পারব না, কোনও না কোনওভাবে সেই মুহূর্তটি ঠিক কেটে যায়। আমার কাছে এর অর্থ হল আমি আরও একদিন, আরও একটু করে সুস্থতার কাছাকাছি পৌঁছচ্ছি ।" তিনি পোস্টের শেষে সকলকে ভালোবাসাও জানিয়েছেন ৷ জানা গিয়েছে সামান্থাকে এই ফিল্মের ডাবিং চলাকালীন হাতে স্যালাইনের ড্রিপ নিতে নিতেও ডাবিং সারতে হয়েছিল ৷

Last Updated : Oct 29, 2022, 5:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.