ETV Bharat / entertainment

নিকাহ সারলেন আরবাজ-সৌরা! প্রেমের সম্পর্কে সিলমোহর, শুভেচ্ছা জানালেন রবিনা - বিনোদনের খবর

Arbaaz Khan Wedding: গুঞ্জন হল সত্যি ৷ রবিবারই পরিবার ও কাছের বন্ধুদের সাক্ষী রেখে নিকাহ করলেন আরবাজ খান ৷ মেক-আপ আর্টিস্ট সৌরা খানের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন তিনি ৷ সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন রবিনা ট্যান্ডন ৷

Etv Bharat
আরবাজ খান-সৌরা খানের বিয়ের গুঞ্জন!
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 24, 2023, 7:06 PM IST

Updated : Dec 24, 2023, 8:10 PM IST

হায়দরাবাদ, 24 ডিসেম্বর: গুঞ্জনকে সত্যি করে রবিবারই নিকাহ সারলেন আরবাজ খান ৷ রবিবার সন্ধ্যায় কাছের বন্ধু ও পরিবার-প্রিয়জনদের সাক্ষী রেখে আরও একবার বিয়ে করলেন আরবাজ খান ৷ প্রাইভেট সেরেমনির আসর বসে অর্পিতা খান শর্মার বাড়িতে ৷ বোন অর্পিতার বাড়িতে বাবা সেলিম খান, মা সালমা ও হেলেন-সহ একাধিক অতিথিরা উপস্থিত হয়েছিলেন এদিন ৷ নবদম্পতিদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "মুবারক, মুবারক, মুবারক ৷ আমার প্রিয় সৌরা খান ও আরবাজ খান বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ৷ তোমাদের দুজনের জন্য ভীষণ খুশি ৷ এবার পার্টি শুরু হল ৷ মিসেস অ্যান্ড মিস্টার সৌরা আরবাজ খান ৷" এমন খবর সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

বিকেল থেকেই অর্পিতার বাড়ির সামনে জড়ো হন পাপারাৎজিরা ৷ একে একে সেখানে উপস্থিত হন আরবাজ খান থেকে শুরু করে ছেলে আরহান ৷ এরপর পৌঁছান বাবা সেলিম খান, মা সালমা খান ও হেলেন ৷ অর্পিতার বাড়িতে উপস্থিত হন সোহেল খানের ছেলে নির্বান খান, সলমন খান-সহ আরও অনেকে ৷ তারপরেই সন্ধ্যেবেলা অভিনেতার রবিনা ট্যান্ডনের শুভেচ্ছা বার্তা আসে সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, 'পাটনা শুক্লা' ছবির শুটিং সেটে সৌরার সঙ্গে পরিচয় হয় আরবাজের ৷ তিনি এই ছবির প্রযোজক ৷ অন্যদিকে, সৌরা হলেন রবিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা থাড়ানির মেক-আপ আর্টিস্ট ৷ পাটনা শুক্লা ছবিতে রবিনা রয়েছেন মুখ্যচরিত্রে ৷ সেই সূত্র মারফতই সৌরার সঙ্গে পরিচয় আরবাজের ৷ তারপর সেই পরিচিতি কীভাবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে, তা কাকপক্ষীও টের পাননি ৷

এর আগে মালাইকার সঙ্গে আরবাজ খানের 19 বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ পড়ে 2016 সালে ৷ 2017 সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর আরবাজের সঙ্গে জর্জিয়া আন্দ্রানির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ৷ 2019 সালে তাঁরা সম্পর্কের স্বীকৃতি জনসমক্ষে দেন ৷ কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভাঙনের কথা প্রকাশ্যে আসে ৷ অন্যদিকে, মালাইকা সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে ৷

আরও পড়ুন

1. রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শাহরুখ খানের ডাঙ্কি, কবে স্পেশাল স্ক্রিনিং ?

2. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট

3. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?

হায়দরাবাদ, 24 ডিসেম্বর: গুঞ্জনকে সত্যি করে রবিবারই নিকাহ সারলেন আরবাজ খান ৷ রবিবার সন্ধ্যায় কাছের বন্ধু ও পরিবার-প্রিয়জনদের সাক্ষী রেখে আরও একবার বিয়ে করলেন আরবাজ খান ৷ প্রাইভেট সেরেমনির আসর বসে অর্পিতা খান শর্মার বাড়িতে ৷ বোন অর্পিতার বাড়িতে বাবা সেলিম খান, মা সালমা ও হেলেন-সহ একাধিক অতিথিরা উপস্থিত হয়েছিলেন এদিন ৷ নবদম্পতিদের শুভেচ্ছা জানালেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন ৷

সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "মুবারক, মুবারক, মুবারক ৷ আমার প্রিয় সৌরা খান ও আরবাজ খান বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন ৷ তোমাদের দুজনের জন্য ভীষণ খুশি ৷ এবার পার্টি শুরু হল ৷ মিসেস অ্যান্ড মিস্টার সৌরা আরবাজ খান ৷" এমন খবর সামনে আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগীরাও ৷

বিকেল থেকেই অর্পিতার বাড়ির সামনে জড়ো হন পাপারাৎজিরা ৷ একে একে সেখানে উপস্থিত হন আরবাজ খান থেকে শুরু করে ছেলে আরহান ৷ এরপর পৌঁছান বাবা সেলিম খান, মা সালমা খান ও হেলেন ৷ অর্পিতার বাড়িতে উপস্থিত হন সোহেল খানের ছেলে নির্বান খান, সলমন খান-সহ আরও অনেকে ৷ তারপরেই সন্ধ্যেবেলা অভিনেতার রবিনা ট্যান্ডনের শুভেচ্ছা বার্তা আসে সোশাল মিডিয়ায় ৷

জানা গিয়েছে, 'পাটনা শুক্লা' ছবির শুটিং সেটে সৌরার সঙ্গে পরিচয় হয় আরবাজের ৷ তিনি এই ছবির প্রযোজক ৷ অন্যদিকে, সৌরা হলেন রবিনা ট্যান্ডন ও তাঁর মেয়ে রাশা থাড়ানির মেক-আপ আর্টিস্ট ৷ পাটনা শুক্লা ছবিতে রবিনা রয়েছেন মুখ্যচরিত্রে ৷ সেই সূত্র মারফতই সৌরার সঙ্গে পরিচয় আরবাজের ৷ তারপর সেই পরিচিতি কীভাবে প্রেমের সম্পর্কে পরিণত হয়েছে, তা কাকপক্ষীও টের পাননি ৷

এর আগে মালাইকার সঙ্গে আরবাজ খানের 19 বছরের দাম্পত্য সম্পর্কে ছেদ পড়ে 2016 সালে ৷ 2017 সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায় ৷ এরপর আরবাজের সঙ্গে জর্জিয়া আন্দ্রানির সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ৷ 2019 সালে তাঁরা সম্পর্কের স্বীকৃতি জনসমক্ষে দেন ৷ কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক ভাঙনের কথা প্রকাশ্যে আসে ৷ অন্যদিকে, মালাইকা সম্পর্কে জড়িয়েছেন অর্জুন কাপুরের সঙ্গে ৷

আরও পড়ুন

1. রাষ্ট্রপতি ভবনে প্রদর্শিত হবে শাহরুখ খানের ডাঙ্কি, কবে স্পেশাল স্ক্রিনিং ?

2. নীল বেনারসিতে অপ্সরা দীপিকা, চার্মিং রণবীর-সলমন, মুম্বই পুলিশের অ্যানুয়াল ইভেন্টে তারকাদের হাট

3. বক্স অফিসে সালারের তাণ্ডব অব্যাহত, অনেক পেছনে শাহরুখের ডাঙ্কি; কার কত আয় ?

Last Updated : Dec 24, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.