ETV Bharat / entertainment

58-য় সলমন, মাঝরাতে মুম্বই ফিরেই ভাগ্নিকে নিয়ে জন্মদিন পালন; ছিলেন কারা ? - ববি দেওল

Salman Khan's Birthday: বুধবার 58 পূর্ণ করলেন সলমন খান ৷ এ দিনই আবার তাঁর ভাগ্নি আয়াতের জন্মদিনের ৷ একইসঙ্গে হল মামা-ভাগ্নির বার্থ ডে পার্টি ৷ উপস্থিত ছিলেন সলমনের আত্মীয় ও বন্ধুবান্ধবেরা ৷

Salman Khan's Birthday
সলমন খানের জন্মদিন
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 1:50 PM IST

হায়দরাবাদ, 27 ডিসেম্বর: পরিবারের ঘনিষ্ঠরা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বলিউডের সুপারস্টার সলমন খান ও তাঁর ভাগ্নি আয়াত । বুধবার 58 বছর পূর্ণ করলেন অভিনেতা ৷ তাঁর বার্থ ডে পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা ববি দেওল, চর্চিত গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুর, সদ্য বিবাহিত ভাই আরবাজ খান এবং তাঁর ছেলে আরহান খান ৷ এছাড়াও ছিলেন অন্যান্য আত্মীয় ও বন্ধুবান্ধবেরা ৷ মঙ্গলবার রাতে মুম্বই ফিরেই মাঝরাতের পার্টিতে জমজমাট আসর বসে সলমনের বাড়িতে ৷

জন্মদিনে দাবাং স্টারকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন বলিউডে তাঁর সহকর্মীরা ও ভক্তরা ৷ এই দিনটি সলমনের জন্য আরও বেশি স্পেশাল, কারণ তাঁর বোন অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মার কন্যা অর্থাৎ সলমনের ভাগ্নি আয়াতেরও জন্মদিন ৷ সোশাল মিডিয়ায় সলমনের বার্থ ডে পার্টির ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে সলমন ও তাঁর ভাগ্নিকে একসঙ্গে জন্মদিনের কেক কাটতে দেখা গিয়েছে ৷ আর তাঁদের ঘিরে আনন্দ করতে দেখা গিয়েছে সলমনের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের ৷

পার্টির বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর অন্তরঙ্গ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করছেন । সেখানে ইউলিয়া, আরবাজ, আরিহান, ছাড়াও উপস্থিত ছিলেন হেলেন, আলভিরা খান অগ্নিহোত্রী, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা, ববি দেওল প্রমুখ ।

ববি দেওল পার্টিতে আনন্দ করার ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন । তাঁর আপলোড করা ছবিগুলির একটিতে তাঁকে বার্থ ডে বয়ের গালে চুম্বন করতে দেখা গিয়েছে ৷ অন্য ছবিতে ক্যামেরায় পোজ দেওয়ার সময় টাইগার 3 অভিনেতার কাঁধে হাত রেখেছেন ববি । এই পোস্টটির ক্যাপশনে তিনি সলমনের উদ্দেশে লেখেন, "মামু, আমি তোমাকে ভালোবাসি ।"

অ্যানিমাল তারকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পার্টির আরও অনেক ছবি শেয়ার করেছেন । পার্টিতে উপস্থিত ছিলেন সুরকার সাজিদ, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানি-সহ আরও অনেকে ৷ সলমন খান তাঁর জন্মদিন পালনের জন্য মঙ্গলবারই দিল্লি থেকে মুম্বই ফিরেছেন । তিনি ফিরে আসার সময় তাঁকে এক ঝলক দেখার জন্য তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমান ভক্তরা ৷

আরও পড়ুন:

  1. সিড-কিয়ারা থেকে পরম-পিয়া, রাহুল টু মুকেশ; সিনেদুনিয়া ও বাইজ গজে তেইশে প্রশংসিত তারকা বিবাহের ফ্ল্যাশ ব্যাক
  2. রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণাকে নিয়ে তৈরি তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার
  3. কোলে ঘুমন্ত রাহা, ছুটি কাটাতে শহর ছাড়লেন আলিয়া রণবীর-সহ একাধিক বলিউড তারকা

হায়দরাবাদ, 27 ডিসেম্বর: পরিবারের ঘনিষ্ঠরা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন বলিউডের সুপারস্টার সলমন খান ও তাঁর ভাগ্নি আয়াত । বুধবার 58 বছর পূর্ণ করলেন অভিনেতা ৷ তাঁর বার্থ ডে পার্টিতে উপস্থিত ছিলেন অভিনেতা ববি দেওল, চর্চিত গার্লফ্রেন্ড ইউলিয়া ভান্তুর, সদ্য বিবাহিত ভাই আরবাজ খান এবং তাঁর ছেলে আরহান খান ৷ এছাড়াও ছিলেন অন্যান্য আত্মীয় ও বন্ধুবান্ধবেরা ৷ মঙ্গলবার রাতে মুম্বই ফিরেই মাঝরাতের পার্টিতে জমজমাট আসর বসে সলমনের বাড়িতে ৷

জন্মদিনে দাবাং স্টারকে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যায় ভাসিয়ে দিয়েছেন বলিউডে তাঁর সহকর্মীরা ও ভক্তরা ৷ এই দিনটি সলমনের জন্য আরও বেশি স্পেশাল, কারণ তাঁর বোন অর্পিতা খান শর্মা ও আয়ুশ শর্মার কন্যা অর্থাৎ সলমনের ভাগ্নি আয়াতেরও জন্মদিন ৷ সোশাল মিডিয়ায় সলমনের বার্থ ডে পার্টির ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে, সেখানে সলমন ও তাঁর ভাগ্নিকে একসঙ্গে জন্মদিনের কেক কাটতে দেখা গিয়েছে ৷ আর তাঁদের ঘিরে আনন্দ করতে দেখা গিয়েছে সলমনের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধুবান্ধবদের ৷

পার্টির বিভিন্ন ভিডিয়ো ভাইরাল হয়েছে ৷ তাতে দেখা যাচ্ছে, অভিনেতা তাঁর অন্তরঙ্গ বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করছেন । সেখানে ইউলিয়া, আরবাজ, আরিহান, ছাড়াও উপস্থিত ছিলেন হেলেন, আলভিরা খান অগ্নিহোত্রী, আয়ুষ শর্মা, অর্পিতা খান শর্মা, ববি দেওল প্রমুখ ।

ববি দেওল পার্টিতে আনন্দ করার ছবি তাঁর ইনস্টাগ্রামে শেয়ার করেছেন । তাঁর আপলোড করা ছবিগুলির একটিতে তাঁকে বার্থ ডে বয়ের গালে চুম্বন করতে দেখা গিয়েছে ৷ অন্য ছবিতে ক্যামেরায় পোজ দেওয়ার সময় টাইগার 3 অভিনেতার কাঁধে হাত রেখেছেন ববি । এই পোস্টটির ক্যাপশনে তিনি সলমনের উদ্দেশে লেখেন, "মামু, আমি তোমাকে ভালোবাসি ।"

অ্যানিমাল তারকা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পার্টির আরও অনেক ছবি শেয়ার করেছেন । পার্টিতে উপস্থিত ছিলেন সুরকার সাজিদ, ফ্যাশন ডিজাইনার নন্দিতা মাহতানি-সহ আরও অনেকে ৷ সলমন খান তাঁর জন্মদিন পালনের জন্য মঙ্গলবারই দিল্লি থেকে মুম্বই ফিরেছেন । তিনি ফিরে আসার সময় তাঁকে এক ঝলক দেখার জন্য তাঁর অ্যাপার্টমেন্টের বাইরে ভিড় জমান ভক্তরা ৷

আরও পড়ুন:

  1. সিড-কিয়ারা থেকে পরম-পিয়া, রাহুল টু মুকেশ; সিনেদুনিয়া ও বাইজ গজে তেইশে প্রশংসিত তারকা বিবাহের ফ্ল্যাশ ব্যাক
  2. রটারডাম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অপর্ণাকে নিয়ে তৈরি তথ্যচিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার
  3. কোলে ঘুমন্ত রাহা, ছুটি কাটাতে শহর ছাড়লেন আলিয়া রণবীর-সহ একাধিক বলিউড তারকা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.