ETV Bharat / entertainment

টানা দু'টো ফ্লপ, রূপোলি পর্দায় টিকে থাকার লড়াইয়ে সফল প্রভাস; চারদিনেই 250 কোটির ঘরে 'সালার' - প্রভাস

Salaar: মাত্র চার দিনে ভারতে প্রভাসের 'সালার' প্রবেশ করে গিয়েছে 250 কোটির ঘরে ৷ অনেকটাই পিছিয়ে 'ডাঙ্কি' ৷ 'আদিপুরুষ' ও 'রাধেশ্যাম' ফ্লপ হওয়ার পর বক্সঅফিসে ঘুরে দাঁড়ালেন দক্ষিণী তারকা ৷

Etv Bharat
সিনেপর্দায় ঘুরে দাঁড়ালেন প্রভাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 26, 2023, 10:42 AM IST

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সোমবার বড়দিনের উৎসবে ভারতে 'সালার'ও ঢুকে পড়ল 250 কোটির ঘরে ৷ প্রশান্ত নীলের পরিচালনায় এই ছবি 22 ডিসেম্বর মুক্তি পেয়েছে তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম ও হিন্দিতে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী বক্সঅফিসে এখনও ছক্কা হাঁকাচ্ছে প্রভাসের 'সালার' ৷

রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির প্রথম দিনেই ঘরে এসে গিয়েছে 90.7 কোটি টাকা ৷ দ্বিতীয় দিনে ছবির ঝুলিতে আসে 56.35 কোটি টাকা ৷ তৃতীয় দিনে ছবির আয় 62.05 কোটি টাকা ৷ চতুর্থ দিন অর্থাৎ সোমবার ভারতে বিভিন্ন ভাষায় সালার ছবির আয় হয়েছে 42.50 কোটি টাকা ৷ সবমিলিয়ে ছবির মোট কালেকশন 251.60 কোটি টাকা ৷ ছবি মুক্তির দিন ধার্য হওয়ার পর থেকেই সালার ও ডাঙ্কির প্রতিযোগিতা নিয়ে আলোচনা ছিল শিরোনামে ৷ রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির প্রথম ছবি 'ডাঙ্কি' মুক্তি পায় 21 ডিসেম্বর ৷ ফলে ব্যবসার নিরিখে 'ডাঙ্কি'র থেকে অনেকটা এগিয়ে সালার ৷

এমনকী, 25 ডিসেম্বরও প্রভাসের ছবির আয় বেশি হয়েছে শাহরুখের থেকে ৷ সোমবার অর্থাৎ পঞ্চমদিন খ্রিস্টমাসের আবহে 'ডাঙ্কি' আয় করেছে 22.50 কোটি টাকা ৷ ভারতে এই ছবির মোট আয় 128 কোটি টাকা ৷ অন্যদিকে, রবিবারই গ্লোবালি সালার আয় করে ফেলে 400 কোটি টাকা ৷ ফলে সোমবারের আয় যোগ করলে ছবির মোট কালেকশন দাঁড়াল 450 কোটি টাকার উপর ৷

কেজিএফ খ্যাত পরিচালক এই ছবিতে তুলে ধরেছেন কাল্পনিক শহর খানসারে দুই প্রিয় বন্ধু দেবা (প্রভাস) ও ভার্ধার (পৃথ্বীরাজ) জার্নি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে শ্রুতি হাসান, ঐশ্বরি রাও, শ্রিয়া রেড্ডি, টিন্নু আনন্দ ও জগপতি বাবু ৷ হোমবেল ফিল্মসের প্রযোজনায় এই ছবি প্রশান্ত নীল ও প্রভাসের সবচেয়ে বড় হিট ছবি ৷ ছবির প্রথম পার্টের নাম রাখা হয় 'সালার:সিজফায়ার-পার্ট 1' ৷ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ছবির দ্বিতীয় পার্টের নাম, 'সালার: পার্ট 2-সৌরাঙ্গ পারভম' ৷ তবে এর বেশি কিছু এখনও পর্যন্ত জানায়নি ছবির টিম ৷

আরও পড়ুন:

1. প্রথমবার রাহাকে নিয়ে অনুরাগীদের সামনে রণলিয়া, কেমন দেখতে আলিয়া-কন্যা; দেখুন ভিডিয়ো

2. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান

3. অরিজিৎ-শ্রেয়ার পর অনুপমের কণ্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি', দর্শকদের আবদার মেনে শিল্পীর উপহার

হায়দরাবাদ, 26 ডিসেম্বর: সোমবার বড়দিনের উৎসবে ভারতে 'সালার'ও ঢুকে পড়ল 250 কোটির ঘরে ৷ প্রশান্ত নীলের পরিচালনায় এই ছবি 22 ডিসেম্বর মুক্তি পেয়েছে তেলুগু, কন্নড়, তামিল, মালয়ালম ও হিন্দিতে ৷ ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্ক অনুযায়ী বক্সঅফিসে এখনও ছক্কা হাঁকাচ্ছে প্রভাসের 'সালার' ৷

রিপোর্ট অনুযায়ী, ছবি মুক্তির প্রথম দিনেই ঘরে এসে গিয়েছে 90.7 কোটি টাকা ৷ দ্বিতীয় দিনে ছবির ঝুলিতে আসে 56.35 কোটি টাকা ৷ তৃতীয় দিনে ছবির আয় 62.05 কোটি টাকা ৷ চতুর্থ দিন অর্থাৎ সোমবার ভারতে বিভিন্ন ভাষায় সালার ছবির আয় হয়েছে 42.50 কোটি টাকা ৷ সবমিলিয়ে ছবির মোট কালেকশন 251.60 কোটি টাকা ৷ ছবি মুক্তির দিন ধার্য হওয়ার পর থেকেই সালার ও ডাঙ্কির প্রতিযোগিতা নিয়ে আলোচনা ছিল শিরোনামে ৷ রাজকুমার হিরানি ও শাহরুখ খান জুটির প্রথম ছবি 'ডাঙ্কি' মুক্তি পায় 21 ডিসেম্বর ৷ ফলে ব্যবসার নিরিখে 'ডাঙ্কি'র থেকে অনেকটা এগিয়ে সালার ৷

এমনকী, 25 ডিসেম্বরও প্রভাসের ছবির আয় বেশি হয়েছে শাহরুখের থেকে ৷ সোমবার অর্থাৎ পঞ্চমদিন খ্রিস্টমাসের আবহে 'ডাঙ্কি' আয় করেছে 22.50 কোটি টাকা ৷ ভারতে এই ছবির মোট আয় 128 কোটি টাকা ৷ অন্যদিকে, রবিবারই গ্লোবালি সালার আয় করে ফেলে 400 কোটি টাকা ৷ ফলে সোমবারের আয় যোগ করলে ছবির মোট কালেকশন দাঁড়াল 450 কোটি টাকার উপর ৷

কেজিএফ খ্যাত পরিচালক এই ছবিতে তুলে ধরেছেন কাল্পনিক শহর খানসারে দুই প্রিয় বন্ধু দেবা (প্রভাস) ও ভার্ধার (পৃথ্বীরাজ) জার্নি ৷ অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে শ্রুতি হাসান, ঐশ্বরি রাও, শ্রিয়া রেড্ডি, টিন্নু আনন্দ ও জগপতি বাবু ৷ হোমবেল ফিল্মসের প্রযোজনায় এই ছবি প্রশান্ত নীল ও প্রভাসের সবচেয়ে বড় হিট ছবি ৷ ছবির প্রথম পার্টের নাম রাখা হয় 'সালার:সিজফায়ার-পার্ট 1' ৷ ইতিমধ্যেই ঠিক হয়ে গিয়েছে ছবির দ্বিতীয় পার্টের নাম, 'সালার: পার্ট 2-সৌরাঙ্গ পারভম' ৷ তবে এর বেশি কিছু এখনও পর্যন্ত জানায়নি ছবির টিম ৷

আরও পড়ুন:

1. প্রথমবার রাহাকে নিয়ে অনুরাগীদের সামনে রণলিয়া, কেমন দেখতে আলিয়া-কন্যা; দেখুন ভিডিয়ো

2. দ্বিতীয় বিয়ে আরবাজের, সারাজীবন স্ত্রী সৌরার পাশে থাকার বার্তা অভিনেতার; গিটার বাজালেন ছেলে আরহান

3. অরিজিৎ-শ্রেয়ার পর অনুপমের কণ্ঠে 'বাউন্ডুলে ঘুড়ি', দর্শকদের আবদার মেনে শিল্পীর উপহার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.