ETV Bharat / entertainment

Hrithik-Saba PDA Moment: হৃত্বিককে বিদায় জানাতে মুম্বই বিমানবন্দরে সাবা, ক্যামেরাবন্দি একান্ত মুহূর্ত - হৃতিক রোশন ও সাবা আজাদের ছবি

হৃতিক রোশন এবং সাবা আজাদকে মুম্বই বিমানবন্দরে একসঙ্গে দেখা গেল ৷ ফাইটারের বাকি শুটিংয়ের জন্য হায়দরাবাদে যাচ্ছিলেন হৃত্বিক (Hrithik Roshan at Mumbai Airport)৷

Hrithik Saba ETV Bharat
হৃত্বিক সাবা
author img

By

Published : Feb 27, 2023, 6:54 PM IST

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: ফের পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন হৃত্বিক রোশন ও তাঁর গার্লফ্রেন্ড সাবা আজাদ (Hrithik-Saba PDA Moment)৷ 'ওয়ার' স্টারকে বিদায় জানাতে মুম্বই বিমানবন্দরে গিয়েছিলেন তাঁর বান্ধবী ৷ সেখানেই তাঁদের একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রসাংবাদিকরা (Hrithik Roshan at Mumbai Airport)৷ হৃত্বিক তাঁর আসন্ন ফিল্ম ফাইটারের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যাচ্ছিলেন । তাঁকে ও সাবাকে এক ফ্রেমে বন্দি করেন টিনসেল টাউনের এক প্রখ্যাত পাপারাৎজি ৷ তিনি পরে সেই ভিডিয়ো অনলাইনে শেয়ার করেন (Saba Azad and Hrithik Roshan PDA)।

কালো গাড়িতে ধরা দিলেন হৃত্বিক-সাবা: ভিডিয়োতে হৃতিক এবং সাবাকে তাঁদের কালো রঙের বিলাসবহুল গাড়িতে দেখা যায় । বাদামি রঙের কার্গো প্যান্টের সঙ্গে একটি জলপাই রঙের টি-শার্টে দারুণ মানিয়েছে হৃত্বিককে । তাঁর লুককে আরও এলিগ্যান্ট করেছে একটি সবুজ জ্যাকেট, টুপি এবং হলুদ চশমা । অন্যদিকে, সবুজ ট্রাউজার ও ধূসর ক্রপ টপে খোলা চুলে মোহময়ী দেখাচ্ছিল সাবা আজাদকে ৷ হৃতিক ও সাবার ডেটিং নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে ।

বান্ধবীর সঙ্গে আগেও দেখা গিয়েছে হৃত্বিককে: এর আগেও, বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷ করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে তাঁদের হাতে হাত রেখে প্রবেশের পর এই গুঞ্জনে একরকম শিলমোহর পড়ে যায় ৷ তবে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি কহো না প্যার হ্যায় অভিনেতা ৷ এর আগে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক রোশন ।

আরও পড়ুন: কোনও নায়কের সঙ্গে সময় কাটাননি বলেই সরব মুভি মাফিয়ারা, দাবি কঙ্গনার

কর্মক্ষেত্রে হৃত্বিক: কর্মক্ষত্রে তাঁর আপকামিং ফিল্ম ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে হৃত্বিককে । সিদ্ধার্থ আনন্দের ফাইটারে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুরকেও ৷ 2024 সালের 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ এটি দীপিকা এবং হৃতিকের একসঙ্গে প্রথম ফিল্ম হতে চলেছে ৷

হৃতিককে শেষবার সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে ক্রাইম থ্রিলার মুভি "বিক্রম বেদা"-তে দেখা গিয়েছিল ৷ সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল এই ছবি । অপরদিকে, সাবা আজাদ সোনি রাজদানের সঙ্গে "সংস অফ প্যারাডাইস" ছবিতে অভিনয় করবেন ।

হায়দরাবাদ, 27 ফেব্রুয়ারি: ফের পাপারাৎজিদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়লেন হৃত্বিক রোশন ও তাঁর গার্লফ্রেন্ড সাবা আজাদ (Hrithik-Saba PDA Moment)৷ 'ওয়ার' স্টারকে বিদায় জানাতে মুম্বই বিমানবন্দরে গিয়েছিলেন তাঁর বান্ধবী ৷ সেখানেই তাঁদের একান্ত মুহূর্ত ক্যামেরাবন্দি করেন চিত্রসাংবাদিকরা (Hrithik Roshan at Mumbai Airport)৷ হৃত্বিক তাঁর আসন্ন ফিল্ম ফাইটারের শুটিংয়ের জন্য হায়দরাবাদে যাচ্ছিলেন । তাঁকে ও সাবাকে এক ফ্রেমে বন্দি করেন টিনসেল টাউনের এক প্রখ্যাত পাপারাৎজি ৷ তিনি পরে সেই ভিডিয়ো অনলাইনে শেয়ার করেন (Saba Azad and Hrithik Roshan PDA)।

কালো গাড়িতে ধরা দিলেন হৃত্বিক-সাবা: ভিডিয়োতে হৃতিক এবং সাবাকে তাঁদের কালো রঙের বিলাসবহুল গাড়িতে দেখা যায় । বাদামি রঙের কার্গো প্যান্টের সঙ্গে একটি জলপাই রঙের টি-শার্টে দারুণ মানিয়েছে হৃত্বিককে । তাঁর লুককে আরও এলিগ্যান্ট করেছে একটি সবুজ জ্যাকেট, টুপি এবং হলুদ চশমা । অন্যদিকে, সবুজ ট্রাউজার ও ধূসর ক্রপ টপে খোলা চুলে মোহময়ী দেখাচ্ছিল সাবা আজাদকে ৷ হৃতিক ও সাবার ডেটিং নিয়ে বহুদিন ধরেই গুঞ্জন চলছে ।

বান্ধবীর সঙ্গে আগেও দেখা গিয়েছে হৃত্বিককে: এর আগেও, বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে ৷ করণ জোহরের 50তম জন্মদিনের পার্টিতে তাঁদের হাতে হাত রেখে প্রবেশের পর এই গুঞ্জনে একরকম শিলমোহর পড়ে যায় ৷ তবে সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি কহো না প্যার হ্যায় অভিনেতা ৷ এর আগে ইন্টেরিয়র ডিজাইনার সুজান খানকে বিয়ে করেছিলেন হৃতিক রোশন ।

আরও পড়ুন: কোনও নায়কের সঙ্গে সময় কাটাননি বলেই সরব মুভি মাফিয়ারা, দাবি কঙ্গনার

কর্মক্ষেত্রে হৃত্বিক: কর্মক্ষত্রে তাঁর আপকামিং ফিল্ম ফাইটারে দীপিকা পাড়ুকোনের সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে হৃত্বিককে । সিদ্ধার্থ আনন্দের ফাইটারে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে অক্ষয় ওবেরয়, করণ সিং গ্রোভার এবং অনিল কাপুরকেও ৷ 2024 সালের 25 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ এটি দীপিকা এবং হৃতিকের একসঙ্গে প্রথম ফিল্ম হতে চলেছে ৷

হৃতিককে শেষবার সইফ আলি খান এবং রাধিকা আপ্তের সঙ্গে ক্রাইম থ্রিলার মুভি "বিক্রম বেদা"-তে দেখা গিয়েছিল ৷ সমালোচক এবং দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছিল এই ছবি । অপরদিকে, সাবা আজাদ সোনি রাজদানের সঙ্গে "সংস অফ প্যারাডাইস" ছবিতে অভিনয় করবেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.