ETV Bharat / entertainment

City of Joy: সিটি অব জয় নিয়ে রাজনীতি করা হয়েছিল, ডমিনিক ল্যাপিয়েরের প্রয়াণে প্রতিক্রিয়া রুদ্রপ্রসাদের - কলকাতা

প্রয়াত হলেন বিখ্যাত ফরাসি লেখক ডমিনিক ল্যাপিয়ের (Dominique Lapierre Passes Away) । ভারত অনুরাগী পদ্মভূষণপ্রাপ্ত এই লেখকের মৃত্যুকালে বয়স হয়েছিল 91 বছর । তাঁর প্রয়াণের পর প্রতিক্রিয়া দিলেন অভিনেতা রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ৷ তিনি অভিনয় করেছিলেন ল্যাপিয়ারে উপন্যাসভিত্তিক ছবি 'সিটি অফ জয়'-এ (City of Joy) ৷

rudraprasad-sengupta-says-on-dominique-lapierre-death-that-there-was-politics-with-city-of-joy
City of Joy: সিটি অব জয় নিয়ে রাজনীতি করা হয়েছিল, ডমিনিক ল্যাপিয়েরের প্রয়াণে প্রতিক্রিয়া রুদ্রপ্রসাদের
author img

By

Published : Dec 5, 2022, 9:11 PM IST

কলকাতা, 5 ডিসেম্বর: "ওর লেখা উপন্যাস নিয়ে ছবি করতে গিয়ে অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না । দুঃখজনক ঘটনাই ঘটেছিল ৷" এভাবেই ডমিনিক ল্যাপিয়েরের মৃত্যু (Dominique Lapierre Passes Away) নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ।

সিটি অফ জয় (City of Joy), ডমিনিক ল্যাপিয়েরের লেখা এই উপন্যাসের ওপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন রোনাল্ড জফেঁ । 1992 সালে তৈরি এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অস্কার জয়ী অভিনেতা প্যাট্রিক সয়েজ । হাজারি নামের এক রিক্সওয়ালার চরিত্রটি রূপদান করেছিলেন ওম পুরী। এছাড়াও অভিনয় করেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta)-সহ একাধিক ভারতীয় অভিনেতা ।

তবে কলকাতায় শুটিং করতে এসে পরিচালক রোনাল্ড জফেঁকে বাধার সম্মুখীন হতে হয়েছিল । রটিয়ে দেওয়া হয়েছিল কলকাতাকে (Kolkata) অন্যভাবে তুলে ধরা হচ্ছে, যেখানে ধরা পড়বে শহরের সমস্যা, দুঃখ-দুর্দশার ছবি । সেদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলছিলেন, "ভুল বোঝানো হয়েছিল । শহর কলকাতার দুঃখ-দুর্দশা নয়, বরং শহরের মানবিক দিকই বলা হচ্ছিল । তাই সেদিন আমরা এই কথাগুলোই বোঝাতে চেষ্টা করেছিলাম । কিছু লোককে উসকে দেওয়া হয়েছিল । যাদের সঙ্গে সাহিত্যের সম্পর্ক ছিল না । একটা কথা বলতে পারি, বিষয়টিকে নিয়ে রাজনীতিকরণ করা হয়েছিল। যা মোটেই কাম্য ছিল না।"

ডমিনিক ল্যাপিয়েরের প্রয়াণে প্রতিক্রিয়া রুদ্রপ্রসাদের

ওই ছবির চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে মাটির কাছাকাছি নিয়ে আসতে হয়েছিল এই বাঙালি অভিনেতাকে । তাঁর কথায়, "যা করতে বলেছিল, তা রূপায়ণের চেষ্টা করা হয়েছিল।" পাশাপাশি সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের সম্বন্ধে প্রবীণ নাট্যকারের বিশ্লেষণ, "যোগ্য মানুষ।"

আরও পড়ুন: সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান

কলকাতা, 5 ডিসেম্বর: "ওর লেখা উপন্যাস নিয়ে ছবি করতে গিয়ে অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না । দুঃখজনক ঘটনাই ঘটেছিল ৷" এভাবেই ডমিনিক ল্যাপিয়েরের মৃত্যু (Dominique Lapierre Passes Away) নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ।

সিটি অফ জয় (City of Joy), ডমিনিক ল্যাপিয়েরের লেখা এই উপন্যাসের ওপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন রোনাল্ড জফেঁ । 1992 সালে তৈরি এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অস্কার জয়ী অভিনেতা প্যাট্রিক সয়েজ । হাজারি নামের এক রিক্সওয়ালার চরিত্রটি রূপদান করেছিলেন ওম পুরী। এছাড়াও অভিনয় করেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta)-সহ একাধিক ভারতীয় অভিনেতা ।

তবে কলকাতায় শুটিং করতে এসে পরিচালক রোনাল্ড জফেঁকে বাধার সম্মুখীন হতে হয়েছিল । রটিয়ে দেওয়া হয়েছিল কলকাতাকে (Kolkata) অন্যভাবে তুলে ধরা হচ্ছে, যেখানে ধরা পড়বে শহরের সমস্যা, দুঃখ-দুর্দশার ছবি । সেদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলছিলেন, "ভুল বোঝানো হয়েছিল । শহর কলকাতার দুঃখ-দুর্দশা নয়, বরং শহরের মানবিক দিকই বলা হচ্ছিল । তাই সেদিন আমরা এই কথাগুলোই বোঝাতে চেষ্টা করেছিলাম । কিছু লোককে উসকে দেওয়া হয়েছিল । যাদের সঙ্গে সাহিত্যের সম্পর্ক ছিল না । একটা কথা বলতে পারি, বিষয়টিকে নিয়ে রাজনীতিকরণ করা হয়েছিল। যা মোটেই কাম্য ছিল না।"

ডমিনিক ল্যাপিয়েরের প্রয়াণে প্রতিক্রিয়া রুদ্রপ্রসাদের

ওই ছবির চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে মাটির কাছাকাছি নিয়ে আসতে হয়েছিল এই বাঙালি অভিনেতাকে । তাঁর কথায়, "যা করতে বলেছিল, তা রূপায়ণের চেষ্টা করা হয়েছিল।" পাশাপাশি সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের সম্বন্ধে প্রবীণ নাট্যকারের বিশ্লেষণ, "যোগ্য মানুষ।"

আরও পড়ুন: সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.