কলকাতা, 5 ডিসেম্বর: "ওর লেখা উপন্যাস নিয়ে ছবি করতে গিয়ে অভিজ্ঞতা মোটেই সুখকর ছিল না । দুঃখজনক ঘটনাই ঘটেছিল ৷" এভাবেই ডমিনিক ল্যাপিয়েরের মৃত্যু (Dominique Lapierre Passes Away) নিয়ে প্রাথমিক প্রতিক্রিয়া দিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত ।
সিটি অফ জয় (City of Joy), ডমিনিক ল্যাপিয়েরের লেখা এই উপন্যাসের ওপর ভিত্তি করে ছবি বানিয়েছিলেন রোনাল্ড জফেঁ । 1992 সালে তৈরি এই ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অস্কার জয়ী অভিনেতা প্যাট্রিক সয়েজ । হাজারি নামের এক রিক্সওয়ালার চরিত্রটি রূপদান করেছিলেন ওম পুরী। এছাড়াও অভিনয় করেছিলেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত (Rudraprasad Sengupta)-সহ একাধিক ভারতীয় অভিনেতা ।
তবে কলকাতায় শুটিং করতে এসে পরিচালক রোনাল্ড জফেঁকে বাধার সম্মুখীন হতে হয়েছিল । রটিয়ে দেওয়া হয়েছিল কলকাতাকে (Kolkata) অন্যভাবে তুলে ধরা হচ্ছে, যেখানে ধরা পড়বে শহরের সমস্যা, দুঃখ-দুর্দশার ছবি । সেদিনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে রুদ্রপ্রসাদ সেনগুপ্ত বলছিলেন, "ভুল বোঝানো হয়েছিল । শহর কলকাতার দুঃখ-দুর্দশা নয়, বরং শহরের মানবিক দিকই বলা হচ্ছিল । তাই সেদিন আমরা এই কথাগুলোই বোঝাতে চেষ্টা করেছিলাম । কিছু লোককে উসকে দেওয়া হয়েছিল । যাদের সঙ্গে সাহিত্যের সম্পর্ক ছিল না । একটা কথা বলতে পারি, বিষয়টিকে নিয়ে রাজনীতিকরণ করা হয়েছিল। যা মোটেই কাম্য ছিল না।"
ওই ছবির চরিত্রে অভিনয় করতে গিয়ে নিজেকে মাটির কাছাকাছি নিয়ে আসতে হয়েছিল এই বাঙালি অভিনেতাকে । তাঁর কথায়, "যা করতে বলেছিল, তা রূপায়ণের চেষ্টা করা হয়েছিল।" পাশাপাশি সাহিত্যিক ডমিনিক ল্যাপিয়ের সম্বন্ধে প্রবীণ নাট্যকারের বিশ্লেষণ, "যোগ্য মানুষ।"
আরও পড়ুন: সিটি অফ জয়ের লেখক পদ্মভূষণ ডমিনিক ল্যাপিয়েরের জীবনাবসান