ETV Bharat / entertainment

Ricky Kej 2nd Grammy : দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় শিল্পী রিকি কেজ - Ricky Kej 2nd Grammy

দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় সংগীতজ্ঞ রিকি কেজ ৷ নতুন অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য এই পুরস্কার জিতে নিলেন তিনি (Ricky Kej Win His Second Grammy with Stewart Copeland)৷

Ricky Kej 2nd Grammy
দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় শিল্পী রিকি কেজ
author img

By

Published : Apr 4, 2022, 3:00 PM IST

হায়দরাবাদ, 4 এপ্রিল : লস ভেগাসে 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে নিজের দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় সংগীতজ্ঞ রিকি কেজ ৷ নিজের নতুন অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য রক কিংবদন্তি স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি ৷ আর সেই অ্য়ালবামের হাত ধরেই তাঁর হাতে উঠল দ্বিতীয় গ্র্যামি পুরস্কার (Ricky Kej Win His Second Grammy with Stewart Copeland) ৷

নিজের এই পুরস্কার প্রাপ্তির পর সোশ্যাল মিডিয়ায় স্টুয়ার্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন রিকি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি ভীষণ কৃতজ্ঞ যে আমাদের অ্যালবাম 'ডিভাইন টাইডস' গ্র্যামি পুরষ্কার জিতে নিয়েছে ৷ আমার পাশে দাঁড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তি স্টুয়ার্ট কোপল্যান্ডকে আমি ভীষণ ভালবাসি। আপনার সমস্তটাই খুব ভালোবাসি! এটি আমার দ্বিতীয় গ্র্যামি পুরস্কার এবং স্টুয়ার্টের ষষ্ঠ ৷"

আরও পড়ুন : দশ দিনেই রজনীকান্তের '2.0'-কেও পিছনে ফেলে দিল রাজামৌলির 'আরআরআর'

এর আগে 2015 সালে তাঁর অ্যালবাম 'উইন্ডস অফ সামসারা'-র জন্য বেস্ট নিউ এজ বিভাগে প্রথমবার পুরস্কার জিতে নিয়েছিলেন রিকি ৷ এবার গ্র্যামি পুরস্কার উঠেছে পড়শি দেশ পাকিস্তানের হাতেও ৷ প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন আরুজ আফতাব ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমানও ৷

হায়দরাবাদ, 4 এপ্রিল : লস ভেগাসে 64তম গ্র্যামি অ্যাওয়ার্ডের মঞ্চে নিজের দ্বিতীয় গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় সংগীতজ্ঞ রিকি কেজ ৷ নিজের নতুন অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য রক কিংবদন্তি স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি ৷ আর সেই অ্য়ালবামের হাত ধরেই তাঁর হাতে উঠল দ্বিতীয় গ্র্যামি পুরস্কার (Ricky Kej Win His Second Grammy with Stewart Copeland) ৷

নিজের এই পুরস্কার প্রাপ্তির পর সোশ্যাল মিডিয়ায় স্টুয়ার্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন রিকি ৷ ছবির ক্যাপশনে তিনি লেখেন, "আমি ভীষণ কৃতজ্ঞ যে আমাদের অ্যালবাম 'ডিভাইন টাইডস' গ্র্যামি পুরষ্কার জিতে নিয়েছে ৷ আমার পাশে দাঁড়িয়ে থাকা এই জীবন্ত কিংবদন্তি স্টুয়ার্ট কোপল্যান্ডকে আমি ভীষণ ভালবাসি। আপনার সমস্তটাই খুব ভালোবাসি! এটি আমার দ্বিতীয় গ্র্যামি পুরস্কার এবং স্টুয়ার্টের ষষ্ঠ ৷"

আরও পড়ুন : দশ দিনেই রজনীকান্তের '2.0'-কেও পিছনে ফেলে দিল রাজামৌলির 'আরআরআর'

এর আগে 2015 সালে তাঁর অ্যালবাম 'উইন্ডস অফ সামসারা'-র জন্য বেস্ট নিউ এজ বিভাগে প্রথমবার পুরস্কার জিতে নিয়েছিলেন রিকি ৷ এবার গ্র্যামি পুরস্কার উঠেছে পড়শি দেশ পাকিস্তানের হাতেও ৷ প্রথম পাকিস্তানি মহিলা হিসাবে পুরস্কার জিতে নিয়েছেন আরুজ আফতাব ৷ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরেক জনপ্রিয় ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমানও ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.