নয়াদিল্লি, 24 নভেম্বর: গালওয়ান ভ্যালি নিয়ে টুইট করে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়লেন রিচা চাড্ডা ৷ 2020 সালে গলওয়ানে চীনা সৈনিকদের সঙ্গে সংঘর্ষে বেশ কিছু ভারতীয় জওয়ানের মৃত্যু হয় ৷ অনেকের মতে, রিচা যেভাবে এই টুইটটি করেছেন তাতে সেনা বাহিনির আত্মত্য়াগকে অসম্মান করা হয়েছে । বুধবার, সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মন্তব্য করেছিলেন, ভারতীয় সেনাবাহিনীর এখন প্রস্তুত পাক অধিকৃত কাশ্মীরকে ফের অধিকার করতে ৷ একইসঙ্গে তিনি আরও বলেন, "আমরা সরকারি নির্দেশের জন্য অপেক্ষা করছি ৷ আমরা দ্রুত অপারেশনটি শেষ করব ৷"
![Richa Chadha trolled on social media for tweeting about Galwan incident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17016465_1.jpg)
তাঁর এই বক্তব্যের নিরিখেই রিচা চাড্ডা গালওয়ানের প্রসঙ্গ সুকৌশলে তুলে আনেন (Richa Chadha trolled on social media ) । তাঁর এই মন্তব্য ভালোভাবে নেননি অনেকেই (Richa Chadha tweet about Galwan incident)৷ টুইটারে এক ব্যক্তি লেখেন,"গালওয়ান উপত্যকায় আমাদের সৈন্যদের আত্মত্যাগকে নিয়ে উপহাস করা হল ৷ এটি লজ্জাজনক এবং অপমানজনক বিষয়।" আরেক নেটিজেন সরাসরি রিচাকে বয়কট করার দাবি তোলেন ৷
![Richa Chadha trolled on social media for tweeting about Galwan incident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17016465_3.jpg)
মুখ খুলেছেন বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসাও ৷ তিনি টুইটে লেখেন, "এই টুইটটি অসম্মানজনক। যত তাড়াতাড়ি সম্ভব এটিকে সরিয়ে নেওয়া উচিত । আমাদের সশস্ত্র বাহিনীকে অপমান করা অধিকার কারও নেই ।"
![Richa Chadha trolled on social media for tweeting about Galwan incident](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/17016465_1.jpg)
আরও পড়ুন: 'বাবা বেঁচে আছেন, প্রার্থনা করুন', মৃত্যুর গুজবে সরব বিক্রম কন্যা
-
@BediSaveena pic.twitter.com/EYHeS75AjS
— RichaChadha (@RichaChadha) November 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">@BediSaveena pic.twitter.com/EYHeS75AjS
— RichaChadha (@RichaChadha) November 24, 2022@BediSaveena pic.twitter.com/EYHeS75AjS
— RichaChadha (@RichaChadha) November 24, 2022
ইতিমধ্যেই অবশ্য় তাঁর এই বক্তব্য়ের জন্য ক্ষমাও চেয়েছেন রিচা ৷ তিনি জানিয়েছেন তাঁর দাদুও সেনা বাহিনীর অংশ ছিলেন । এখন তাঁর ভাইরা সেনায় কাজ করেন । তাই তাঁর সেনা বাহিনীকে উপহাস করার প্রশ্নই ওঠে না ৷ কাউকে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না ৷