মুম্বই, 20 নভেম্বর: গত কয়েক দশক ধরে বিনোদন দুনিয়ায় রাজ করে চলেছেন তিনি ৷ দিওয়ার থেকে পা অথবা পিঙ্ক, বড় পর্দায় তাঁর উপস্থিতি ও অভিনয় দক্ষতা মুগ্ধ করে সিনেপ্রেমীদের ৷ তিনি বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন ৷ ভারতের পাশাপাশি তিনি বিদেশের মাটিতেও সমাদৃত ৷ এ বার বিগ বি অভিনীত ছবি ফ্রান্সের ননটেতে ফেস্টিভ্যাল দে 3 কন্টিনেন্টসে জায়গা করে নিয়েছে ৷
জানা গিয়েছে, 'অমিতাভ বচ্চন, বিগ বি ফরএভার' নামে এই রেট্রোস্পেকটিভে বলিউডের অ্যাংরি ইয়ং ম্যানের বেশ কয়েকটি ছবি বেছে নেওয়া হয়েছে ৷ যেখানে বিগ বির অভিনয় প্রতিভার নান রূপ তুলে ধরা হবে ফ্রান্সের এই ফেস্টিভ্যালে ৷ জাভেদ আখতার ও সেলিম খানের মিলিত জুটি বি-টাউনে অমিতাভ বচ্চনকে দিয়েছে অ্যাংরি ইয়ং ম্যানের তকমা ৷ অন্যদিকে, 'শোলে', 'ডন', 'কভি কভি', 'অমর আকবর অ্যান্টনি'-র মতো ছবিতে দর্শক পেয়েছে অমিতাভের ড্রামা, কমেডি ও রোম্যান্স ৷
পরিচালক হিসাবে যশ চোপড়া, রমেশ শিপ্পি, মনমোহন দেশাই, হৃষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করে নিজের অভিনয় দক্ষতাকে আরও শক্তিশালী করেছেন বিগ বি ৷ পরিচালক ও তথ্য সংগ্রাহক শিবেন্দ্র সিং ডানগানপুর একটি স্বেচ্ছাসেবী সংস্থা চালান ফ্রান্সে ৷ তাঁর উদ্যোগেই এই ফেস্টিভ্যাল হতে চলেছে ৷ এর আগে ভারতীয় সিনেমাকে তুলে ধরতে এমন অনেক ফেস্টিভ্যাল তিনি করেছেন ৷ যার মধ্যে 'বচ্চন ব্যাক টু দ্য বিগিনিং', 'দিলীপ কুমার-হিরো অফ হিরোস', 'দেব আনন্দ অ্যাট দ্য রেট 100-ফরএভার ইয়ং' অন্যতম ৷
এই রেট্রোস্পেকটিভ নিয়ে বিগ বি সংবাদসংস্থা এএনআইকে বলেন, "ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশন ক্লাসিক ভারতীয় সিনেমাকে পর্দায় ফিরিয়ে আনার জন্য এই উদ্যোগ নিয়েছে, তাতে সাধুবাদ জানাই ৷ আমি কৃতজ্ঞ পুরনো ও জনপ্রিয় আমার নয়টি ছবি বাছা হয়েছে ননটের ফেস্টিভ্যাল দে 3 কন্টিনেন্টস-এ দেখানোর জন্য ৷ মূলত, এখানে আফ্রিকার সিনেমা লাতিন আমেরিকা ও এশিয়ার সিনেমা জায়গা পায় ৷ মূলত, আমি ধন্যবাদ দিতে চাই আমার পরিচালকদের যাঁরা আমাকে অভিনয়ের সুযোগ দিয়েছেন ৷ আশা করব, ফেস্টিভ্যালে দর্শকরা এই ছবিগুলিকে ভালোবাসবেন ৷ আমি সেখানে উপস্থিত থাকতে না পারলেও আমার মেয়ে শ্বেতা বচ্চন ফেস্টিভ্যালে থাকবেন ৷"
বিগ বির 'অভিমান', 'শোলে', 'দিওয়ার', 'অমর আকবর অ্যান্টনি', 'ত্রিশূল', 'ডন', 'কালা পাথ্থর' ও 'কভি কভি' দেখানো হবে ৷ এই ফেস্টিভ্যাল শুরু হবে 24 নভেম্বর থেকে ৷ চলবে 3 ডিসেম্বর পর্যন্ত ৷
আরও পড়ুন:
1. 'হারকর জিতনে ওয়ালোকো বাজিগর কহেতে হ্যায়...!' টিম ইন্ডিয়াকে কুর্নিশ, পাশে বাদশা-সহ বলিউড
2. বিশ্বকাপ ফাইনালে হার, কোহলিকে জড়িয়ে ধরে 'বিরাট' সান্ত্বনা অনুষ্কার