ETV Bharat / entertainment

Samaresh Majumdar Passes Away: প্রয়াত সমরেশ মজুমদার, সোমের 'কালবেলা'য় বাঙালি হারাল তার প্রিয় সাহিত্যিককে

প্রয়াত অর্জুন-স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ সোমবার বিকেলে কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷

Samaresh Majumdar passed away
প্রয়াত সমরেশ মজুমদার
author img

By

Published : May 8, 2023, 6:43 PM IST

Updated : May 8, 2023, 7:21 PM IST

কলকাতা, 8 মে: প্রয়াত সমরেশ মজুমদার ৷ সোমের 'কালবেলা'য় বাঙালি হারালো তাঁর প্রিয় সাহিত্যিককে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ উত্তরাধিকার, কালবেলা, সাতকাহন, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস সৃষ্টি করেছেন তিনি ৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ দীর্ঘদিন ধরেই ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি ৷ তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টেও ৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সোমবার বিকেলে প্রয়াত হন সাহিত্যিক সমরেশ মজুমদার ৷

তাঁর মৃত্যুতে সাহিত্যমহলে নেমে এসেছে শোকের ছায়া ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ৷ শোকবার্তায় তিনি বলেছেন, "বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

প্রসঙ্গত, 1944 সালের 10 মার্চ জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত সাহিত্যিক ৷ জলপাইগুড়ির ডুয়ার্সে কাটিয়েছেন শৈশবের অনেকটা সময় ৷ পড়াশোনা করেছেন জলপাইগুড়ি জেলা স্কুলে ৷ স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক হয়েছেন ৷ তাঁর লেখা প্রথম গল্প ছাপানো হয়েছিল 1967 সালে দেশ পত্রিকায় ৷ 'দৌড়' সমরেশ মজুমদারের প্রথম সাহিত্য ৷ 1976 সালে যা প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় ৷ পাশাপাশি বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র 'অর্জুন' তাঁরই সৃষ্টি ৷

2018 সালে সাহিত্যে তাঁর অবদানের জন্য সম্মানিত হয়েছেন বঙ্গবিভূষণ সম্মানে ৷ 'কলিকাতায় নবকুমার' গল্পের জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার ৷ 1984 সালে কালবেলা-র জন্য পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ৷ 'উত্তরাধিকার', 'গর্ভধারিনী', 'হারামির হাতবাক্স', 'কলিকাতায় নবকুমার', 'বুকের ভিতর বাংলাদেশ', 'এই আমি রেণু', 'অর্জুন এবার কলকাতায়', 'অর্জুন সমগ্র'-র মতো কালজয়ী সৃষ্টি বাঙালি পাঠকদের উপহার দিয়েছেন তিনি ৷

কলকাতা, 8 মে: প্রয়াত সমরেশ মজুমদার ৷ সোমের 'কালবেলা'য় বাঙালি হারালো তাঁর প্রিয় সাহিত্যিককে ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ উত্তরাধিকার, কালবেলা, সাতকাহন, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস সৃষ্টি করেছেন তিনি ৷ শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে ভর্তি করা হয়েছিল কলকাতার এক বেসরকারি হাসপাতালে ৷ সোমবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি ৷ দীর্ঘদিন ধরেই ফুসফুস সংক্রান্ত সমস্যা নিয়ে ভুগছিলেন তিনি ৷ তাঁকে রাখা হয়েছিল ভেন্টিলেশন সাপোর্টেও ৷ কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে সোমবার বিকেলে প্রয়াত হন সাহিত্যিক সমরেশ মজুমদার ৷

তাঁর মৃত্যুতে সাহিত্যমহলে নেমে এসেছে শোকের ছায়া ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সাহিত্যিকের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন ৷ শোকবার্তায় তিনি বলেছেন, "বিশিষ্ট সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৭৯ বছর। বাংলা সাহিত্যের লব্ধপ্রতিষ্ঠ কথাকার সমরেশ মজুমদারের বিখ্যাত গ্রন্থগুলি হল: দৌড়, কালবেলা, কালপুরুষ, গর্ভধারিণী, উত্তরাধিকার, অর্জুন সমগ্র, সাতকাহন ইত্যাদি। পশ্চিমবঙ্গ সরকার ২০১৮ সালে সমরেশ মজুমদারকে 'বঙ্গবিভূষণ' সম্মান প্রদান করে। এছাড়া তিনি সাহিত্য অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, আনন্দ পুরস্কার, বিএফজেএ পুরস্কারসহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্য জগতের এক অপূরণীয় ক্ষতি হল। আমি সমরেশ মজুমদারের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।"

প্রসঙ্গত, 1944 সালের 10 মার্চ জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেছিলেন প্রয়াত সাহিত্যিক ৷ জলপাইগুড়ির ডুয়ার্সে কাটিয়েছেন শৈশবের অনেকটা সময় ৷ পড়াশোনা করেছেন জলপাইগুড়ি জেলা স্কুলে ৷ স্কটিশ চার্চ কলেজ থেকে বাংলা সাহিত্য নিয়ে স্নাতক হয়েছেন ৷ তাঁর লেখা প্রথম গল্প ছাপানো হয়েছিল 1967 সালে দেশ পত্রিকায় ৷ 'দৌড়' সমরেশ মজুমদারের প্রথম সাহিত্য ৷ 1976 সালে যা প্রকাশিত হয়েছিল দেশ পত্রিকায় ৷ পাশাপাশি বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র 'অর্জুন' তাঁরই সৃষ্টি ৷

2018 সালে সাহিত্যে তাঁর অবদানের জন্য সম্মানিত হয়েছেন বঙ্গবিভূষণ সম্মানে ৷ 'কলিকাতায় নবকুমার' গল্পের জন্য পেয়েছেন বঙ্কিম পুরস্কার ৷ 1984 সালে কালবেলা-র জন্য পেয়েছেন সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার ৷ 'উত্তরাধিকার', 'গর্ভধারিনী', 'হারামির হাতবাক্স', 'কলিকাতায় নবকুমার', 'বুকের ভিতর বাংলাদেশ', 'এই আমি রেণু', 'অর্জুন এবার কলকাতায়', 'অর্জুন সমগ্র'-র মতো কালজয়ী সৃষ্টি বাঙালি পাঠকদের উপহার দিয়েছেন তিনি ৷

Last Updated : May 8, 2023, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.