ETV Bharat / entertainment

Rekha Birthday: 60 ছবি করার পর অভিনয়ের প্রেমে পড়েন রেখা - রেখার জন্মদিন

আজ বলিউডের এভারগ্রিন অভিনেত্রী রেখার জন্মদিন (Rekha Birthday)৷ 65 বছরে পড়লেন তিনি ৷ তাঁর জন্মদিনে ফিরে দেখব তাঁর জীবনের কয়েকটি অধ্যায়ের কাহিনি (Fall in love with acting)৷

Rekha Birthday: It took 60 films to her fall in love with acting
60 ছবি করার পর অভিনয়ের প্রেমে পড়েন রেখা
author img

By

Published : Oct 10, 2022, 3:02 PM IST

কলকাতা, 10 অক্টোবর: ভানুরেখা থেকে রেখা (Rekha Birthday) হতে সময় লেগেছিল দীর্ঘ আট বছর ৷ বলিউডে তাঁর ডেবিউ হয় সাওয়ান ভাদো দিয়ে ৷ তবে প্রকৃত অভিনেত্রী হিসেবে রেখা স্বীকৃতি পেয়েছিলেন তার বেশ কিছু সময় পরে (Fall in love with acting)৷

রেখাকে যে তাঁর পরিবারকে মারাত্মক আর্থিক সংকট থেকে বাঁচাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে হয়েছিল, এটা আর এখন কারও অজানা নয় ৷ একটি কিশোরী যখন নবম শ্রেণি থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করল, তখন তার দুর্বলতার সুযোগ নিয়েছিলেন আশপাশের অনেকেই ৷ আনজানা সফর ফিল্মের রোম্যান্টিক দৃশ্য রেখার ইচ্ছের বিরুদ্ধে বেশ কয়েকবার তাঁকে চুম্বন করা হয়েছিল ৷ সেই সময় যদি #মিটু অধ্যায় চলত, বা অভিনেত্রীদের কঠোর মনোভাব দেখানোর সুযোগ থাকত, তাহলে পরিচালক ও সহ-অভিনেতাদের বিরুদ্ধে অবশ্যই যৌন হেনস্থার অভিযোগ আনতেন রেখা ৷

Rekha Birthday: It took 60 films to her fall in love with acting
খুন ভরি মাঙ্গ ছবিতে রেখা

একটা নয়, এ ধরনের আরও বেশকিছু ঘটনা অভিনয়ের পেশায় ক্রমে বলিষ্ঠ করে তুলেছে অভিনেত্রীকে ৷ তিনি হয়ে উঠেছিলেন সুপারস্টার ৷ তবে নানা ওঠা-পড়ায় এই জায়গা করতে তাঁর 9 বছর লেগে গিয়েছিল ৷ প্রায় 60টি ছবি করার পর অভিনয়কে ভালোবাসতে শুরু করেন তিনি ৷ তাঁর ফুল বনি অঙ্গারে, প্রতিশোধের ছবি খুন ভরি মাঙ্গের মতো বলিষ্ঠ মহিলাকেন্দ্রিক ফিল্মে তাঁর অভিনয় রেখার নিজের ব্যক্তিত্ব ও ক্ষোভকেই ফুটিয়ে তুলেছিল বলে মনে করেন ফিল্ম সমালোচকরা ৷

আরও পড়ুন: বিগ-বির কিছু নীরব দৃশ্য তাঁর ব্যারিটোন কণ্ঠের থেকেও বেশি দৃপ্ত

যে ছবি সিনেমা নিয়ে রেখার চিন্তাভাবনাকেই বদলে দিয়েছিল সেটি হল ঘর, 1978 সালে ৷ মানিক চট্টোপাধ্যায়ের সেই ছবি এক তরুণ বিবাহিত দম্পতিকে নিয়ে আবর্তিত হয় ৷ ধর্ষণের পরবর্তী অধ্যায়ের জীবনযুদ্ধে অবতীর্ণ ছিলেন তাঁরা ৷ এই ছবিতে রেখার বিপরীতে ছিলেন বিনোদ মেহরা ৷ সেই সময় খবর রটেছিল যে তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রেখা ৷ তবে পরে সে কথা নিজেই অস্বীকার করেন অভিনেত্রী ৷

এই ছবির পর থেকেই অভিনয়টা যেন জল-ভাত হয়ে যায় এভারগ্রিন অভিনেত্রীর ৷ হিন্দি ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম মোহময়ী অভিনেত্রী যে রেখা তাতে কোনও সন্দেহ নেই ৷ সৌন্দর্য, ব্যক্তিত্ব, অভিনয় - সবকিছু দিয়ে তিনি সব প্রজন্মের ভালোবাসা অর্জন করে নিয়েছেন ৷ জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী আজ 65তে পড়লেন ৷ তাঁর জন্মদিনে ইটিভি ভারতের তরফে রইল শুভেচ্ছা ৷

কলকাতা, 10 অক্টোবর: ভানুরেখা থেকে রেখা (Rekha Birthday) হতে সময় লেগেছিল দীর্ঘ আট বছর ৷ বলিউডে তাঁর ডেবিউ হয় সাওয়ান ভাদো দিয়ে ৷ তবে প্রকৃত অভিনেত্রী হিসেবে রেখা স্বীকৃতি পেয়েছিলেন তার বেশ কিছু সময় পরে (Fall in love with acting)৷

রেখাকে যে তাঁর পরিবারকে মারাত্মক আর্থিক সংকট থেকে বাঁচাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে হয়েছিল, এটা আর এখন কারও অজানা নয় ৷ একটি কিশোরী যখন নবম শ্রেণি থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রবেশ করল, তখন তার দুর্বলতার সুযোগ নিয়েছিলেন আশপাশের অনেকেই ৷ আনজানা সফর ফিল্মের রোম্যান্টিক দৃশ্য রেখার ইচ্ছের বিরুদ্ধে বেশ কয়েকবার তাঁকে চুম্বন করা হয়েছিল ৷ সেই সময় যদি #মিটু অধ্যায় চলত, বা অভিনেত্রীদের কঠোর মনোভাব দেখানোর সুযোগ থাকত, তাহলে পরিচালক ও সহ-অভিনেতাদের বিরুদ্ধে অবশ্যই যৌন হেনস্থার অভিযোগ আনতেন রেখা ৷

Rekha Birthday: It took 60 films to her fall in love with acting
খুন ভরি মাঙ্গ ছবিতে রেখা

একটা নয়, এ ধরনের আরও বেশকিছু ঘটনা অভিনয়ের পেশায় ক্রমে বলিষ্ঠ করে তুলেছে অভিনেত্রীকে ৷ তিনি হয়ে উঠেছিলেন সুপারস্টার ৷ তবে নানা ওঠা-পড়ায় এই জায়গা করতে তাঁর 9 বছর লেগে গিয়েছিল ৷ প্রায় 60টি ছবি করার পর অভিনয়কে ভালোবাসতে শুরু করেন তিনি ৷ তাঁর ফুল বনি অঙ্গারে, প্রতিশোধের ছবি খুন ভরি মাঙ্গের মতো বলিষ্ঠ মহিলাকেন্দ্রিক ফিল্মে তাঁর অভিনয় রেখার নিজের ব্যক্তিত্ব ও ক্ষোভকেই ফুটিয়ে তুলেছিল বলে মনে করেন ফিল্ম সমালোচকরা ৷

আরও পড়ুন: বিগ-বির কিছু নীরব দৃশ্য তাঁর ব্যারিটোন কণ্ঠের থেকেও বেশি দৃপ্ত

যে ছবি সিনেমা নিয়ে রেখার চিন্তাভাবনাকেই বদলে দিয়েছিল সেটি হল ঘর, 1978 সালে ৷ মানিক চট্টোপাধ্যায়ের সেই ছবি এক তরুণ বিবাহিত দম্পতিকে নিয়ে আবর্তিত হয় ৷ ধর্ষণের পরবর্তী অধ্যায়ের জীবনযুদ্ধে অবতীর্ণ ছিলেন তাঁরা ৷ এই ছবিতে রেখার বিপরীতে ছিলেন বিনোদ মেহরা ৷ সেই সময় খবর রটেছিল যে তাঁর সঙ্গেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রেখা ৷ তবে পরে সে কথা নিজেই অস্বীকার করেন অভিনেত্রী ৷

এই ছবির পর থেকেই অভিনয়টা যেন জল-ভাত হয়ে যায় এভারগ্রিন অভিনেত্রীর ৷ হিন্দি ফিল্ম ইন্ড্রাস্ট্রির অন্যতম মোহময়ী অভিনেত্রী যে রেখা তাতে কোনও সন্দেহ নেই ৷ সৌন্দর্য, ব্যক্তিত্ব, অভিনয় - সবকিছু দিয়ে তিনি সব প্রজন্মের ভালোবাসা অর্জন করে নিয়েছেন ৷ জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রী আজ 65তে পড়লেন ৷ তাঁর জন্মদিনে ইটিভি ভারতের তরফে রইল শুভেচ্ছা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.