ETV Bharat / entertainment

Sidharth-Kiara Wedding: বিয়ে রহস্য! চারহাত এক হওয়ার দিন কি বদলে গেল? - রাজস্থানের সূর্যগড় প্যালেস

সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণীর বিয়ের আসর জমে উঠেছে। রাজস্থানের সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace)শুভক্ষণ কখন আসে তা জানতেই মুখিয়ে সকলে ৷ ইতিমধ্যেই হাজির হয়েছেন বহু তারকা। আগে জানা গিয়েছিল বিয়ে হবে আজ, অর্থাৎ 6 ফেব্রুয়ারি ৷ কিন্তু সেই দিনক্ষণ কি বদলে গেল ? তাহলে কি আজ সাত পাকে বাঁধা পড়ছেন না সিড-কিয়ারা ।

Sidharth Kiara Wedding
সিদ্ধার্থ মালহোত্রা আর কিয়ারা আডবাণী
author img

By

Published : Feb 6, 2023, 8:32 AM IST

জয়পুর, 6 ফেব্রুয়ারি: জয়সলমেরের সূর্যগড় প্যালেস সেজে উঠেছে। আর তা নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ ভিক্যাটের পর ডেস্টিনেশন ওয়েডিংয়ে রাজকীয়তার আরও এক নজির গড়তে চলেছে এই দুই বলি তারকার বিয়ে (Sidharth Malhotra Wedding)। কথা ছিল, 6 ফেব্রুয়ারি অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন বলিপাড়ার প্রিয় জুটি ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ নাকি বদলে গিয়েছে ৷ তাহলে কবে মালাবদল হবে এই জুটির ?

সূত্র বলছে, কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 7 ফেব্রুয়ারি , মঙ্গলবার ৷ সিদ্ধার্থের বলিউডের আত্মপ্রকাশ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে । এই ছবির পরিচালক করণ জোহর, কিয়ারা-প্রীতির 'কবীর সিং'-এর সহঅভিনেতা শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুতও জয়সলমেরে হাজির হয়ে গিয়েছেন ৷ পাশাপাশি কিয়ারার ছোটবেলার বন্ধু-বান্ধবী থেকে স্কুলের সহপাঠী, সকলেই রবিবার জয়সলমেরে পৌঁছে গিয়েছেন বলে খবর ৷

বলিপাড়ার হাওয়ায় গুজব ছড়িয়েছে নাকি, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নাকি ওটিটিতে দেখা যাবে। সত্যিই কি তাই হবে? তবে তা নিয়ে এখনও নিশ্চিত খবর কিছু পাওয়া যায়নি। যদিও এ নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে ৷ জয়সলমেরের সূর্যগড় প্যালেস এই জুটি মোট চারদিনের জন্য বুক করেছেন। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার, আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ে করবেন 'শেরশাহ'-র নায়ক-নায়িকা। সম্পূর্ণ পঞ্জাবি রীতিতে বিয়ে হবে। নানা ধরনের বাগান রয়েছে এই প্যালেসে। যেখানে অতিথিদের খাওয়া-দাওয়া, আরাম করার ব্যবস্থাপনা রয়েছে। মরুভূমিতে বসে সূর্যাস্ত দেখার বন্দোবস্তও করা হয়েছে ৷ রাজস্থানের জনপ্রিয় লোকগান, নাচ দেখানোর ব্যবস্থাও করেছেন কিয়ারা-সিড। খাবারেরও এলাহি বন্দোবস্ত থাকছে। সবমিলিয়ে বিয়ে ঘিরে চলছে বিরাট কর্মকাণ্ড ৷

আরও পড়ুন: সিদ্ধার্থ-কিয়ারার বিবাহবাসর সূর্যগড় প্যালেস ! জানুন এর ঐতিহ্য, ভাড়া ও অন্যান্য তথ্য

তবে আজ, সোমবার নয় সিড-কিয়ারা বিয়ে হবে 7 ফেব্রুয়ারি মানে আগামিকাল। হোটেল থেকে পাওয়া তথ্য ও সূত্রের খবর অনুযায়ী গতকাল সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হয়ে গিয়েছে মেহেন্দির অনুষ্ঠান। আজ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানের। বিয়ে মঙ্গলবার। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। অতিথি তালিকায় রয়েছে 100-র কাছাকাছি নাম। মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি, করণ জোহর, সস্ত্রীক শাহিদ কাপুর ও বরুণ ধাওয়ানদের। হাই প্রোফাইল অতিথিদের কথা মাথায় রেখে বুকিং করা হয়েছে 70টি বিলাসবহুল গাড়িও। নিরাপত্তাতেও থাকবে যথেষ্ঠ কড়াকড়ি। বিমান বন্দর থেকে শুরু করে হোটেল সবর্ত্রই রয়েছে নজরদারির ব্যবস্থা ।

জয়পুর, 6 ফেব্রুয়ারি: জয়সলমেরের সূর্যগড় প্যালেস সেজে উঠেছে। আর তা নিয়ে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে ৷ ভিক্যাটের পর ডেস্টিনেশন ওয়েডিংয়ে রাজকীয়তার আরও এক নজির গড়তে চলেছে এই দুই বলি তারকার বিয়ে (Sidharth Malhotra Wedding)। কথা ছিল, 6 ফেব্রুয়ারি অর্থাৎ আজ সাত পাকে বাঁধা পড়বেন বলিপাড়ার প্রিয় জুটি ৷ জয়সলমেরের সূর্যগড় প্রাসাদে অতিথিদের আনাগোনাও শুরু হয়ে গিয়েছে। তবে সূত্রের খবর অনুযায়ী, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ের তারিখ নাকি বদলে গিয়েছে ৷ তাহলে কবে মালাবদল হবে এই জুটির ?

সূত্র বলছে, কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রা তাঁরা সাত পাকে বাঁধা পড়তে চলেছেন 7 ফেব্রুয়ারি , মঙ্গলবার ৷ সিদ্ধার্থের বলিউডের আত্মপ্রকাশ 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবি দিয়ে । এই ছবির পরিচালক করণ জোহর, কিয়ারা-প্রীতির 'কবীর সিং'-এর সহঅভিনেতা শাহিদ কাপুর এবং তাঁর স্ত্রী মীরা রাজপুতও জয়সলমেরে হাজির হয়ে গিয়েছেন ৷ পাশাপাশি কিয়ারার ছোটবেলার বন্ধু-বান্ধবী থেকে স্কুলের সহপাঠী, সকলেই রবিবার জয়সলমেরে পৌঁছে গিয়েছেন বলে খবর ৷

বলিপাড়ার হাওয়ায় গুজব ছড়িয়েছে নাকি, সিদ্ধার্থ-কিয়ারার বিয়ে নাকি ওটিটিতে দেখা যাবে। সত্যিই কি তাই হবে? তবে তা নিয়ে এখনও নিশ্চিত খবর কিছু পাওয়া যায়নি। যদিও এ নিয়ে ভক্তদের মধ্যে তুমুল আগ্রহের সৃষ্টি হয়েছে ৷ জয়সলমেরের সূর্যগড় প্যালেস এই জুটি মোট চারদিনের জন্য বুক করেছেন। কেবল ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবার, আত্মীয়স্বজনের উপস্থিতিতেই বিয়ে করবেন 'শেরশাহ'-র নায়ক-নায়িকা। সম্পূর্ণ পঞ্জাবি রীতিতে বিয়ে হবে। নানা ধরনের বাগান রয়েছে এই প্যালেসে। যেখানে অতিথিদের খাওয়া-দাওয়া, আরাম করার ব্যবস্থাপনা রয়েছে। মরুভূমিতে বসে সূর্যাস্ত দেখার বন্দোবস্তও করা হয়েছে ৷ রাজস্থানের জনপ্রিয় লোকগান, নাচ দেখানোর ব্যবস্থাও করেছেন কিয়ারা-সিড। খাবারেরও এলাহি বন্দোবস্ত থাকছে। সবমিলিয়ে বিয়ে ঘিরে চলছে বিরাট কর্মকাণ্ড ৷

আরও পড়ুন: সিদ্ধার্থ-কিয়ারার বিবাহবাসর সূর্যগড় প্যালেস ! জানুন এর ঐতিহ্য, ভাড়া ও অন্যান্য তথ্য

তবে আজ, সোমবার নয় সিড-কিয়ারা বিয়ে হবে 7 ফেব্রুয়ারি মানে আগামিকাল। হোটেল থেকে পাওয়া তথ্য ও সূত্রের খবর অনুযায়ী গতকাল সন্ধ্যায় সূর্যগড় প্রাসাদে হয়ে গিয়েছে মেহেন্দির অনুষ্ঠান। আজ সকালে গায়ে হলুদ, সন্ধ্যায় আয়োজন করা হয়েছে জমজমাট সঙ্গীত অনুষ্ঠানের। বিয়ে মঙ্গলবার। আত্মীয়-পরিজন ও বন্ধুবান্ধবের সঙ্গে ব্যক্তিগত পরিসরেই সাত পাকে বাঁধা পড়তে চান সিড-কিয়ারা। অতিথি তালিকায় রয়েছে 100-র কাছাকাছি নাম। মুকেশ আম্বানির কন্যা ইশা আম্বানি, করণ জোহর, সস্ত্রীক শাহিদ কাপুর ও বরুণ ধাওয়ানদের। হাই প্রোফাইল অতিথিদের কথা মাথায় রেখে বুকিং করা হয়েছে 70টি বিলাসবহুল গাড়িও। নিরাপত্তাতেও থাকবে যথেষ্ঠ কড়াকড়ি। বিমান বন্দর থেকে শুরু করে হোটেল সবর্ত্রই রয়েছে নজরদারির ব্যবস্থা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.