হায়দরাবাদ, 12 মার্চ: পুষ্পা মুক্তির পর থেকেই দেশের বহু মানুষের হৃদয়ে দোলা দিয়ে গিয়েছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা (Rashmika Responds to Shubman Comment)৷ তাঁর ভক্তদের তালিকায় শুধু আম আদমি নয়, রয়েছেন বহু সেলিব্রিটি ৷ এমনকী শোনা যায়, বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারেরও নয়নের মণি রশ্মিকা (Rashmika Mandanna)৷ তিনি যে ভারতীয় ক্রিকেটারদের ক্রাশ সে বিষয়ে সম্প্রতি একটি ইভেন্টে তাঁকে প্রশ্ন করেন পাপারাৎজিরা ৷ জবাবে সবাইকে অবাক করে দিলেন পুষ্পার অভিনেত্রী ৷ বুঝিয়ে দিলেন, তাঁর সম্পর্কে দেশের উদীয়মান ক্রিকেট তারকা শুভমন গিলের কমেন্টগুলি তাঁর নজর এড়ায়নি ৷ হেসে হৃদয়ের ইশারায় ক্রিকেটারকে বার্তা পাঠিয়েছেন অভিনেত্রী ৷
ভারতীয় ওপেনার শুভমন গিলকে একটি মিডিয়া কথোপকথনের সময় তাঁর ক্রাশ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল ৷ যার উত্তরে তিনি বলেছিলেন যে, তাঁর ক্রাশ টলিউড অভিনেত্রী রশ্মিকা মান্দানা । শুভমনের এই মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়ার জন্য রশ্মিকার কাছে পৌঁছনোর আগেই শুভমন সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে গুঞ্জন থামানোর জন্য জানান যে, তাঁর সম্পর্কে যে কথা বলা হচ্ছে তা সঠিক নয় ৷ তবে রশ্মিকা এই নিয়ে বেশি কথা বাড়াননি, তিনি শুধু সাংবাদিকদের দিকে তাকিয়ে হাসেন ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সাংবাদিকদের সঙ্গে রশ্মিকার সেই ভিডিয়োটি মুম্বইয়ের একজন পাপারাৎজি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন । ভিডিয়োটি শীঘ্রই তাঁর ভক্তদের দৃষ্টি আকর্ষণ করে ৷ এরপর থেকে মন্তব্য বিভাগে আসতে থাকে একের পর এক মতামত । ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়ে একজন ভক্ত লিখেছেন, "ইয়ে কিসি ভি ক্রিকেটার কি ক্রাশ নাহি হ্যায় ভাইরাল.. শুভম গিল স্পষ্ট করে দিয়েছেন.. কুছ ভি মত বোলো আপ লোগ (তিনি কোনও ক্রিকেটারের ক্রাশ নন, শুভমন তা স্পষ্ট করেছেন, যা ইচ্ছে তাই বলে দিও না)।"
-
Lol he commented 😂
— Shakila (@Shakila3335) March 6, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
shubman Gill has no crush on Rashmika @iamRashmika pic.twitter.com/MUFokhdobu
">Lol he commented 😂
— Shakila (@Shakila3335) March 6, 2023
shubman Gill has no crush on Rashmika @iamRashmika pic.twitter.com/MUFokhdobuLol he commented 😂
— Shakila (@Shakila3335) March 6, 2023
shubman Gill has no crush on Rashmika @iamRashmika pic.twitter.com/MUFokhdobu
আরও পড়ুন: অঞ্জনের গান গেয়েই প্রোপোজ করেছিলেন গৌরব, 'সেভেন'-এর আড্ডায় দিলখোলা রিধিমা
আর একজন লিখেছেন, "ক্যাপশন দেখে হাসি পাচ্ছে ৷ আমার মনে হয় অনেকে জানেনই না যে তিনি কে, আর আপনি বলছেন তিনি সবার ক্রাশ !"
-
Star Indian batter #Shubman Gill recently captured all the headlines after he was rumoured to have a crush on Rashmika Mandanna. #ShubmanGill #RashmikaMandanna #Bollywood #Cricket #Holi2023 #FreeSpotifyPremium#BecauseMenWillbeMen pic.twitter.com/wDAkfFymvC
— Preet (@Preet_Dhillon23) March 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Star Indian batter #Shubman Gill recently captured all the headlines after he was rumoured to have a crush on Rashmika Mandanna. #ShubmanGill #RashmikaMandanna #Bollywood #Cricket #Holi2023 #FreeSpotifyPremium#BecauseMenWillbeMen pic.twitter.com/wDAkfFymvC
— Preet (@Preet_Dhillon23) March 7, 2023Star Indian batter #Shubman Gill recently captured all the headlines after he was rumoured to have a crush on Rashmika Mandanna. #ShubmanGill #RashmikaMandanna #Bollywood #Cricket #Holi2023 #FreeSpotifyPremium#BecauseMenWillbeMen pic.twitter.com/wDAkfFymvC
— Preet (@Preet_Dhillon23) March 7, 2023
এ দিকে, সারা আলি খান ও শুভমন গিল ডেটিং করছেন বলে জোর খবর রয়েছে বিভিন্ন মহলে । আবার "গীতা গোবিন্দম" ছবিতে তাঁর সহ-অভিনেতা বিজয় দেবরাকোন্ডার সঙ্গে রশ্মিকা ডেট করছেন বলে খবর রয়েছে । তাঁদের কেউই দাবিগুলি গ্রহণ বা খণ্ডন করেননি ৷ তবে তাঁদের সোশ্যাল মিডিয়া বার্তা এবং ছুটির ছবিগুলি নিয়মিত এই গুজবে ইন্ধন দিচ্ছে ।
কর্মক্ষেত্রে রশ্মিকাকে পরবর্তীতে দেখা যাবে "পুষ্পা 2" এ, আল্লু অর্জুনের বিপরীতে । এছাড়া রণবীর কাপুরের সঙ্গে অ্যানিম্যাল ছবিতে দেখা যাবে তাঁকে ।