হায়দরাবাদ, 6 নভেম্বর: প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই সমাজে বাড়ছে অন্ধকার দিকও ৷ প্রযুক্তিকে হাতিয়ার করে নিমেষে একজন ব্যক্তিকে জনসমাজে ভাইরাল করতে সময় লাগছে না এতটুকু ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে এবার সোশাল মিডিয়ায় খুবই আপত্তিকর অবস্থায় ভাইরাল হলেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা ৷ আইনি পথ গ্রহণের পরামর্শ দিলেন বিগ বি অমিতাভ বচ্চন ৷
ডিপফেক টেকনোলজি শুধুমাত্র কোনও একজন ব্যক্তির গলার স্বর নকল করছে না, এআই প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হচ্ছে কোনও ব্যক্তির মুখও ৷ এবার এই ডিপফেক প্রযুক্তির শিকার হলেন এবার পুষ্পা অভিনেত্রী রশ্মিকা ৷ সম্প্রতি তাঁর একটি ভিডিয়ো ঝড় তোলে সোশাল মিডিয়ায় ৷ যাতে দেখা যায়, রশ্মিকার মতো দেখতে একজন মহিলা দরজা খুলে প্রবেশ করছেন ৷ তাঁর শরীরের অনেকটাই অনাবৃত। সেই ভিডিয়ো নিমেষে ঘুরতে থাকে নেটপাড়ায় ৷ অল্প সময়ে এক্স প্ল্যাটফর্মে সেই ভিডিয়োর ভিউয়ার সংখ্যা পৌঁছে যায় 2.4 মিলিয়নে ৷
-
🚨 There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.
— Abhishek (@AbhishekSay) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.
This thread contains the actual video. (1/3) pic.twitter.com/SidP1Xa4sT
">🚨 There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.
— Abhishek (@AbhishekSay) November 5, 2023
You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.
This thread contains the actual video. (1/3) pic.twitter.com/SidP1Xa4sT🚨 There is an urgent need for a legal and regulatory framework to deal with deepfake in India.
— Abhishek (@AbhishekSay) November 5, 2023
You might have seen this viral video of actress Rashmika Mandanna on Instagram. But wait, this is a deepfake video of Zara Patel.
This thread contains the actual video. (1/3) pic.twitter.com/SidP1Xa4sT
প্রথম এই ভিডিয়োটি নিয়ে কথা বলেন এক সাংবাদিক ৷ তিনিই এই ভিডিয়োটিকে 'ফেক' বলে দাবি করেন। পাশাপাশি বাকিদের সচেতন হতে বলেন ৷ তিনি জানান, ইন্টারনেটে এই ধরনের ফেক কনটেন্ট থেকে কীভাবে নিজেকে বাঁচানো যায় ও কী কী আইনি ব্যবস্থা অবশ্যই নেওয়া দরকার ৷ 8 অক্টোবর এক্স প্ল্যাটফর্মে একটি ভিডিয়ো আসে ৷ ছোট পোশাক পরে বক্ষযুগল দেখিয়ে ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেন জারা পাটেল ৷ এবার জারার জায়গায় সেখানে ডিপফেক প্রযুক্তি বা এআইয়ের মাধ্যমে সেখানে বসিয়ে দেওয়া হয় রশ্মিকার মুখ ৷ তারপরেই তা সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷
-
yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023yes this is a strong case for legal https://t.co/wHJl7PSYPN
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023
আরও পড়ুন: তারকাদের গ্ল্যামারাস উপস্থিতে ঝলমলে মণীশের দিওয়ালি পার্টি
-
information https://t.co/WHk5rxsNYj
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">information https://t.co/WHk5rxsNYj
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023information https://t.co/WHk5rxsNYj
— Amitabh Bachchan (@SrBachchan) November 5, 2023
তবে এই ঘটনায় জারা পাটেল জড়িত কি না, তার কোনও প্রমাণ পাওয়া যায়নি ৷ তবে রহস্য এটাই কে এই ভিডিয়ো বানিয়েছে এবং কেন বানিয়েছে, তা বোঝা যাচ্ছে না ৷ ভিডিয়োটি শেয়ার করেছেন অমিতাভ বচ্চনও ৷ তিনি এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, এই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া উচিত ৷ এরপর তিনি শেয়ার করেন আসল ভিডিয়োটি ৷ খুব নজর দিয়ে ভিডিয়োটি দেখলে বোঝা যায়, জারা যেটি আপলোড করেছে সেটি অনেক পরিষ্কার কিন্তু রশ্মিকার যে ভিডিয়ো আপলোড করা হয়েছে তা একটু ঝাপসা ধরনের ৷