হায়দরাবাদ, 9 ডিসেম্বর: ভালোবেসে পরিবারকে ছেড়ে একটি মেয়ে শুরু করে নতুন সংসার ৷ প্রিয় মানুষটিকে ঘিরেই চলে তাঁর জীবন ৷ কিন্তু সেই মেয়ের মনের মানুষ যদি নিষ্ঠুর হয়, যদি কারণে-অকারণে রেগে গিয়ে গায়ে হাত তোলেন। তারপর আবার রাতে আঘাত করা জায়গায় মলম লাগিয়ে দেন, যদি মাঝ রাতে গলা টিপে ধরে তারপর বলে ভালোবাসি, যদি অন্য কোনও মহিলার সঙ্গে সঙ্গম করার পর স্ত্রীর পায়ে হাত দিয়ে ক্ষমা চান তাহলে সেই স্ত্রীর ঠিক কী করা উচিত? বলবেন তো, আহা ! মারে তো কী হয়েছে ভালো তো বাসে ৷ নাকি মনের সেই মানুষটির কাছ থেকে দূরে সরে যাওয়া উচিত? যেখানে বর্তমানে নারী সুরক্ষা, নারী নির্যাতন নিয়ে সচেতনতার কথা উঠে আসছে, সেই সময় দাঁড়িয়ে সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ছবিতে গীতাঞ্জলি-র চরিত্র নিয়ে প্রশ্ন উঠছে বারবার ৷
রশ্মিকা মন্দানা, রণবীর কাপুর অভিনীত, অনিল কাপুর, ববি দেওল অভিনীত 'অ্যানিম্যাল' নিয়ে সোশাল মিডিয়া ভাগ হয়ে গিয়েছে দুটি ভাগে ৷ কেউ কেউ এই ছবিতে অভিনেতাদের অভিনয়ের প্রশংসা করেছেন আবার কেউ ছবিতে দেখানো চিত্রায়ন ও সংলাপ নিয়ে সমালোচনা করেছেন ৷ বিশেষ করে রশ্মিকা অভিনীত গীতাঞ্জলি চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে ৷ নিজের স্বপক্ষে এবার কথা বললেন অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় গীতাঞ্জলি চরিত্রকে নিয়ে লিখলেন দীর্ঘ পোস্ট ৷
তিনি বলেন, "যদি আমাকে গীতাঞ্জলির চরিত্র এক কথায় বর্ণনা করতে হয় তাহলে বলব, এই চরিত্র পরিবারকে একত্রে জুড়ে রাখার জন্য থাকে ৷ সে পবিত্র, কোনও মুখোশ পরে থাকে না, সে শক্তিশালী ৷ অনেক সময় একজন অভিনেত্রী হিসাবে গীতাঞ্জলির কিছু অ্যাকশন নিয়ে প্রশ্ন করেছিলাম আমিও ৷ আমার মনে আছে পরিচালক সন্দীপ বলেছিলেন, এটা তাঁদের গল্প ৷ রণবিজয় ও গীতাঞ্জলির গল্প ৷ এটা তাঁদের ভালোবাসা ও প্যাশন ৷ তাঁদের পরিবার ও জীবনের গল্প ৷ এমনটাই তাঁরা ৷"
পুষ্পা অভিনেত্রী আরও বলেন, "হিংসা, দুঃখ ও বেদনায় ভরা পৃথিবীতে গীতাঞ্জলি শান্তি, ভরসা ও ভালোবাসা আনে ৷ সে ভগবানের কাছে তাঁর স্বামী ও সন্তানের মঙ্গল কামনায় প্রার্থণা করে ৷ সে সকল ঝড়-ঝাপটায় পাথরের মতো শক্ত থাকে ৷ সে তাঁর ক্ষমতা অনুযায়ী পরিবারকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারে ৷ গীতাঞ্জলির চরিত্র আমার চোখে সুন্দর ৷ শুধু তাই নয়, অনেক ক্ষেত্রে এমন চরিত্রগুলোকেই আমরা আমাদের আশেপাশে দেখতে পাই, পরিবারকে শক্ত হাতে সামলাতে যাঁরা সিদ্ধহস্ত ৷ সকলকে ধন্যবাদ এই ছবিকে ভালোবাসার জন্য ৷ এই ভালোবাসায় আমাকে পরবর্তী ছবিতে আরও পরিশ্রম করতে উৎসাহী করে তুলবে ৷ অনেক ভালোবাসা আপনাদের প্রতি ৷"
সন্দীপ রেড্ডি ভাঙ্গার 'অ্যানিম্যাল' ইতিমধ্যেই ওয়ার্ল্ড ওয়াইড 600 কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ৷ পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি ৷ এক সপ্তাহে বক্সঅফিসে একাধিক রেকর্ড ভেঙেছে রণবীর কাপুরের 'অ্যানিম্যাল' ৷
আরও পড়ুন:
1. ফিরছে টেলিভিশনের জনপ্রিয় 'মৌঝর' জুটি! ধারাবাহিকের পর ওয়েব সিরিজে ফের একসঙ্গে অর্পণ-স্বীকৃতি
2. যুদ্ধ বিধ্বস্ত গাজার প্রতি সমবেদনা জানিয়ে শুরু 'কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'
3. পাঠানের পর এবার 'অশ্লীলতা' বিতর্ক ফাইটারেও, দীপিকার সাহসী দৃশ্য় নিয়ে ফের সরব নেটপাড়া