লন্ডন, 18 ডিসেম্বর: লন্ডন এবং সিঙ্গাপুরে বসানো হল অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিকৃতি ৷ এর আগেই লন্ডন এবং দিল্লির মাদাম তুসো জাদুঘরে বসানো হয়েছিল তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের ওয়াক্স মুর্তি ৷ 2019 সালেই ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তাঁর হাতে তুলে দেওয়া হয় 'মাদাম তুসো অফ দ্য ফিউচার অ্যাওয়ার্ড' ৷ এবার লন্ডনের সেই ঐতিহাসিক জাদুঘরের ওয়াক্স মিউজিয়ামে স্থান পেলেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা অঞ্জু ভবানিও ৷
অভিনেতা নিজেই সোশালে শেয়ার করেছেন তাঁর এই মূর্তির কিছু ছবি ৷ এই নিয়ে একটি বিবৃতিতে তিনি বলেন, "আমার মা এবং আমার জন্য় সত্যিই একটা দুরন্ত মুহূর্ত ৷ মাদাম তুসো জাদুঘরে নিজের মূর্তি উন্মোচন করতে এসে মনে হচ্ছে জীবন একটা বৃত্ত পূর্ণ করল ৷ আমার মনে আছে ছোটবেলায় এই অত্যাশ্চর্য রূপকথার জগতটার গল্প আমি পড়তাম ৷ মায়ের সঙ্গে সেইসমস্ত অসামান্য তারকাদের মূর্তির ছবি আমি দেখেছিলাম ৷"
তিনি বলেন, "মূর্তির মধ্যে দিয়ে আজ যে অমরত্ব পেয়েছি তা আমার এবং আমার পরিবারের জন্য় ভীষণ গর্বের ৷ এই সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ ৷" প্রসঙ্গত, লন্ডনে তাঁর যে মূর্তি রয়েছে সেখানে দেখা গিয়েছে তিনি একটি নিয়ন শেরওয়ানি পরে আছেন ৷ এটা তাঁর বিবাহের মুহূর্তকে উদযাপন করে ৷ আর অন্য মূর্তিটিতে তাঁকে দেখা গিয়েছে একটি সুন্দর কালো ট্যাক্সিডোতে ৷
এর আগেই অনেক ভারতীয় তারকাই এই জাদুঘরে জায়গা পেয়েছন ৷ লন্ডনে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ আর সিঙ্গাপুরে রয়েছে করণ জোহর এবং প্রিয়াঙ্কা চোপড়ার মূর্তি ৷ 2010 সালে 'ব্যান্ড বাজা বরাত' ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেন তিনি ৷ এরপর 'বাজিরাও মাস্তানি', 'লুটেরা', 'পদ্মাবত', 'গলি বয়', '83'-এর মতো ছবির হাত ধরে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন তিনি ৷
আরও পড়ুন: