ETV Bharat / entertainment

মাদাম তুসো জাদুঘরে অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিমূর্তি - অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিমূর্তি

Ranveer Singh Unveils His Wax Figures: লন্ডন এবং সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে বসানো হল অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিকৃতি ৷ নিজেই সেই মূর্তি উন্মোচন করেন অভিনেতা ৷

Ranveer Singh unveils his wax figures at Madame Tussauds London
লন্ডন এবং সিঙ্গাপুরের মাদাম তুসো জাদুঘরে বসানো হল অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিকৃতি
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 18, 2023, 7:33 PM IST

লন্ডন, 18 ডিসেম্বর: লন্ডন এবং সিঙ্গাপুরে বসানো হল অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিকৃতি ৷ এর আগেই লন্ডন এবং দিল্লির মাদাম তুসো জাদুঘরে বসানো হয়েছিল তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের ওয়াক্স মুর্তি ৷ 2019 সালেই ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তাঁর হাতে তুলে দেওয়া হয় 'মাদাম তুসো অফ দ্য ফিউচার অ্যাওয়ার্ড' ৷ এবার লন্ডনের সেই ঐতিহাসিক জাদুঘরের ওয়াক্স মিউজিয়ামে স্থান পেলেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা অঞ্জু ভবানিও ৷

অভিনেতা নিজেই সোশালে শেয়ার করেছেন তাঁর এই মূর্তির কিছু ছবি ৷ এই নিয়ে একটি বিবৃতিতে তিনি বলেন, "আমার মা এবং আমার জন্য় সত্যিই একটা দুরন্ত মুহূর্ত ৷ মাদাম তুসো জাদুঘরে নিজের মূর্তি উন্মোচন করতে এসে মনে হচ্ছে জীবন একটা বৃত্ত পূর্ণ করল ৷ আমার মনে আছে ছোটবেলায় এই অত্যাশ্চর্য রূপকথার জগতটার গল্প আমি পড়তাম ৷ মায়ের সঙ্গে সেইসমস্ত অসামান্য তারকাদের মূর্তির ছবি আমি দেখেছিলাম ৷"

তিনি বলেন, "মূর্তির মধ্যে দিয়ে আজ যে অমরত্ব পেয়েছি তা আমার এবং আমার পরিবারের জন্য় ভীষণ গর্বের ৷ এই সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ ৷" প্রসঙ্গত, লন্ডনে তাঁর যে মূর্তি রয়েছে সেখানে দেখা গিয়েছে তিনি একটি নিয়ন শেরওয়ানি পরে আছেন ৷ এটা তাঁর বিবাহের মুহূর্তকে উদযাপন করে ৷ আর অন্য মূর্তিটিতে তাঁকে দেখা গিয়েছে একটি সুন্দর কালো ট্যাক্সিডোতে ৷

এর আগেই অনেক ভারতীয় তারকাই এই জাদুঘরে জায়গা পেয়েছন ৷ লন্ডনে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ আর সিঙ্গাপুরে রয়েছে করণ জোহর এবং প্রিয়াঙ্কা চোপড়ার মূর্তি ৷ 2010 সালে 'ব্যান্ড বাজা বরাত' ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেন তিনি ৷ এরপর 'বাজিরাও মাস্তানি', 'লুটেরা', 'পদ্মাবত', 'গলি বয়', '83'-এর মতো ছবির হাত ধরে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন তিনি ৷

আরও পড়ুন:

  1. অসুস্থ অভিনেত্রী তনুজা, আইসিইউ তে চিকিৎসকদের পর্যবেক্ষণে অভিনেত্রী
  2. দুবাইয়ে 'ডাঙ্কি'র প্রচারে এসে 25 বছর পর ফের 'ছেঁইয়া ছেঁইয়া'র সুরে কোমর দোলালেন কিং খান
  3. এবার আইপিএস এর ভূমিকায় গৌরব মণ্ডল, সুঠাম চেহারা ও নতুন লুক দেখে আপ্লুত ভক্তরা

লন্ডন, 18 ডিসেম্বর: লন্ডন এবং সিঙ্গাপুরে বসানো হল অভিনেতা রণবীর সিংয়ের ওয়াক্স প্রতিকৃতি ৷ এর আগেই লন্ডন এবং দিল্লির মাদাম তুসো জাদুঘরে বসানো হয়েছিল তাঁর স্ত্রী দীপিকা পাড়ুকোনের ওয়াক্স মুর্তি ৷ 2019 সালেই ইন্টারন্যাশানাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে তাঁর হাতে তুলে দেওয়া হয় 'মাদাম তুসো অফ দ্য ফিউচার অ্যাওয়ার্ড' ৷ এবার লন্ডনের সেই ঐতিহাসিক জাদুঘরের ওয়াক্স মিউজিয়ামে স্থান পেলেন তিনি ৷ তাঁর সঙ্গে ছিলেন তাঁর মা অঞ্জু ভবানিও ৷

অভিনেতা নিজেই সোশালে শেয়ার করেছেন তাঁর এই মূর্তির কিছু ছবি ৷ এই নিয়ে একটি বিবৃতিতে তিনি বলেন, "আমার মা এবং আমার জন্য় সত্যিই একটা দুরন্ত মুহূর্ত ৷ মাদাম তুসো জাদুঘরে নিজের মূর্তি উন্মোচন করতে এসে মনে হচ্ছে জীবন একটা বৃত্ত পূর্ণ করল ৷ আমার মনে আছে ছোটবেলায় এই অত্যাশ্চর্য রূপকথার জগতটার গল্প আমি পড়তাম ৷ মায়ের সঙ্গে সেইসমস্ত অসামান্য তারকাদের মূর্তির ছবি আমি দেখেছিলাম ৷"

তিনি বলেন, "মূর্তির মধ্যে দিয়ে আজ যে অমরত্ব পেয়েছি তা আমার এবং আমার পরিবারের জন্য় ভীষণ গর্বের ৷ এই সবকিছুর জন্য আমি কৃতজ্ঞ ৷" প্রসঙ্গত, লন্ডনে তাঁর যে মূর্তি রয়েছে সেখানে দেখা গিয়েছে তিনি একটি নিয়ন শেরওয়ানি পরে আছেন ৷ এটা তাঁর বিবাহের মুহূর্তকে উদযাপন করে ৷ আর অন্য মূর্তিটিতে তাঁকে দেখা গিয়েছে একটি সুন্দর কালো ট্যাক্সিডোতে ৷

এর আগেই অনেক ভারতীয় তারকাই এই জাদুঘরে জায়গা পেয়েছন ৷ লন্ডনে অমিতাভ বচ্চন, শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন এবং প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ৷ আর সিঙ্গাপুরে রয়েছে করণ জোহর এবং প্রিয়াঙ্কা চোপড়ার মূর্তি ৷ 2010 সালে 'ব্যান্ড বাজা বরাত' ছবির হাত ধরে বলিউডে অভিষেক করেন তিনি ৷ এরপর 'বাজিরাও মাস্তানি', 'লুটেরা', 'পদ্মাবত', 'গলি বয়', '83'-এর মতো ছবির হাত ধরে জনপ্রিয়তার তুঙ্গে উঠে আসেন তিনি ৷

আরও পড়ুন:

  1. অসুস্থ অভিনেত্রী তনুজা, আইসিইউ তে চিকিৎসকদের পর্যবেক্ষণে অভিনেত্রী
  2. দুবাইয়ে 'ডাঙ্কি'র প্রচারে এসে 25 বছর পর ফের 'ছেঁইয়া ছেঁইয়া'র সুরে কোমর দোলালেন কিং খান
  3. এবার আইপিএস এর ভূমিকায় গৌরব মণ্ডল, সুঠাম চেহারা ও নতুন লুক দেখে আপ্লুত ভক্তরা

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.