ETV Bharat / entertainment

Ranveer on Deepika: দীপিকার সঙ্গে সম্পর্ক এগোচ্ছে বিচ্ছেদের দিকে! মুখ খুললেন রণবীর - deepika ranveer separation rumours

কিছু দিন আগে, সোশাল মিডিয়ায় একটি খবর চর্চায় উঠে আসে যেখানে দাবি করা হয়, রণবীর এবং দীপিকার মধ্যে সম্পর্ক ভালো নাকি যাচ্ছে না । এবার সরাসরি একটি ইভেন্টে এই নিয়ে মুখ খুললেন রণবীর ৷

Ranveer on Deepika
সম্পর্ক এগোচ্ছে বিচ্ছেদের দিকে, মুখ খুললেন রণবীর
author img

By

Published : Sep 29, 2022, 4:01 PM IST

মুম্বই,29 সেপ্টেম্বর: বলি তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ার ৷ গুঞ্জন শুরু হয়েছে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে ৷ বলিউডের এই তারকা জুটি যে কখনও আলাদা হয়ে যেতে পারেন তা ভাবতেই পারেন না অনুরাগীরা ৷ হিন্দি ছবির সবচেয়ে 'কুল কাপেল'-দের অন্যতম দীপবীর ৷ তাহলে সত্যিটা কী? গুঞ্জন নিয়ে মুখ খুললেন রণবীর (Ranveer Deepika divorce news ) ৷

কিছুদিন আগে, সোশাল মিডিয়ায় একটি খবর চর্চায় উঠে আসে যেখানে দাবি করা হয়, রণবীর এবং দীপিকার মধ্যে সম্পর্ক ভালো নাকি যাচ্ছে না(Ranveer Singh Deepika Padukone relation) । এবার সরাসরি একটি ইভেন্টে দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর (Deepika Ranveer separation rumours)৷ এই ভাইরাল ভিডিয়োতে রণবীর বলেন, "ভগবানকে ধন্যবাদ যে 2012 সালে ডেটিং শুরু করেছিলাম ৷ আর 2022 সালে আমার আর দীপিকার (সম্পর্কের) 10 দশ বছর পার হতে চলল ৷ আমি খুশি যে আমরা এখনও একসঙ্গে আছি (Deepika Padukone news )৷"

Ranveer on Deepika
কিছু দিন আগে, সোশাল মিডিয়ায় একটি খবর চর্চায় উঠে আসে যেখানে দাবি করা হয়, রণবীর এবং দীপিকার মধ্যে সম্পর্ক ভালো নাকি যাচ্ছে না

সম্প্রতি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জেতার পরেও রণবীর ট্রফি হাতে চিৎকার করে বলেছিলেন, "রণবীর সিং পাওয়ারড বাই দীপিকা পাড়ুকোন ৷" অর্থাৎ স্ত্রীই তাঁর জীবনশক্তির উৎস ৷ দীপিকা নিজেও তাঁর সবচেয়ে বড় অনুরাগী মনে করেন রণবীরকেই ৷ আর সেকথা বারবার স্বীকারও করেছেন তিনি ৷ সবমিলিয়ে তাঁদের সম্পর্কে যে কোনও ফাটল নেই, তা পরিষ্কার করে দিলেন বলিউডের 'গাল্লি বয়'( Ranveer break up rumours) ৷

আরও পড়ুন: এবার কনফেশন দেবে বিজয়, বলছে অজয়ের 'দৃশ্যম 2' এর টিজার

প্রসঙ্গত, প্রায় 6 বছর ডেটিং'য়ের পর অবশেষে 2018 সালে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা ৷ তাঁদের সেই বন্ধন আজও অটুট ৷ থেমে নেই অভিনয়ও ৷ দীপিকাকে আগামিদিনে দেখা যাবে শাহরুখের সঙ্গে 'পাঠান' ছবিতে ৷ এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে 'প্রজেক্ট কে' ছবিতেও কাজ করছেন তিনি ৷ অন্যদিকে রণবীর এরপর পর্দায় কামব্যাক করবেন 'সার্কাস' ছবির হাত ধরে ৷

মুম্বই,29 সেপ্টেম্বর: বলি তারকা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে নিয়ে এখন চর্চা তুঙ্গে নেটপাড়ার ৷ গুঞ্জন শুরু হয়েছে তাঁদের বিবাহবিচ্ছেদ নিয়ে ৷ বলিউডের এই তারকা জুটি যে কখনও আলাদা হয়ে যেতে পারেন তা ভাবতেই পারেন না অনুরাগীরা ৷ হিন্দি ছবির সবচেয়ে 'কুল কাপেল'-দের অন্যতম দীপবীর ৷ তাহলে সত্যিটা কী? গুঞ্জন নিয়ে মুখ খুললেন রণবীর (Ranveer Deepika divorce news ) ৷

কিছুদিন আগে, সোশাল মিডিয়ায় একটি খবর চর্চায় উঠে আসে যেখানে দাবি করা হয়, রণবীর এবং দীপিকার মধ্যে সম্পর্ক ভালো নাকি যাচ্ছে না(Ranveer Singh Deepika Padukone relation) । এবার সরাসরি একটি ইভেন্টে দীপিকার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে মুখ খুললেন রণবীর (Deepika Ranveer separation rumours)৷ এই ভাইরাল ভিডিয়োতে রণবীর বলেন, "ভগবানকে ধন্যবাদ যে 2012 সালে ডেটিং শুরু করেছিলাম ৷ আর 2022 সালে আমার আর দীপিকার (সম্পর্কের) 10 দশ বছর পার হতে চলল ৷ আমি খুশি যে আমরা এখনও একসঙ্গে আছি (Deepika Padukone news )৷"

Ranveer on Deepika
কিছু দিন আগে, সোশাল মিডিয়ায় একটি খবর চর্চায় উঠে আসে যেখানে দাবি করা হয়, রণবীর এবং দীপিকার মধ্যে সম্পর্ক ভালো নাকি যাচ্ছে না

সম্প্রতি, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার জেতার পরেও রণবীর ট্রফি হাতে চিৎকার করে বলেছিলেন, "রণবীর সিং পাওয়ারড বাই দীপিকা পাড়ুকোন ৷" অর্থাৎ স্ত্রীই তাঁর জীবনশক্তির উৎস ৷ দীপিকা নিজেও তাঁর সবচেয়ে বড় অনুরাগী মনে করেন রণবীরকেই ৷ আর সেকথা বারবার স্বীকারও করেছেন তিনি ৷ সবমিলিয়ে তাঁদের সম্পর্কে যে কোনও ফাটল নেই, তা পরিষ্কার করে দিলেন বলিউডের 'গাল্লি বয়'( Ranveer break up rumours) ৷

আরও পড়ুন: এবার কনফেশন দেবে বিজয়, বলছে অজয়ের 'দৃশ্যম 2' এর টিজার

প্রসঙ্গত, প্রায় 6 বছর ডেটিং'য়ের পর অবশেষে 2018 সালে গাঁটছড়া বাঁধেন রণবীর-দীপিকা ৷ তাঁদের সেই বন্ধন আজও অটুট ৷ থেমে নেই অভিনয়ও ৷ দীপিকাকে আগামিদিনে দেখা যাবে শাহরুখের সঙ্গে 'পাঠান' ছবিতে ৷ এছাড়া অমিতাভ বচ্চনের সঙ্গে 'প্রজেক্ট কে' ছবিতেও কাজ করছেন তিনি ৷ অন্যদিকে রণবীর এরপর পর্দায় কামব্যাক করবেন 'সার্কাস' ছবির হাত ধরে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.