কলকাতা, 3 এপ্রিল: 'হানিমুন'-এর পর ফের প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত হাস্যরসে ভরপুর 'লাভ ম্যারেজ' ছবিতে অভিনয় করলেন রঞ্জিত মল্লিক । এখানে নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছেন তিনি । যেখানে নায়িকার মায়ের প্রতি ভালোলাগা রয়েছে তার । নায়িকার মায়ের চরিত্রে রয়েছেন অপরাজিতা আঢ্য । 'লাভ ম্যারেজ' ছবিতে কমেডির পাশাপাশি রয়েছে অত্যন্ত সিরিয়াস একটি বিষয়, সেটা খুঁজে নিতে হবে দর্শককে । এই ছবিতে যতটা না অঙ্কুশ-ঐন্দ্রিলার কেমেস্ট্রি কাজ করবে তার থেকে অনেক বেশি কাজ করবে রঞ্জিত মল্লিক এবং অপরাজিতা আঢ্যর কেমেস্ট্রি, এমনটাই দাবি অভিনেতা অঙ্কুশ হাজরার ।
এখানেই তো ম্যাজিক রঞ্জিত মল্লিকের । তিনি যে ছবিতে যে চরিত্রেই পা রাখুন না কেন, হয়ে ওঠেন নায়ক কিংবা নায়কের থেকেও বেশি কিছু । দর্শকের নজর আটকে যায় তাঁর চরিত্রে । তা সে 'নাটের গুরু' হোক বা 'মেজবউ', 'ছোটবউ', 'হানিমুন' কিংবা 'সাথী' । বলে শেষ করা যাবে না ছবির তালিকা । যেখানে তাঁর চরিত্রটির দৌলতেই হয়েছে একের পর এক সমস্যার সমাধান, অপরাধীরা পেয়েছে শাস্তি, প্রেমিক যুগলের হয়েছে বিবাহ । শুধু চরিত্রের দৌলতেই নয়, তাঁর অভিনয় ক্যারিশ্মা সেখানে সকলকে ছাপিয়ে গিয়েছে ।
ইটিভি ভারতের তরফে পর্দার নবাবের কাছে এই প্রসঙ্গ তুললে তিনি বলেন, "সবটাই নির্ভর করে পরিচালকের উপরে । তিনি কীভাবে কোথায় কোন অভিনেতাকে ব্যবহার করবেন । আমাকেও অনেক ছবিতে খারাপ লেগেছে, আমি সেটা জানি । 'চারুলতা' ছবিতে চারুলতার স্বামীর রোলটা যিনি করেছিলেন শৈলেন মুখোপাধ্যায়, তাঁকে সবাই ছোট ছোট রোলে দেখেছেন সবসময় অথচ 'চারুলতা'তে কী অসাধারণ উনি ! আবার তুলসি চক্রবর্তী একজন পৃথিবী খ্যাত অভিনেতা । অথচ চিরকাল ছোট ছোট রোল করেছেন । কিন্তু যখন 'পরশপাথর' করলেন তখন কোথায় চলে গেলেন উনি! সুতরাং কাকে কোথায় কীরকম লাগবে সেটা পরিচালকের উপর নির্ভর করে ৷ তিনি কীভাবে ব্যবহার করবেন সেটাই বড় কথা ।"
প্রসঙ্গত, এ বছর মৃণাল সেনকে নিয়ে একাধিক ছবি তৈরি হচ্ছে টলিউডে । আর তাঁর ছবি 'ইন্টারভিউ' দিয়েই বড় পর্দায় অভিষেক করেন রঞ্জিত মল্লিক । মৃণাল সেন পরিচালিত 'ইন্টারভিউ' ছবির জন্য 1971 সালে আন্তর্জাতিক পুরস্কার পান তিনি । 1971 সালের 2 অগস্ট দিনটা তাই তাঁর জন্য স্মরণীয় । অভিনেতা বলেন, "প্রতি বছর 2 অগস্ট আমি মৃণাল সেনের বাড়িতে যেতাম মিষ্টি হাতে নিয়ে । জীবনের প্রথম ছবিতে আমি সেরা অভিনেতার পুরস্কার পাই, যেটার পরিচালক ছিলেন মৃণাল সেন । ওঁর স্ত্রী খুব ভালো মানুষ ছিলেন । ওই দিনগুলোর কথা খুব মনে পড়ে ।"
আরও পড়ুন: অজানাকে জয়ের স্বপ্ন নিয়ে বলিউড অভিযানে জিৎ, মুক্তি পেল 'চেঙ্গিজ' ছবির ট্রেলার