ETV Bharat / entertainment

Ranbir returns to work: বিয়ের পর্ব সেরে হাতে আলিয়াকে নিয়েই কাজে ফিরলেন রণবীর - কাজে ফিরলেন রণবীর

বিয়ের (Ranbir Alia wedding) পর্ব সেরে হাতে স্ত্রী আলিয়া ভাটকে নিয়েই কাজে ফিরলেন রণবীর কাপুর (Ranbir returns to work)৷

Ranbir Kapoor returns to work, flaunts Alia Bhatt's name written on his hand
বিয়ে পর্ব সেরে হাতে আলিয়াকে নিয়েই কাজে ফিরলেন রণবীর
author img

By

Published : Apr 18, 2022, 3:54 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: বিয়ের ঘোর (Ranbir Alia wedding) কাটতে না কাটতেই কাজে ফিরলেন বলিউডের সদ্যবিবাহিত অভিনেতা রণবীর কাপুর (Ranbir returns to work)৷ দীর্ঘদিনের গার্লফ্রেন্ড আলিয়া ভাটের সঙ্গে শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে এই কয়েকদিন হল ৷ এরই মধ্যে ফের কর্মস্থলে ফিরলেন ব্যস্ত অভিনেতা (Ranbir flaunts Alia's name written on his hand)৷

বিয়ের আগেও প্রস্তুতির জন্য কাজে কোনও ছেদ ফেলতে দেননি রণবীর ও আলিয়া ৷ তাঁদের আপকামিং ফিল্মের জন্য বারাণসীতে টানা শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দু'জনেই ৷ আলিয়া তো বিয়ের মাত্র তিনদিন আগে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র একটি গানের শ্যুটিং সেরেছেন ৷

আরও পড়ুন: Alia-Ranbir tied knot in Mumbai: গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর

রবিবার বিয়ের পর প্রথম প্রকাশ্যে দেখা যায় রণবীর কাপুরকে ৷ মুম্বইয়ে টি-সিরিজের অফিসে একটি বৈঠকে যোগ দিতে যান তিনি ৷ তাঁর পরনে ছিল নীল চেক শার্ট, প্যান্ট ও সাদা স্নিকার ৷ মাথায় তাঁর পছন্দের বেসবল টুপিতে বেশ হাল্কা মেজাজে দেখাচ্ছিল রণবীরকে ৷ গাড়ি থেকে নেমে তিনি যখন সবার উদ্দেশে হাত নাড়েন, তখন স্পষ্ট দেখা যায় তাঁর হাতে লেখা আলিয়ার নাম ৷ বিয়ের আগে মেহেন্দির দিন নিজের হাতে হবু স্ত্রীর নাম লিখেছিলেন রণবীর কাপুর ৷

হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে রণবীরের ৷ সন্দীপ ভাঙ্গার অ্যানিম্যাল, লাভ রঞ্জনের পরবর্তী ছবি শামশেরা ও ব্রহ্মাস্ত্রের কাজ চলছে ৷ আলিয়াও 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র কাজ শুরু করেছেন ৷ তবে নানা কাজের ফাঁকেই তাঁরা একটু সময় বের করে দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমায় যেতে চলেছেন বলে সূত্রের তরফে খবর মিলেছে ৷ গত 14 এপ্রিল ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷

আরও পড়ুন: Ralia's Post Wedding Bash : ‘রালিয়া’র রিসেপশন পার্টি, নজর কাড়লেন শাহরুখ-গৌরী, মালাইকা-অর্জুনরা

হায়দরাবাদ, 18 এপ্রিল: বিয়ের ঘোর (Ranbir Alia wedding) কাটতে না কাটতেই কাজে ফিরলেন বলিউডের সদ্যবিবাহিত অভিনেতা রণবীর কাপুর (Ranbir returns to work)৷ দীর্ঘদিনের গার্লফ্রেন্ড আলিয়া ভাটের সঙ্গে শুভ পরিণয় সুসম্পন্ন হয়েছে এই কয়েকদিন হল ৷ এরই মধ্যে ফের কর্মস্থলে ফিরলেন ব্যস্ত অভিনেতা (Ranbir flaunts Alia's name written on his hand)৷

বিয়ের আগেও প্রস্তুতির জন্য কাজে কোনও ছেদ ফেলতে দেননি রণবীর ও আলিয়া ৷ তাঁদের আপকামিং ফিল্মের জন্য বারাণসীতে টানা শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন দু'জনেই ৷ আলিয়া তো বিয়ের মাত্র তিনদিন আগে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র একটি গানের শ্যুটিং সেরেছেন ৷

আরও পড়ুন: Alia-Ranbir tied knot in Mumbai: গাঁটছড়া বেঁধে আলিয়াকে কোলে তুললেন রণবীর

রবিবার বিয়ের পর প্রথম প্রকাশ্যে দেখা যায় রণবীর কাপুরকে ৷ মুম্বইয়ে টি-সিরিজের অফিসে একটি বৈঠকে যোগ দিতে যান তিনি ৷ তাঁর পরনে ছিল নীল চেক শার্ট, প্যান্ট ও সাদা স্নিকার ৷ মাথায় তাঁর পছন্দের বেসবল টুপিতে বেশ হাল্কা মেজাজে দেখাচ্ছিল রণবীরকে ৷ গাড়ি থেকে নেমে তিনি যখন সবার উদ্দেশে হাত নাড়েন, তখন স্পষ্ট দেখা যায় তাঁর হাতে লেখা আলিয়ার নাম ৷ বিয়ের আগে মেহেন্দির দিন নিজের হাতে হবু স্ত্রীর নাম লিখেছিলেন রণবীর কাপুর ৷

হাতে এখন বেশ কয়েকটি ছবি রয়েছে রণবীরের ৷ সন্দীপ ভাঙ্গার অ্যানিম্যাল, লাভ রঞ্জনের পরবর্তী ছবি শামশেরা ও ব্রহ্মাস্ত্রের কাজ চলছে ৷ আলিয়াও 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র কাজ শুরু করেছেন ৷ তবে নানা কাজের ফাঁকেই তাঁরা একটু সময় বের করে দক্ষিণ আফ্রিকায় মধুচন্দ্রিমায় যেতে চলেছেন বলে সূত্রের তরফে খবর মিলেছে ৷ গত 14 এপ্রিল ঘনিষ্ঠদের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর কাপুর ও আলিয়া ভাট ৷

আরও পড়ুন: Ralia's Post Wedding Bash : ‘রালিয়া’র রিসেপশন পার্টি, নজর কাড়লেন শাহরুখ-গৌরী, মালাইকা-অর্জুনরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.