ETV Bharat / entertainment

আলিয়াকে নিয়ে 'অ্যানিম্যাল' সাকসেস পার্টিতে রণবীর, ববির পোজে ফ্রেমবন্দি তারকারা - Alia Bhatt

Animal Success Party: চলতি বছর বক্সঅফিসে ঝড় তুলেছে 'অ্যানিম্যাল' ৷ শনিবার মুম্বইয়ে পাঁচতারা হোটেল রাখা হয়েছিল ছবির সাকসেস পার্টি ৷ উপস্থিত ছিলেন একঝাঁক তারকা ৷ মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়াকে পার্টিতে নজর কাড়লেন রণবীর কাপুর ৷ আর কোন তারকা ছিলেন উপস্থিত?

Etv Bharat
'অ্যানিম্যাল' সাকসেস পার্টিতে তারকার হাট
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 7, 2024, 5:03 PM IST

হায়দরাবাদ, 7 জানুয়ারি: রণবীর কাপুরের কেরিয়ারগ্রাফ বর্তমানে উর্ধ্বমুখী ৷ 'ব্রহ্মাস্ত্র', 'তু ঝুটি ম্যায় মক্কর' ছবির পর 'অ্যানিম্যাল' রণবীরকে নিয়ে গিয়েছে খ্যাতির মধ্যগগনে ৷ বক্সঅফিসে এই ছবির সাফল্য নজরকাড়া ৷ শনিবার ছবির সাফল্য উদযাপনে রাখা হয়েছিল পার্টি ৷ যেখানে ছবির টিম-সহ উপস্থিত ছিলেন বি-টাউনের অনান্য সেলেবরাও ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি দেওল, তৃপ্তি দিমরি, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার, প্রেম চোপড়া, শক্তি কাপুর-সহ আরও অনেকে ৷ তবে অনুষ্ঠানের স্পটলাইট কেড়ে নেন আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ সাকসেস পার্টিতে রণবীরকে দেখা যায় মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে ফ্রেমবন্দি হতে ৷

পরিবারের সঙ্গে ছবি তোলার পাশাপাশি রণবীর-আলিয়া একসঙ্গে পাপারাৎজিদের সামনে আসেন ৷ এদিন অ্যানিম্যাল-খ্যাত অভিনেতার পরনে ছিল কালো রঙের ভেলভেট ব্লেজার, তার সঙ্গে কালো স্ল্যাক্স ও কালো শার্ট ৷ অন্যদিকে আলিয়া স্টাইলের জন্য বেছে নিয়েছিলেন নীল রঙ ৷ তাঁর পরনে ছিল নীল রঙের হল্টার ড্রেস ৷ দুই তারকার এই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ কেউ এই জুটি পাওয়ার কাপল বলে উল্লেখ করেছেন আবার কেউ বলেছেন বলিউডের সেরা জুটি ৷ আবার কেউ রাজা-রানি বলেও মন্তব্য করেছেন ৷

পাশাপাশি, সাকসেস পার্টিতে ববি দেওল-অনিল কাপুরের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ 'অ্যানিম্যাল' ছবির পুরো টিম একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেয় ৷ ছবিতে ববির চর্চিত দৃশ্য, ঠোঁটে আঙুল রেখে ছবি তোলেন সকলে ৷ উল্লেখ্য, বক্সঅফিসে 'অ্যানিম্যাল' 800 কোটি টাকার ব্যবসা করেছে ৷ রণবিজয় সিংয়ের চরিত্রে দেখা যায় রণবীরকে ৷ ছবির পোস্ট-ক্রেডিট দেখে বোঝা গিয়েছে, আসবে 'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল ৷ যেখানে রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে তা নিয়ে মুখ খোলেননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

আরও পড়ুন:

1. 'পান সিং তোমার' থেকে 'পিকু'...ইরফান খান যেন চিরন্তন এক অধ্যায়

2. 'দো বিঘা জমিন' থেকে 'মধুমতি', মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা পরিচালক বিমল রায়ের কিছু অমর সৃষ্টি

3. 'আকাশ কুসুম' গল্পে জুটি বাঁধছেন সম্রাট-কথা

হায়দরাবাদ, 7 জানুয়ারি: রণবীর কাপুরের কেরিয়ারগ্রাফ বর্তমানে উর্ধ্বমুখী ৷ 'ব্রহ্মাস্ত্র', 'তু ঝুটি ম্যায় মক্কর' ছবির পর 'অ্যানিম্যাল' রণবীরকে নিয়ে গিয়েছে খ্যাতির মধ্যগগনে ৷ বক্সঅফিসে এই ছবির সাফল্য নজরকাড়া ৷ শনিবার ছবির সাফল্য উদযাপনে রাখা হয়েছিল পার্টি ৷ যেখানে ছবির টিম-সহ উপস্থিত ছিলেন বি-টাউনের অনান্য সেলেবরাও ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ববি দেওল, তৃপ্তি দিমরি, রশ্মিকা মন্দানা, অনিল কাপুর, পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা, প্রযোজক ভূষণ কুমার, প্রেম চোপড়া, শক্তি কাপুর-সহ আরও অনেকে ৷ তবে অনুষ্ঠানের স্পটলাইট কেড়ে নেন আলিয়া ভাট ও রণবীর কাপুর ৷ সাকসেস পার্টিতে রণবীরকে দেখা যায় মা নীতু কাপুর, শ্বশুর মহেশ ভাট ও স্ত্রী আলিয়া ভাটের সঙ্গে ফ্রেমবন্দি হতে ৷

পরিবারের সঙ্গে ছবি তোলার পাশাপাশি রণবীর-আলিয়া একসঙ্গে পাপারাৎজিদের সামনে আসেন ৷ এদিন অ্যানিম্যাল-খ্যাত অভিনেতার পরনে ছিল কালো রঙের ভেলভেট ব্লেজার, তার সঙ্গে কালো স্ল্যাক্স ও কালো শার্ট ৷ অন্যদিকে আলিয়া স্টাইলের জন্য বেছে নিয়েছিলেন নীল রঙ ৷ তাঁর পরনে ছিল নীল রঙের হল্টার ড্রেস ৷ দুই তারকার এই ভিডিয়ো ভাইরাল নেটপাড়ায় ৷ কেউ এই জুটি পাওয়ার কাপল বলে উল্লেখ করেছেন আবার কেউ বলেছেন বলিউডের সেরা জুটি ৷ আবার কেউ রাজা-রানি বলেও মন্তব্য করেছেন ৷

পাশাপাশি, সাকসেস পার্টিতে ববি দেওল-অনিল কাপুরের ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ 'অ্যানিম্যাল' ছবির পুরো টিম একসঙ্গে ক্যামেরার সামনে পোজ দেয় ৷ ছবিতে ববির চর্চিত দৃশ্য, ঠোঁটে আঙুল রেখে ছবি তোলেন সকলে ৷ উল্লেখ্য, বক্সঅফিসে 'অ্যানিম্যাল' 800 কোটি টাকার ব্যবসা করেছে ৷ রণবিজয় সিংয়ের চরিত্রে দেখা যায় রণবীরকে ৷ ছবির পোস্ট-ক্রেডিট দেখে বোঝা গিয়েছে, আসবে 'অ্যানিম্যাল'-এর সিক্যুয়েল ৷ যেখানে রণবীরকে দেখা যাবে দ্বৈত চরিত্রে ৷ তবে ছবির শুটিং কবে থেকে শুরু হবে তা নিয়ে মুখ খোলেননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা ৷

আরও পড়ুন:

1. 'পান সিং তোমার' থেকে 'পিকু'...ইরফান খান যেন চিরন্তন এক অধ্যায়

2. 'দো বিঘা জমিন' থেকে 'মধুমতি', মৃত্যুবার্ষিকীতে ফিরে দেখা পরিচালক বিমল রায়ের কিছু অমর সৃষ্টি

3. 'আকাশ কুসুম' গল্পে জুটি বাঁধছেন সম্রাট-কথা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.