ETV Bharat / entertainment

Ram Charan New Film: এই প্রথম বিজয় সেতুপতির হাত ধরবেন রাম চরণ ? সামনে কোন ছবি ? - প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে রাম চরণকে

এবার কি বিজয় সেতুপতির হাত ধরবেন রাম চরণ? খবর কিন্তু তেমনটাই ৷ রাম চরণের নতুন ছবিতে খল-চরিত্রে দেখা যেতে পারে তাঁকে ৷ বড়সড় ঘোষণা করতে চলেছেন সুপারস্টার বলেই খবর ।

Ram Charan New Film
রাম চরণের ছবিতে বিজয়
author img

By

Published : Aug 18, 2023, 4:01 PM IST

হায়দরাবাদ, 18 অগস্ট: আগামীতে পরিচালক বুচি বাবু সানার নতুন প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে রাম চরণকে ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ তবে এবার সামনে আরও একটি বড় খবর ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই ছবির জন্য বিজয় সেতুপতির হাত ধরতে পারেন রাম চরণ ৷ তাঁর সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণের এই সুপারস্টারকে ৷

যদিও এই ছবি নিয়ে এর চেয়ে বেশি আর কিছু জানা যায়নি ৷ তবে যদি সত্য়িই রাম চরণ-বিজয় সেতুপতি জুটি বাঁধেন তাহলে এই প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তাঁরা ৷ খবর অনুযায়ী, আগামী বছর জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং ৷ বলা হচ্ছে বিজয়কে আবারও একটি খলনায়কের চরিত্রেই দেখা যেতে পারে ৷ বিজয় খলনায়ক হিসাবে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ৷ ইতিমধ্য়েই থলাপতি বিজয় থেকে কমল হাসান অনেকের বিরুদ্ধেই খলনায়ক চরিত্রে নজর কেড়েছেন তিনি ৷

তার সঙ্গে আগামীতে শাহরুখের ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ অ্যাটলি কুমার পরিচালিত আসন্ন ছবি 'জওয়ান'-এ কিং খানের অন্য়তম মুখ্য প্রতিপক্ষ হতে চলেছেন তিনি ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে তাঁর লুকও ৷ এবার এই ছবিতে বিজয়-রাম চরণের দন্দ্ব কি উপভোগ্য হবে? সেটাই এখন দেখার ৷ তবে বিভিন্ন রিপোর্টে এও দাবি করা হয়েছে এই ছবির সুরের দায়িত্বে থাকবেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান ৷ ছবির শুটিং নিয়ে তথ্য মিললেও কবে নাগাদ প্রেক্ষাগৃহে আসতে পারে এই ছবি তা এখনও জানাননি নির্মাতারা ৷

আরও পড়ুন: বাবা হওয়ার আগে কী ধরনের অনুশীলন করছেন ফাহাদ? জানালেন স্বরা

রাম চরণের অভিনয়ের কথা বলতে গেলে তাঁকে আগামীতে দেখা যাবে 'গেমচেঞ্জার' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলি সুন্দরি কিয়ারা আদবানি ৷ আর 'গেমচেঞ্জার' ছবির পরিচালনা করেছেন এস শংকর ৷ অন্যদিকে শাহরুখ-বিজয়ের 'জওয়ান' ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷

হায়দরাবাদ, 18 অগস্ট: আগামীতে পরিচালক বুচি বাবু সানার নতুন প্যান ইন্ডিয়া ছবিতে দেখা যাবে রাম চরণকে ৷ এই খবর এখন আর নতুন নয় ৷ তবে এবার সামনে আরও একটি বড় খবর ৷ বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই ছবির জন্য বিজয় সেতুপতির হাত ধরতে পারেন রাম চরণ ৷ তাঁর সঙ্গে এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে দক্ষিণের এই সুপারস্টারকে ৷

যদিও এই ছবি নিয়ে এর চেয়ে বেশি আর কিছু জানা যায়নি ৷ তবে যদি সত্য়িই রাম চরণ-বিজয় সেতুপতি জুটি বাঁধেন তাহলে এই প্রথমবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করবেন তাঁরা ৷ খবর অনুযায়ী, আগামী বছর জানুয়ারি থেকে শুরু হতে চলেছে ছবির শুটিং ৷ বলা হচ্ছে বিজয়কে আবারও একটি খলনায়কের চরিত্রেই দেখা যেতে পারে ৷ বিজয় খলনায়ক হিসাবে দক্ষিণি ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত মুখ ৷ ইতিমধ্য়েই থলাপতি বিজয় থেকে কমল হাসান অনেকের বিরুদ্ধেই খলনায়ক চরিত্রে নজর কেড়েছেন তিনি ৷

তার সঙ্গে আগামীতে শাহরুখের ছবিতেও দেখা যাবে তাঁকে ৷ অ্যাটলি কুমার পরিচালিত আসন্ন ছবি 'জওয়ান'-এ কিং খানের অন্য়তম মুখ্য প্রতিপক্ষ হতে চলেছেন তিনি ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে তাঁর লুকও ৷ এবার এই ছবিতে বিজয়-রাম চরণের দন্দ্ব কি উপভোগ্য হবে? সেটাই এখন দেখার ৷ তবে বিভিন্ন রিপোর্টে এও দাবি করা হয়েছে এই ছবির সুরের দায়িত্বে থাকবেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এআর রহমান ৷ ছবির শুটিং নিয়ে তথ্য মিললেও কবে নাগাদ প্রেক্ষাগৃহে আসতে পারে এই ছবি তা এখনও জানাননি নির্মাতারা ৷

আরও পড়ুন: বাবা হওয়ার আগে কী ধরনের অনুশীলন করছেন ফাহাদ? জানালেন স্বরা

রাম চরণের অভিনয়ের কথা বলতে গেলে তাঁকে আগামীতে দেখা যাবে 'গেমচেঞ্জার' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন বলি সুন্দরি কিয়ারা আদবানি ৷ আর 'গেমচেঞ্জার' ছবির পরিচালনা করেছেন এস শংকর ৷ অন্যদিকে শাহরুখ-বিজয়ের 'জওয়ান' ছবিটি পর্দায় মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.