ETV Bharat / entertainment

Raktabeej New Song: মাকে আটকে রাখার আদুরে আবদার নন্দী সিস্টার্সের! মুক্তি পেল 'নাক্কু নাকুড়, না যাও ঠাকুর' - Nandy Sisters

মুক্তি পেল 'রক্তবীজ' ছবির তৃতীয় গান নাক্কু নাকুড়, না যাও ঠাকুর ৷ প্রথমবার বাংলা ছবিতে কণ্ঠ দিলেন নন্দী সিস্টার্স ৷ অনিন্দ্যর লেখা ও সুরে কণ্ঠ দিলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী ৷

Etv Bharat
মুক্তি পেল 'নাক্কু নাকুড়, না যাও ঠাকুর'
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 6, 2023, 6:49 PM IST

হায়দরাবাদ, 6 অক্টোবর: পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ 2022-এ 'টাপা টিনি'র পর এবার পুজোর গান উপহার দিলেন অনিন্দ্য ৷ মুক্তি পেল 'রক্তবীজ' ছবির তৃতীয় গান 'নাক্কু নাকুড়, না যাও ঠাকুর' ৷ প্রথমবার এই গানের হাত ধরে বাংলা ছবিতে প্লে-ব্যাক করলেন নন্দী সিস্টার্স ৷ অনিন্দ্যর লেখা ও সুরে কণ্ঠ দিলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী ৷

দু'দিন আগেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ লেখেন, "2022 সালে টাপা টিনি, 2023 এ কি হবে? অনিন্দ্য চট্টোপাধ্যায় জবাব দাও ৷" শুক্রবার তারই যেন উত্তর দিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য ৷ সোশাল মিডিয়ায় লিখলেন, "আমার পুজোর গান, নন্দী সিস্টার্সের কণ্ঠে ৷ টিম রক্তবীজের জন্য অনেক শুভেচ্ছা ৷ শিবু-নন্দিতাদি-জিনিয়া না জোর করলে এই গান তৈরি হত না ৷ শুনবেন, শোনাবেন ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে মুক্তি পেয়েছে 'গোবিন্দ কেন দাঁত মাজে না' ৷ সোশাল মিডিয়ায় অঙ্কুশের আইটেম গানের প্রোমোশন ছিল বেশ নজরকাড়া ৷ বাংলা ছবিতে পুরুষ 'আইটেম ডান্সার' বেশ চমকে দেওয়ার মতো ৷ প্রযোজক-পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতার এই চমক সত্যিই তাক লাগিয়েছিল দর্শকদের ৷ অনুরাগীদের দাবি ছিল, এই গান ভাসানের জন্য পারফেক্ট ৷ তারপর আসে ছবির দ্বিতীয় গান 'গৌরি এল' ৷ লোকগীতি দল 'দোহার' গানে গানে ফিরিয়ে আনে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতি ৷ সঙ্গে আরেক লোকশিল্পী তীর্থ ভট্টাচার্য ৷ বলতে হয় শিশু শিল্পী রোহন দাসের কথাও ৷ গানের এই আমেজ জানান দেয় মা এসেছেন ৷

আরও পড়ুন: পর্দায় 'লিও'-র গর্জন, বিজয়য়ের 'নৃশংসতা' দেখলে আঁতকে উঠবেন

আর এরপরের গানে উঠে আসে বিদায়ের সুর ৷ সেই সুরে বিষাদ না-থাকলে, রয়েছে মাকে আগলে রাখার আদুরে আবদার ৷ নন্দী সিস্টার্সের গলায় সেই গান যেন আলাদা মাত্রা পেয়েছে ৷ রক্তবীজ ছবিতে তুলে ধরা হয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ৷ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইে যেন সামিল মা দুর্গাও ৷ শত্রুকে দমন করে শুভ শক্তির উত্থানই যেন হতে চলেছে এই ছবির উপজীব্য ৷

হায়দরাবাদ, 6 অক্টোবর: পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রশ্নের জবাব দিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ 2022-এ 'টাপা টিনি'র পর এবার পুজোর গান উপহার দিলেন অনিন্দ্য ৷ মুক্তি পেল 'রক্তবীজ' ছবির তৃতীয় গান 'নাক্কু নাকুড়, না যাও ঠাকুর' ৷ প্রথমবার এই গানের হাত ধরে বাংলা ছবিতে প্লে-ব্যাক করলেন নন্দী সিস্টার্স ৷ অনিন্দ্যর লেখা ও সুরে কণ্ঠ দিলেন অন্তরা নন্দী ও অঙ্কিতা নন্দী ৷

দু'দিন আগেই পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় সোশাল মিডিয়ায় একটি পোস্ট করেন ৷ লেখেন, "2022 সালে টাপা টিনি, 2023 এ কি হবে? অনিন্দ্য চট্টোপাধ্যায় জবাব দাও ৷" শুক্রবার তারই যেন উত্তর দিলেন সঙ্গীতশিল্পী অনিন্দ্য ৷ সোশাল মিডিয়ায় লিখলেন, "আমার পুজোর গান, নন্দী সিস্টার্সের কণ্ঠে ৷ টিম রক্তবীজের জন্য অনেক শুভেচ্ছা ৷ শিবু-নন্দিতাদি-জিনিয়া না জোর করলে এই গান তৈরি হত না ৷ শুনবেন, শোনাবেন ৷"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এর আগে মুক্তি পেয়েছে 'গোবিন্দ কেন দাঁত মাজে না' ৷ সোশাল মিডিয়ায় অঙ্কুশের আইটেম গানের প্রোমোশন ছিল বেশ নজরকাড়া ৷ বাংলা ছবিতে পুরুষ 'আইটেম ডান্সার' বেশ চমকে দেওয়ার মতো ৷ প্রযোজক-পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতার এই চমক সত্যিই তাক লাগিয়েছিল দর্শকদের ৷ অনুরাগীদের দাবি ছিল, এই গান ভাসানের জন্য পারফেক্ট ৷ তারপর আসে ছবির দ্বিতীয় গান 'গৌরি এল' ৷ লোকগীতি দল 'দোহার' গানে গানে ফিরিয়ে আনে কালিকাপ্রসাদ ভট্টাচার্যের স্মৃতি ৷ সঙ্গে আরেক লোকশিল্পী তীর্থ ভট্টাচার্য ৷ বলতে হয় শিশু শিল্পী রোহন দাসের কথাও ৷ গানের এই আমেজ জানান দেয় মা এসেছেন ৷

আরও পড়ুন: পর্দায় 'লিও'-র গর্জন, বিজয়য়ের 'নৃশংসতা' দেখলে আঁতকে উঠবেন

আর এরপরের গানে উঠে আসে বিদায়ের সুর ৷ সেই সুরে বিষাদ না-থাকলে, রয়েছে মাকে আগলে রাখার আদুরে আবদার ৷ নন্দী সিস্টার্সের গলায় সেই গান যেন আলাদা মাত্রা পেয়েছে ৷ রক্তবীজ ছবিতে তুলে ধরা হয়েছে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ৷ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইে যেন সামিল মা দুর্গাও ৷ শত্রুকে দমন করে শুভ শক্তির উত্থানই যেন হতে চলেছে এই ছবির উপজীব্য ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.