ETV Bharat / entertainment

প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি

Director Rajkumar Kohli Passed Away: 93 বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি ৷ শোকের ছায়া বলিউডে ৷

Etv Bharat
প্রয়াত পরিচালক রাজকুমার কোহলি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 1:41 PM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর: প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন 93 বছর বয়সী পরিচালক ৷ শোকের ছায়া বলিউডে ৷

সূত্রের খবর, রাজকুমারের ছেলে আরমান কোহলি বাবাকে ডাকতে যান ৷ কারণ তিনি স্নান করতে ঢুকে দীর্ঘক্ষণ বেরোচ্ছিলেন না ৷ চিন্তিত হয়ে বাথরুমের দরজা ভাঙার পরিকল্পনা করেন তিনি ৷ এরপর দরজা ভেঙে বাথরুমে ঢুকে দেখেন বাবা নীচে পড়ে রয়েছেন ৷ চিকিৎসক জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ শুক্রবার সন্ধ্যাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

পরিচালক রাজকুমার কোহলির কেরিয়ারগ্রাফ দেখলে জানা যায়, একাধিক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের ৷ একাধিক তারকাদের নিয়ে ছবি করেছেন তিনি ৷ যেমন 'নাগিন' ছবিতে দেখা গিয়েছে রীনা রায়, সুনীল দত্ত, ফিরোজ খান, সঞ্জয় খান, রেখা ও মুমতাজ ৷ ছবিটি মুক্তি পায় 1976 সালে ৷ এরপর 1979 সালে তিনি বানান 'জানি দুশমন' ৷ সেখানে দেখা যায় রীনা রায়, নীতু সিং, সুনীল দত্ত, সঞ্জীব কুমার, জীতেন্দ্র ও শত্রুঘ্ন সিনহাতে ৷

1988 সালে মুক্তি পায় হিট ছবি 'বিস সাল বাদ' ৷ মুখ্যচরিত্রে দেখা যায় মিঠুন চক্রবর্তী, ডিম্পল কপাডিয়া, মীলাক্ষী শেষাদ্রি ও বিনোদ মেহরাকে ৷ প্রায় 15টির বেশি ছবি পরিচালনা করেছেন তিনি ৷ যার মধ্যে 'বদলে কী আগ', 'জানে নেহি দুঙ্গা', 'কাহার', 'নউকর বিবি কা'-র মতো হিট ছবি আজও দর্শক মনে রেখেছে ৷ পরিচালকের পাশাপাশি রাজকুমার প্রযোজনাও করেছেন বেশ কিছু হিন্দি ও পাঞ্জাবি ছবি ৷ যার মধ্যে অন্যতম 'গোরা অউর কালা', 'ডাঙ্কা', 'লুটেরা', 'ম্যায় জট্টি পাঞ্জাব দি', 'পিণ্ড কি কুরহি'-র মতো ছবি ৷

আরও পড়ুন:

1. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের

2. 'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা

3. রজনীকান্তের 'লাল সালাম' ছবির ডাবিং শেষ করলেন কপিল দেব

হায়দরাবাদ, 24 নভেম্বর: প্রয়াত 'জানি দুশমন' খ্যাত পরিচালক রাজকুমার কোহলি ৷ হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে প্রয়াত হয়েছেন 93 বছর বয়সী পরিচালক ৷ শোকের ছায়া বলিউডে ৷

সূত্রের খবর, রাজকুমারের ছেলে আরমান কোহলি বাবাকে ডাকতে যান ৷ কারণ তিনি স্নান করতে ঢুকে দীর্ঘক্ষণ বেরোচ্ছিলেন না ৷ চিন্তিত হয়ে বাথরুমের দরজা ভাঙার পরিকল্পনা করেন তিনি ৷ এরপর দরজা ভেঙে বাথরুমে ঢুকে দেখেন বাবা নীচে পড়ে রয়েছেন ৷ চিকিৎসক জানিয়েছেন তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ শুক্রবার সন্ধ্যাতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে ৷

পরিচালক রাজকুমার কোহলির কেরিয়ারগ্রাফ দেখলে জানা যায়, একাধিক হিট ছবি তিনি উপহার দিয়েছেন দর্শকদের ৷ একাধিক তারকাদের নিয়ে ছবি করেছেন তিনি ৷ যেমন 'নাগিন' ছবিতে দেখা গিয়েছে রীনা রায়, সুনীল দত্ত, ফিরোজ খান, সঞ্জয় খান, রেখা ও মুমতাজ ৷ ছবিটি মুক্তি পায় 1976 সালে ৷ এরপর 1979 সালে তিনি বানান 'জানি দুশমন' ৷ সেখানে দেখা যায় রীনা রায়, নীতু সিং, সুনীল দত্ত, সঞ্জীব কুমার, জীতেন্দ্র ও শত্রুঘ্ন সিনহাতে ৷

1988 সালে মুক্তি পায় হিট ছবি 'বিস সাল বাদ' ৷ মুখ্যচরিত্রে দেখা যায় মিঠুন চক্রবর্তী, ডিম্পল কপাডিয়া, মীলাক্ষী শেষাদ্রি ও বিনোদ মেহরাকে ৷ প্রায় 15টির বেশি ছবি পরিচালনা করেছেন তিনি ৷ যার মধ্যে 'বদলে কী আগ', 'জানে নেহি দুঙ্গা', 'কাহার', 'নউকর বিবি কা'-র মতো হিট ছবি আজও দর্শক মনে রেখেছে ৷ পরিচালকের পাশাপাশি রাজকুমার প্রযোজনাও করেছেন বেশ কিছু হিন্দি ও পাঞ্জাবি ছবি ৷ যার মধ্যে অন্যতম 'গোরা অউর কালা', 'ডাঙ্কা', 'লুটেরা', 'ম্যায় জট্টি পাঞ্জাব দি', 'পিণ্ড কি কুরহি'-র মতো ছবি ৷

আরও পড়ুন:

1. 'পোস্টারে নয় শিশুর মুখে দুধ দিন', মানবিক বার্তা 'টাইগার' সলমনের

2. 'পাগল করে দেওয়ার মতো ট্রেলার'- 'অ্যানিম্যাল' দেখে রণবীরের প্রশংসায় পঞ্চমুখ-আলিয়া-প্রভাস-করীনা

3. রজনীকান্তের 'লাল সালাম' ছবির ডাবিং শেষ করলেন কপিল দেব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.