ETV Bharat / entertainment

Raima Sen First Look: প্রকাশ্যে 'দ্য ভ্যাকসিন ওয়ার' ছবির ফার্স্ট লুক, নতুন অবতারে হাজির রাইমা - প্রকাশ্যে এল দ্য ভ্যাকসিন ওয়ার ছবির ফার্স্ট লুক

Raima Sen film The Vaccine War: সামনে এল বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর প্রথম লুক ৷ অনুরাগীদের জন্য লুক শেয়ার করলেন রাইমা সেন ৷ ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 28 সেপ্টেম্বর ৷

Pic Raima Sen Instagram
প্রকাশ্যে এল দ্য ভ্যাকসিন ওয়ার ছবির ফার্স্ট লুক
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2023, 1:13 PM IST

মুম্বই, 9 সেপ্টেম্বর: বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ যদিও বলিউড এখন 'জওয়ান' ঝড়ে মাতোয়ারা ৷ তবে একসময় বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছিল 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ তাই বিবেকের পরের ছবি কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই ৷ শনিবার সকালে সামনে এল ছবির চরিত্রদের প্রথম লুক ৷ আর নিজের নতুন লুক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির অন্যতম অভিনেত্রী রাইমা সেন ৷

কোভিড কালে ভ্যাকসিন নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়েছিল বিজ্ঞানী মহলে ৷ এই লড়াই কাউকে টেক্কা দেওয়ার নয় ৷ বরং দেশকে মহামারীর হাত থেকে বাঁচানোর লড়াই ৷ আর তাই ভ্যাকসিন আবিষ্কারের পর সারা বিশ্বকে সেই ভ্যাকসিন পাঠিয়েছিল ভারত ৷ এই লড়াইয়ের গল্পই এবার উঠে আসবে ছবিতে ৷ শনিবার ছবির ফার্স্ট লুক পোস্টার বঙ্গ কন্যা লেখেন, "ভারতের প্রথম বায়ো সায়েন্স ফিল্ম দ্য ভ্যাকসিন ওয়ার ছবির ফার্স্ট লুক নিয়ে হাজির হলাম আমরা ৷"

ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে বাঙালি কন্যার সাজে ৷ পরণে শাড়ি, খোলা চুল আর দৃপ্ত ভঙ্গিমা ৷ রাইমা ছাড়াও রয়েছেন নানা পাটেকর, পল্লবী যোশি, অনুপম খেরের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ সকলেরই লুক এদিন সামনে এনেছেন বিবেক ৷ ইতিমধ্যেই বিদেশে বেশ কিছু জায়গায় চর্চিত হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: 'ইয়ারিয়া 2'র প্রচারে কলকাতায় দিব্যা খোশলা কুমার, পুজো দিলেন কালীঘাটে

আগামী 28 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বক্স অফিসে এই মাসের প্রথম থকেই রাজ করতে শুরু করেছেন শাহরুখ ৷ সেই ঝড়ের মুখে কি পড়তে হবে বিবেকের ছবিকেও? না কি 'গদর 2' ছবির পাশে যেমন নিজের মতো করে জায়গা করে নিয়েছিল অক্ষয়ের 'ওএমজি 2' তেমনই বিবেকের ছবিও পছন্দ করবেন অনুরাগীরা ৷ উত্তর দেওয়ার জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই ৷

মুম্বই, 9 সেপ্টেম্বর: বিবেক অগ্নিহোত্রীর নতুন ছবি 'দ্য ভ্যাকসিন ওয়ার' নিয়ে এখন চর্চা তুঙ্গে ৷ যদিও বলিউড এখন 'জওয়ান' ঝড়ে মাতোয়ারা ৷ তবে একসময় বক্স অফিসে বেশ শোরগোল ফেলেছিল 'দ্য কাশ্মীর ফাইলস' ৷ তাই বিবেকের পরের ছবি কেমন হবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন সকলেই ৷ শনিবার সকালে সামনে এল ছবির চরিত্রদের প্রথম লুক ৷ আর নিজের নতুন লুক সোশাল মিডিয়ায় শেয়ার করলেন ছবির অন্যতম অভিনেত্রী রাইমা সেন ৷

কোভিড কালে ভ্যাকসিন নিয়ে রীতিমতো লড়াই শুরু হয়েছিল বিজ্ঞানী মহলে ৷ এই লড়াই কাউকে টেক্কা দেওয়ার নয় ৷ বরং দেশকে মহামারীর হাত থেকে বাঁচানোর লড়াই ৷ আর তাই ভ্যাকসিন আবিষ্কারের পর সারা বিশ্বকে সেই ভ্যাকসিন পাঠিয়েছিল ভারত ৷ এই লড়াইয়ের গল্পই এবার উঠে আসবে ছবিতে ৷ শনিবার ছবির ফার্স্ট লুক পোস্টার বঙ্গ কন্যা লেখেন, "ভারতের প্রথম বায়ো সায়েন্স ফিল্ম দ্য ভ্যাকসিন ওয়ার ছবির ফার্স্ট লুক নিয়ে হাজির হলাম আমরা ৷"

ছবিতে তাঁকে দেখা যাবে একেবারে বাঙালি কন্যার সাজে ৷ পরণে শাড়ি, খোলা চুল আর দৃপ্ত ভঙ্গিমা ৷ রাইমা ছাড়াও রয়েছেন নানা পাটেকর, পল্লবী যোশি, অনুপম খেরের মতো অভিনেতা-অভিনেত্রীরা ৷ সকলেরই লুক এদিন সামনে এনেছেন বিবেক ৷ ইতিমধ্যেই বিদেশে বেশ কিছু জায়গায় চর্চিত হয়েছে এই ছবি ৷

আরও পড়ুন: 'ইয়ারিয়া 2'র প্রচারে কলকাতায় দিব্যা খোশলা কুমার, পুজো দিলেন কালীঘাটে

আগামী 28 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ বক্স অফিসে এই মাসের প্রথম থকেই রাজ করতে শুরু করেছেন শাহরুখ ৷ সেই ঝড়ের মুখে কি পড়তে হবে বিবেকের ছবিকেও? না কি 'গদর 2' ছবির পাশে যেমন নিজের মতো করে জায়গা করে নিয়েছিল অক্ষয়ের 'ওএমজি 2' তেমনই বিবেকের ছবিও পছন্দ করবেন অনুরাগীরা ৷ উত্তর দেওয়ার জন্য সময়ের অপেক্ষা করা ছাড়া কোনও গতি নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.