নয়াদিল্লি, 13 মে: অভিনেত্রী পরিনীতি চোপড়া এবং আপ নেতা রাঘব চাড্ডা এখন সংবাদ শিরোনামে ৷ বেশ কিছুদিন ধরেই চলে আসছে তাঁদের সম্পর্কের গুঞ্জন ৷ শনিবার তাঁদের বাগদান পর্বের কথা মাথায় রেখে শুক্রবার থেকেই ঝলমলে আলোর মালায় সাজানো হয়েছিল পরিনীতির বাড়ি ৷ আর এবার রাঘবের নয়াদিল্লির বাসভবন 'কাপুরথালা হাউস'ও সেজে উঠল রঙিন সাজে ৷ রাঘবের বাসভবনের বেশ কিছু ছবি এই মুহূর্তে ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ বাগদানের এই অনুষ্ঠানটি রাঘবের বাড়িতেই সম্পন্ন হতে চলেছে বলে জানা গিয়েছে ৷
হলুদ, সাদা আর গোলাপি ফুল দিয়ে বাগাদানের স্থানটিকে বিশেষভাবে সাজানো হয়েছে ৷ সঙ্গে রয়েছে আলোর মালা ৷ সূত্রের খবর অনুযায়ী, বিকেল পাঁচটা থেকে শুরু হতে চলেছে এই অনুষ্ঠান ৷ শিখ রীতি মেনেই বাগদান সম্পন্ন হতে চলেছে পরিনীতি-রাঘবের ৷ সন্ধ্য়ায় ছ'টা নাগাদ আরদাস হবে বলে জানা গিয়েছে ৷
বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট বলছে, এই বিশেষ অনুষ্ঠানে দুই পরিবারের আত্মীয় স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধু বান্ধবরা মিলিয়ে প্রায় 150 জন হাজির থাকবেন ৷ পাশাপাশি থাকবেন বি টাউনের সেলেবরাও । অনেক রাজনীতিবিদও উপস্থিত হতে চলেছেন এই বিশেষ অনুষ্ঠানে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং পরিনীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়ার মতো আরও অনেককেই দেখা যাবে পরিনীতি-রাঘবের বাগদান পর্বে ৷
বাগদানের এই বিশেষ অনুষ্ঠানের জন্য় বেশ কিছুদিন ধরেই মনীশ মালহোত্রার বাড়িতে বারবার যাওয়া আসা করছেন পরিনীতি ৷ খবর অনুযায়ী বলিউডের এই প্রখ্য়াত ডিজাইনারের তৈরি পোশাকেই দেখা যাবে তাঁকে ৷ আসলে পরিনীতি-মনীশের কেমিস্ট্রি বেশ ভালো ৷ এর আগে বেশ কয়েকবার তাঁর ফ্যাশন শোয়ের শো স্টপারও হয়েছেন এই নায়িকা ৷ আর তাই এই বিশেষ দিনের জন্য় তাঁর তৈরি পোশাকই বেছে নিতে চলেছেন পরিনীতি ৷ অন্যদিকে রাঘবকে দেখা যাবে পবন সচদেবের তৈরি পোশাকে ।
আরও পড়ুন: কলকাতায় ভাইজান, তারকায় অপেক্ষায় ইস্টবেঙ্গলের মঞ্চ