হায়দরাবাদ, 9 মে: বর্ষবরণের রেশ কাটতে না-কাটতেই হাজির বাঙালির আরও একটি উৎসব রবীন্দ্র জয়ন্তী । এই দিনটিকে ঘিরে আপামর সংস্কৃতিপ্রেমী বাঙালির পরিকল্পনার অন্ত থাকে না । দিকে দিকে আজ কবি প্রণামের তোরজোড় । আর এই রবি ঠাকুরের গান নিয়েই দীর্ঘদিন চর্চা করে চলেছেন গায়িকা তথা চিত্রকর সৌমিতা সাহা । উল্লেখ্য, সৌমিতা ও ফরাসি শিল্পী গ্রেগ সৌজের পরীক্ষামূলক রবীন্দ্র সংগীতের কাজ চলতি বছরের শুরুর দিকে স্থান করে নিয়েছিল ইংল্যান্ডের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে । এবার সেই অনবদ্য কাজ স্থান পেল ইতালির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 'সেফালু আন্তর্জতিক চলচ্চিত্র উৎসব'-এ ৷ এই উৎসব অনুষ্ঠিত হতে চলেছে চলতি বছরের 16 মে।
ইতালির সিসিলিতে অবস্থিত এই উৎসবে স্থান পেয়েছে বিভিন্ন দেশের চলচ্চিত্র ও সাংগীতিক চলচ্চিত্র । বঙ্গতনয়া সৌমিতাও রবীন্দ্র সঙ্গীতে জুটি বাঁধবেন ফরাসি শিল্পী গ্রেগের সঙ্গে। গানটি সাংগীতিক চলচ্চিত্র বিভাগে মনোনিত হওয়ায়, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে শিল্পী ভাগ করে নিয়েছেন সেই সুখবর । উল্লেখ্য ফ্রান্সের পইতিয়ার নিবাসী শিল্পী বন্ধু গ্রেগ সৌজের রবীন্দ্র অনুরাগ মুগ্ধ করে সৌমিতাকে । তার পরই পৃথিবীর দুই প্রান্তের দুই সঙ্গীত অনুরাগীর যুগলবন্দিতে প্রকাশ পায় রবি ঠাকুরের গান 'ও যে মানেনা মানা' শীর্ষক গানের মাধ্যমে ।
গানটির বিষয়ে সৌমিতা বলেন, "গ্রেগ ফরাসি শিল্পী হলেও শাস্ত্রীয় সঙ্গীতের উপর ওর দখল প্রশংসনীয় । রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি ওঁর টান আমায় মুগ্ধ করেছে । সেতু বন্ধন প্রথম হয় ভারত ও ফ্রান্সের মধ্যে, এই সেতু চলচ্চিত্র উৎসবের মাধ্যমে রবি ঠাকুর ও বাংলা সঙ্গীতকে জুড়েছে আরও দুটি দেশের সঙ্গে । এই বিষয়টি খুবই আনন্দের । আমি, অগ্নিভ (সৌমিতার স্বামী), গ্রেগ আমরা কেউই আশা করিনি যে এটি আন্তর্জতিক চলচ্চিত্র উৎসবে মনোনিত হবে। তবে আমরা সত্যি আশাবাদী, সব চেয়ে বেশি আনন্দের বিষয় যতটা রাস্তা আমরা হেঁটেছি রবি ঠাকুরের হাত ধরে হেঁটেছি । "
প্রসঙ্গত, গায়িকা সৌমিতার চারুকলা জগতে রয়েছে আলাদা পরিচিতি । সৌমিতার আঁকা ছবি ভারতের বিভিন্ন স্থানের পাশাপশি প্রদর্শিত হয়েছে ওয়াশিংটন ডি সি, পোর্টল্যান্ড, ও ভেনেজুয়েলার আর্ট গ্যালারিতে । পেশায় স্থপতি সৌমিতার মিউজিক ভিডিয়োতে শিল্পীর আঁকা প্রাসঙ্গিক কিছু ছবিও স্থান পায় । ক্যামেরার দায়িত্বে ছিলেন শিল্পীর স্বামী অগ্নিভ চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন: পঁচিশে বৈশাখে কবিগুরুর পছন্দের রসনা নিয়ে হাজির 'জোড়াসাঁকো', উদ্বোধনে পঞ্চকবির কন্যা