হায়দরাবাদ, 22 অগস্ট: প্রিয়াঙ্কা চোপড়া এখন জীবনের বিশেষ এক পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন ৷ এই বছরের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে মা হয়েছেন তিনি ৷ আর জীবনের বিশেষ পর্যায়ে প্রতিটা মুহূর্তকে উপভোগ করতে কোনও খামতি রাখছেন না তিনি ৷ ফের একবার কন্য়া মালতী মারি চোপড়াকে নিয়ে ক্যামেরার সামনে এলেন অভিনেত্রী (Priyanka Chopra New Pics) ৷ তবে রবিবারও কন্যার মুখ দেখাননি প্রিয়াঙ্কা (Priyanka Chopra selfie with Maltie Marrie chopra jonas)৷
পৃথিবীর সবচেয়ে মিষ্টি ছবির বিষয় যে 'দ্য মাদার অ্য়ান্ড চাইল্ড' এ নিয়ে কোনও সন্দেহ নেই ৷ লক্ষ লক্ষবার শিল্পীর তুলিতে স্থপতির ভাস্কর্যে ফুটে উঠেছে মা ও সন্তানের অপূর্ব প্রেমের কাহিনি ৷ তবে তাও সেই কাহিনি কোনও দিনই পুরোনো হয় না ৷ ঠিক যেমন প্রিয়াঙ্কা এবং তাঁর কন্যার এই ছবিকে ভালবাসায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা ৷ রবিবার ছুটির দিনে মেয়ের সঙ্গে মোট দু'টি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী (Priyanka Chopra and Maltie Marrie chopra jonas photos )৷
একটি ছবিতে দেখা যায় মেয়েকে কোলে নিয়ে বসে ক্যামেরার জন্য় পোজ দিচ্ছেন পিগি চপস ৷ আর অন্য ছবিটিতে দেখা যায় মেয়ের ছোট্ট দু'টি নরম পায়ে চুম্বন এঁকে দিচ্ছেন তিনি ৷ ছবিতে প্রিয়াঙ্কা নিজেকে সাজিয়েছেন সবুজ শর্ট আর সাদা শার্টে ৷ ছবির ক্য়াপশনে তিনি লেখেন, 'ভালোবাসার মতো আর কিছু নেই'। সব মিলিয়ে এই ছোট্ট কয়েকটি মুহূর্ত শেয়ার করেই মা প্রিয়াঙ্কা বুঝিয়ে দিয়েছেন মাতৃত্ব বিষয়টি ঠিক কতখানি উপভোগ করছেন তিনি (Priyanka Chopra with Her Daughter)৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
তাঁর এই ছবির নীচে কমেন্ট করেছেন অন্যান্য বলি সুন্দরীরাও ৷ দুটি হার্ট ইমোজি শেয়ার করেছেন প্রীতি জিনটা । প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়া লিখেছেন, 'আমি মালতীকে মিস করছি ।' আবার অভিনেত্রী অনুষ্কা শর্মাও ছবিগুলির নীচে হার্ট ইমোজি শেয়ার করেছেন । কারিনা কাপুর খান লিখেছেন, 'পিসির সবচেয়ে বড় প্রেম তার মেয়ে ।'
আরও পড়ুন: বাহুবলীর থেকেও বড় চরিত্র মাধবীলতা, দাবি স্নেহাশিস চক্রবর্তীর
2018 সালে গায়ক নিক জোনাসের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন পিগি চপস ৷ তাঁর কাজ নিয়ে কথা বলতে গেল সম্প্রতি ইন্ডিয়ান হোমওয়্যার-এর একটি ব্যবসাও শুরু করেছেন অভিনেত্রী ৷ যার ইউএসপি হতে চলেছে ভারতের ঐতিহ্য় ৷ এছাড়া দেশি গার্লকে আগামীতে দেখা যাবে 'সিটাডেল' ওয়েব সিরিজে ৷ বলিউডে আপকামিং প্রজেক্ট 'জি লে জারা' ছবিতেও আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে কাজ করবেন তিনি ৷