হায়দরাবাদ, 31 মার্চ: প্রিয়াঙ্কা চোপড়ার নতুন সিরিজ 'সিটাডেল' নিয়ে আগ্রহ তুঙ্গে অনুরাগীদের ৷ বহুদিন ধরেই দর্শকরা অপেক্ষা করে রয়েছেন এই স্পাই থ্রিলার সিরিজটির জন্য ৷ এবার সামনে এল সিরিজের নতুন ট্রেলার ৷ সিরিজের এই নতুন ট্রেলারটিও অ্যাকশনে ভরপুর প্রিয়াঙ্কাকে এখানে দেখা গিয়েছে একজন গুপ্তচর হিসেবে ৷ এখানে তাঁর চরিত্রের নাম নাদিয়া ৷ অভিনয় করবেন হলিউডের পরিচিত মুখ রিচার্ড ম্য়াডেনের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার রাতে সামনে আসা ট্রেলার অবশ্য় খুব বেশি ভিউ পেল না ৷
এর আগেই সিরিজের বেশকিছু ছবি এবং ক্লিপিং শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা ৷ সেখানে তাঁর লুক দেখে মুগ্ধ হয়েছিলেন নেটিজেনরা ৷ গল্প অনুযায়ী, নাদিয়া একজন সিক্রেট এজেন্ট কিন্তু তাঁর স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে ৷ কিন্তু সত্য়িই কি তাই? কারণ দ্বিতীয় এই ট্রেলারে এক পর্যায়ে তিনি বলে ওঠেন, 'আমার সব মনে আছে' ৷ এই রহস্যের শেষ কোথায় তা জানতে গেলে দেখতেই হবে 'সিটাডেল' ৷
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
রুশো ব্রাদার্সের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই সিরিজ ৷ 28 এপ্রিল থেকে আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং শুরু হতে চলেছে 'সিটাডেল'-এর ৷ কিন্তু দ্বিতীয় ট্রেলারটি কিন্তু ইউটিউবে তেমন সাড়া ফেলতে পারেনি ৷ এখনও পর্যন্ত মাত্র 1 লক্ষ 10 হাজার ভিউ পেয়েছে এই নতুন ঝলকটি ৷ অবশ্য় এর আগেই মুক্তি পেয়েছে 'সিটাডেল'-এর অফিসিয়াল ট্রেলার ৷ তিন সপ্তাহ আগে মুক্তি পাওয়া সেই ট্রেলারটি অবশ্য় ভিউ পেয়েছিল 21 মিলিয়ন ৷ অর্থাৎ দর্শক যে স্পষ্টতই আগ্রহী এই সিরিজ নিয়ে তা বোঝা যায় ৷
'সিটাডেল' সিরিজটি যে ঠিক কতখানি আকর্ষণ করেছে দর্শকদের তার একটা দৃষ্টান্ত হল এই সিরিজের ভারতীয় রিমেকের কাজও শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি ৷ সেখানে দেখা যাবে বরুণ ধাওয়ান এবং সামান্থা রুথ প্রভুকে ৷ অন্যদিকে, প্রিয়াঙ্কাকে এরপর একটি ভারতীয় ছবিতেও কাজ করতে দেখা যাবে ৷ ছবিটির নাম 'জি লে জারা' ৷
আরও পড়ুন: বক্স অফিসে রিপোর্টে পাশ না ফেল? দেখুন কেমন হল অজয়ের 'ভোলা'র রেজাল্ট