হায়দরাবাদ, 30 এপ্রিল: কাজের ক্ষেত্রে সমান পারিশ্রমিক নিয়ে বরাবরই সরব হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ বলিউডে তিনি তাঁর কাজের সম্মান ততটা পাননি, তিনি কোণঠাসা হয়েছেন, তা নিয়েও মুখ খুলেছেন। অবশেষে হলিউড তাঁকে দিয়েছে তাঁর কাজের সম্মান। প্রথমবার নিজের সহ-অভিনেতার মতোই সমান পারিশ্রমিক পেলেন 'সিটাডেল' অভিনেত্রী। প্রায় 20 বছর পর নিজের কাজের যোগ্যতায় সমতায় এলেন প্রিয়াঙ্কা ।
টেলিভিশন সিরিজ 'সিটাডেল' বহুদিন ধরেই চর্চায় । অ্যাকশন-ড্রামায় ভরপুর এই সিরিজে প্রিয়াঙ্কার বিপরীতে রয়েছেন রিচার্ড ম্যাডেন। একটি তদন্তকারীর সংস্থার এজেন্টের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা-রিচার্ড । ইতিমধ্যেই এই সিরিজের দুটি পর্ব দর্শকদের মধ্যে কৌতুহল তৈরি করেছে । এই সিরিজ করতে গিয়েই দারুণ অভিজ্ঞাতার কথা জানিয়েছিলেন 'দেশী গার্লস'। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, দীর্ঘ 20 বছর বিনোদন দুনিয়ায় কাটানোর পর তিনি তাঁর সমস্ত কাজের সমান পারিশ্রমিক পেতে চলেছেন। যেটা শুরু হয়েছে সিটাডেল দিয়ে। তিনি স্বীকার করে বলেছেন, সিটাডেল সিরিজে কাজ করার সময়ে, তিনিও সমান পারিশ্রমিক পাবেন, এই কথাটা বিশ্বাস করতে পারেননি । তিনি বলেন, "সত্যি কথা বলতে কী, আমি প্রচণ্ড রকম অবাক হয়েছিলাম। আমি ছেড়েই দিয়েছিলাম কাজের জায়গায় নারী-পুরুষ সকলের সমান পারিশ্রমিকের অধিকার নিয়ে। এমন অনেক সময় হয়েছে আমি এবং আমার সহ-অভিনেতা লিডিং চরিত্রে থাকলেও আমাদের পারিশ্রমিক হত আলাদা । তাই আমি কখনও কল্পনা করতে পারিনি সমান পারিশ্রমিক কখনও পাব।"
আরও পড়ুন: বাবা-ছেলের দ্বৈত চরিত্রে শাহরুখ, 'জওয়ান' নিয়ে টুইস্ট পরিচালকের
তিনি আরও বলেন, "আমার ইউনাইটেড ট্যালেন্ট এজেন্সি আমাকে বলেছিল, এই সিরিজে সমান পারিশ্রমিক নিয়ে আরও একবার আলোচনা করবে । তবে তাঁরা যখন সমান পারিশ্রমিকে রাজি হয়ে গিয়েছিল আমি সত্যিই আনন্দিত ও অবাক হয়েছিলাম। আর এটা একমাত্র সম্ভব হয়েছিল একটা কারণেই। অ্যামাজন স্টুডিও-তে সেই সময় জেলিফার সালকে, একজন মহিলা হেড ছিলেন। "
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
এরপর তাঁকে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল, যদি কোনও মহিলা পাওয়ারে থাকে, তাহলে সে কী আরও এক মহিলাকে সুযোগ করে দেন? জবাবে প্রিয়াঙ্কা বলেন, "নিশ্চই করেন । আমি বিশ্বাস করি। আমার মনে হয়, আমার এই জার্নির মধ্য দিয়ে এই অসমতার বেড়াজাল ছিল তা আমি কিছুটা ভাঙতে পেরেছি। আমাকে স্বীকার করতেই হবে, সিটাডেল-এর পর থেকে আমার কাছে যতগুলো কাজের অফার এসেছে, এমনকি লাভ এগেইন ছবিতেও আমাকে সমান পারিশ্রমিক দেওয়া হয়েছে।"
প্রসঙ্গত, আজকের গ্লোবাল আইকন স্টার 2002 সালে দক্ষিণী তারকা বিজয়ের সঙ্গে সিলভার স্ক্রিনে পথ চলা শুরু করেছিলেন । এরপর বলিউডে পা রাখেন 2003 সালে, 'দ্য হিরো-লাভ স্টোরি অফ আ স্পাই' ছবি দিয়ে । 2015-তে 'কোয়ান্টিকো' প্রিয়াঙ্কাকে পরিচয় করিয়েছে বিশ্বের বিনোদনের সঙ্গে । 'বেওয়াচ' সেই জার্নিকে আরও মসৃণ করে তুলেছিল । আজ বলিউডের পাশাপাশি হলিউডেও নিজের আলাদা জায়গা তৈরি করে নিয়েছেন দেশী গার্ল প্রিয়াঙ্কা চোপড়া।