নয়াদিল্লি, 17 মার্চ: সুরের কোনও দেশ-কাল হয় না, হয় না কোনও বেড়াজাল ৷ আর তাই তো শ্রীলঙ্কান গান 'মানিকে মাগে হিথে...' (Manike Mage Hithe) সংলাপ না-বুঝলেও আসমুদ্রহিমাচল মজেছিল গানের সুরে ৷ এটাই মিউজিকের ম্যাজিক ৷ সেই ম্যাজিকে মোহিত হলেন এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷ জনপ্রিয় গান 'কেশরিয়া...' (Kesariya song) পাঁচ ভাষায় গেয়ে শুধুমাত্র নেটিজেনদের নয়, মোদিজির প্রশংসা কুড়িয়ে নিলেন গায়ক সন্দীপ সিং কালসি (Modi praise for the singer who sings Kesariya song ) ৷
2022 সালের ব্লকবাস্টার ছবি 'ব্রহ্মাস্ত্র'-পার্ট ওয়ান ৷ অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আলিয়া ভাট ও রণবীর কাপুরের অভিনয় ও অনস্ক্রিন কেমিষ্ট্রি মন জয় করে নিয়েছিল দর্শকদের ৷ ছবির গান 'কেশরিয়া...' চার্টবাস্টে উঠে আসে এক নম্বরে ৷ অরিজিৎ সিংয়ের দরদি গলায় 'কেশরিয়া...' ফিরতে থাকে অনুরাগীদের মুখে মুখে ৷ সেই গানের মুখরা-কে পাঁচ ভিন্ন ভাষা মালয়লম, তামিল, তেলুগু, কন্নড় ও হিন্দি ভাষায় গেয়ে নেটিজেনদের নজর কেড়েছেন শিল্পী সন্দীপ সিং কালসি ৷ সন্দীপের গায়কি ভাবের প্রশংসা করে 17 মার্চ সকালে এই ভিডিওটি শেয়ার করেন মহেন্দ্র গ্রুপের চেয়ারম্যান আনন্দ মাহিন্দ্রা ৷ টুইটে তিনি সন্দীপের প্রশংসা করে লেখেন, "অসাধারণ ৷ অখণ্ড ভারত বললে এই অনুভূতিকেই বোঝায় ৷"
-
Just beautiful. This is what an UNBREAKABLE, united India sounds like… https://t.co/HkKSgrNa2y
— anand mahindra (@anandmahindra) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Just beautiful. This is what an UNBREAKABLE, united India sounds like… https://t.co/HkKSgrNa2y
— anand mahindra (@anandmahindra) March 17, 2023Just beautiful. This is what an UNBREAKABLE, united India sounds like… https://t.co/HkKSgrNa2y
— anand mahindra (@anandmahindra) March 17, 2023
বিষয়টি ভাইরাল (viral Song) হতেই দৃষ্টি আকর্যণ করে খোদ প্রধানমন্ত্রী ৷ সঙ্গে সঙ্গেই এই প্রতিভার উচ্ছসিত প্রশংসা করে টুইটে মোদিজি লেখেন, "প্রতিভাবান সন্দীপের এই গান সত্যিই অপূর্ব ৷ এই ধরণের উদ্দীপনায়ময় প্রতিভা এক ভারত, শ্রেষ্ঠ ভারতের বার্তা বহন করে ৷"
-
Came across this amazing rendition by the talented @SnehdeepSK. In addition to the melody, it is a great manifestation of the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.’ Superb! pic.twitter.com/U2MA3rWJNi
— Narendra Modi (@narendramodi) March 17, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Came across this amazing rendition by the talented @SnehdeepSK. In addition to the melody, it is a great manifestation of the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.’ Superb! pic.twitter.com/U2MA3rWJNi
— Narendra Modi (@narendramodi) March 17, 2023Came across this amazing rendition by the talented @SnehdeepSK. In addition to the melody, it is a great manifestation of the spirit of ‘Ek Bharat Shreshtha Bharat.’ Superb! pic.twitter.com/U2MA3rWJNi
— Narendra Modi (@narendramodi) March 17, 2023
আরও পড়ুন: বাড়িতে বিয়ের আসর, বাবা চাঙ্কির সঙ্গে চুটিয়ে নাচ অনন্যা পাণ্ডের
উল্লেখ্য, এই ভিডিও, গায়ক সন্দীপের নতুন নয় ৷ ভাইরাল হওয়া 'কেশরিয়া'র এই গানটি গত বছর বানিয়েছিলেন সন্দীপ ৷ তারপর তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ৷ এতদিন পর সন্দীপ সিং কালসি সেই কাজের 'পুরস্কার' পেলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছ থেকে ৷