ETV Bharat / entertainment

Pratim Dasgupta's new Movie: তিন বছর পর প্রত্যাবর্তন ! বাংলা ছবি পরিচালনায় প্রতীম ডি. গুপ্ত

তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতীম ডি. গুপ্ত ৷ শুটিং শুরু হয়েছে থ্রিলার ছবি 'চালচিত্র- দ্য ফ্রেম ফাটাল'- এর ৷ টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা ছাড়াও ছবিতে রয়েছেন শান্তনু মহেশ্বরী ৷

Etv Bharat
বাংলা ছবি পরিচালনায় প্রতীম
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 17, 2023, 6:46 PM IST

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত ৷ সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন পরিচালক ৷ টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের শান্তনু মহেশ্বরী ৷

সোশাল মিডিয়ায় প্রতিম বলেন, "গল্প হলেও সত্যি, মিথ্যের ছাঁচ ভর্তি,পুরোনো সুরে নতুন গান, রাজা হবে খান খান ৷ আমার আগামী.. বাংলায় থ্রিলার ছবি চালচিত্র- দ্য ফ্রেম ফাটাল ৷" ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদউসুল হাসান ৷ ইতিমধ্যেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে ছবির শুটিং ৷

অভিনেতা টোটা রায়চৌধুরী অভিনেতা শান্তনু মাহেশ্বরীর সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে বলেন, " দুজনেই উত্তর কলকাতার ছেলে। দুজনেই নৃত্যে পারদর্শী। দুজনেই আলিয়া-ভার্স এর অংশ! এই প্রথমবার স্ক্রীন শেয়ার করছি শান্তনু মাহেশ্বরী'র সঙ্গে। প্রতিম ডি.গুপ্ত পরিচালিত 'চালচিত্র' ছায়াছবিতে। প্রযোজনায় ফ্রেন্ডস্ কমিউনিকেশন, ফেরদাউস আল্ হাসান। শুটিং চলছে..." 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবির সুপার সাফল্যের পর বাংলা ছবিতে কাজ শুরু করলেন টোটা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত ৷ অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ফাটাফাটি সিনেমায় স্বস্তিকা অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷ এবার তিনি শুরু করলেন বড় পর্দায় পাঁচ নম্বর ছবির শুটিং ৷ সামাজিক মাধ্যমে তিনি খুশির খবর শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷

আরও পড়ুন: 'লোলা লুলু' থেকে 'বেলা বোস', নীল-খরাজের গানে 'প্রধান' ছবির শুটিংয়ের ফাঁকে জমল আড্ডা

2020 সালে পরিচালক প্রতিমের শেষ বাংলা ছবি মুক্তি পায় 'লাভ আজ কাল পরশু' ৷ অর্জুন চক্রবর্তী, মধুমিতা সরকার, পাওলি দাম ও অনিন্দিতা বোস অভিনীত এই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছিল ৷ এরপর 2023 সালে পরিচালক নিয়ে আসেন তাঁর প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' ৷ সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্স-এ ৷ এছাড়াও পরিচালক দর্শকদের উপহার দিয়েছেন, 'সাহেব বিবি গোলাম', 'মাছের ঝোল', 'আহারে মন', 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' ৷

হায়দরাবাদ, 17 সেপ্টেম্বর: তিন বছর পর বাংলা ছবি নিয়ে ফিরছেন পরিচালক প্রতিম ডি গুপ্ত ৷ সামাজিক মাধ্যমে ছবির পোস্টার শেয়ার করেছেন পরিচালক ৷ টোটা রায়চৌধুরী, রাইমা সেন বর্মা, অনিবার্ণ চক্রবর্তী, স্বস্তিকা দত্ত ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন বলিউডের শান্তনু মহেশ্বরী ৷

সোশাল মিডিয়ায় প্রতিম বলেন, "গল্প হলেও সত্যি, মিথ্যের ছাঁচ ভর্তি,পুরোনো সুরে নতুন গান, রাজা হবে খান খান ৷ আমার আগামী.. বাংলায় থ্রিলার ছবি চালচিত্র- দ্য ফ্রেম ফাটাল ৷" ছবিটি প্রযোজনার দায়িত্বে রয়েছেন ফিরদউসুল হাসান ৷ ইতিমধ্যেই শহর কলকাতার বিভিন্ন প্রান্তে চলছে ছবির শুটিং ৷

অভিনেতা টোটা রায়চৌধুরী অভিনেতা শান্তনু মাহেশ্বরীর সঙ্গে সামাজিক মাধ্যমে একটি ছবি শেয়ার করে বলেন, " দুজনেই উত্তর কলকাতার ছেলে। দুজনেই নৃত্যে পারদর্শী। দুজনেই আলিয়া-ভার্স এর অংশ! এই প্রথমবার স্ক্রীন শেয়ার করছি শান্তনু মাহেশ্বরী'র সঙ্গে। প্রতিম ডি.গুপ্ত পরিচালিত 'চালচিত্র' ছায়াছবিতে। প্রযোজনায় ফ্রেন্ডস্ কমিউনিকেশন, ফেরদাউস আল্ হাসান। শুটিং চলছে..." 'রকি অউর রানি কী প্রেম কাহানি' ছবির সুপার সাফল্যের পর বাংলা ছবিতে কাজ শুরু করলেন টোটা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত ৷ অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ফাটাফাটি সিনেমায় স্বস্তিকা অভিনয় মন জয় করেছে দর্শকদের ৷ এবার তিনি শুরু করলেন বড় পর্দায় পাঁচ নম্বর ছবির শুটিং ৷ সামাজিক মাধ্যমে তিনি খুশির খবর শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে ৷

আরও পড়ুন: 'লোলা লুলু' থেকে 'বেলা বোস', নীল-খরাজের গানে 'প্রধান' ছবির শুটিংয়ের ফাঁকে জমল আড্ডা

2020 সালে পরিচালক প্রতিমের শেষ বাংলা ছবি মুক্তি পায় 'লাভ আজ কাল পরশু' ৷ অর্জুন চক্রবর্তী, মধুমিতা সরকার, পাওলি দাম ও অনিন্দিতা বোস অভিনীত এই ছবি বক্সঅফিসে মোটামুটি ব্যবসা করেছিল ৷ এরপর 2023 সালে পরিচালক নিয়ে আসেন তাঁর প্রথম হিন্দি রোমান্টিক থ্রিলার-ফ্যান্টাসি সিরিজ 'টুথপরি: হোয়েন লাভ বাইটস' ৷ সিরিজটি মুক্তি পায় নেটফ্লিক্স-এ ৷ এছাড়াও পরিচালক দর্শকদের উপহার দিয়েছেন, 'সাহেব বিবি গোলাম', 'মাছের ঝোল', 'আহারে মন', 'শান্তিলাল ও প্রজাপতি রহস্য' ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.