ETV Bharat / entertainment

Salaar vs Jawan: বিদেশের মাঠে কিস্তিমাত করল 'সালার', প্রভাসের ছবির কাছে পিছিয়ে কিং খানের 'জওয়ান' - জওয়ান

বিদেশে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে 'জওয়ান' ছবিকে হারিয়ে বড় লিড নিয়ে নিল 'সালার' ৷ প্রভাসের ছবির কাছে পিছিয়ে পড়লেন শাহরুখ ৷

Salaar vs Jawan
সালার ছবির কাছে পিছিয়ে পড়ল জওয়ান
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 1:38 PM IST

হায়দরাবাদ, 30 অগস্ট: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ৷ অগস্টের মতো সেপ্টেম্বরও হতে চলেছে বিগ ব্যাটেল ৷ এক্ষেত্রে সিনেপ্রেমীদের অবশ্য পোয়া বারো ৷ কারণ তাঁরা মাসের শুরুতে দেখবেন শাহরুখকে আর শেষে দেখবেন প্রভাসকে ৷ 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ আর অন্যদিকে প্রভাসের 'সালার' মুক্তি পাবে 28 সেপ্টেম্বর ৷ দু'টি ছবিরই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ বিভিন্ন রিপোর্ট বলছে বিদেশের মাটিতে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে নাকি কিং খানের ছবিকে পিছনে ফেলে দিয়েছে 'সালার' ৷

বিদেশের অগ্রিম বুকিংয়ের পরিসংখ্য়ান ঠিক কী বলছে? হিসাব অনুযায়ী 28 অগস্ট পর্যন্ত 'জওয়ান' ছবির যে টিকিট বিক্রি হয়েছে তাতে 200,000 ডলার ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা ৷ অন্যদিকে 'সালার' ছবির বুকিং রেকর্ড এর চেয়ে অনেক গুণ ভালো ৷ প্রি বুকিংয়ের হিসাব ধরে নিলে বিদেশে ইতিমধ্যেই 400,000 ডলার আয় করে ফেলছে এই ছবি ৷ অন্যদিকে ভারতেও 'জওয়ান' ছবির অ্যাডভান্স বুকিং আগেই শুরু হয়ে গিয়েছে ৷ তবে তার সম্পূর্ণ পরিসংখ্যান এখনও সামনে আসেনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী বৃহস্পতিবার 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ জানা গিয়েছে এই অনুষ্ঠান আয়োজন করা হবে দুবাইয়ে ৷ তার আগে চেন্নাইতেও একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শাহরুখ ৷ কিং খানের ছবি নিয়ে উত্তেজনা এখন রীতিমত তুঙ্গে ৷ ছবিতে এসআরকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নয়নতারাও ৷ তার সঙ্গে ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রথম ভারতীয় ছবি হিসেবে গ্যালাক্সি থিয়েটারে সকাল ছ'টায় শো পেল শাহরুখের জওয়ান

অন্যদিকে 'সালার' ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে ৷ 'আদিপুরুষ' বিপর্যয়ের পর এই ছবির হাত ধরে আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা ৷ তাই তাঁর এই ছবিটি কেমন হবে তা দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ এখন অপেক্ষা শুধু আগামী সেপ্টেম্বরের জন্য ৷

হায়দরাবাদ, 30 অগস্ট: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা ৷ অগস্টের মতো সেপ্টেম্বরও হতে চলেছে বিগ ব্যাটেল ৷ এক্ষেত্রে সিনেপ্রেমীদের অবশ্য পোয়া বারো ৷ কারণ তাঁরা মাসের শুরুতে দেখবেন শাহরুখকে আর শেষে দেখবেন প্রভাসকে ৷ 7 সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ খানের 'জওয়ান' ৷ আর অন্যদিকে প্রভাসের 'সালার' মুক্তি পাবে 28 সেপ্টেম্বর ৷ দু'টি ছবিরই অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে ৷ বিভিন্ন রিপোর্ট বলছে বিদেশের মাটিতে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে নাকি কিং খানের ছবিকে পিছনে ফেলে দিয়েছে 'সালার' ৷

বিদেশের অগ্রিম বুকিংয়ের পরিসংখ্য়ান ঠিক কী বলছে? হিসাব অনুযায়ী 28 অগস্ট পর্যন্ত 'জওয়ান' ছবির যে টিকিট বিক্রি হয়েছে তাতে 200,000 ডলার ইতিমধ্যেই তুলে ফেলেছেন নির্মাতারা ৷ অন্যদিকে 'সালার' ছবির বুকিং রেকর্ড এর চেয়ে অনেক গুণ ভালো ৷ প্রি বুকিংয়ের হিসাব ধরে নিলে বিদেশে ইতিমধ্যেই 400,000 ডলার আয় করে ফেলছে এই ছবি ৷ অন্যদিকে ভারতেও 'জওয়ান' ছবির অ্যাডভান্স বুকিং আগেই শুরু হয়ে গিয়েছে ৷ তবে তার সম্পূর্ণ পরিসংখ্যান এখনও সামনে আসেনি ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আগামী বৃহস্পতিবার 'জওয়ান' ছবির ট্রেলার মুক্তি পাওয়ার কথা রয়েছে ৷ জানা গিয়েছে এই অনুষ্ঠান আয়োজন করা হবে দুবাইয়ে ৷ তার আগে চেন্নাইতেও একটি মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন শাহরুখ ৷ কিং খানের ছবি নিয়ে উত্তেজনা এখন রীতিমত তুঙ্গে ৷ ছবিতে এসআরকের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন নয়নতারাও ৷ তার সঙ্গে ছবিতে ক্যামিয়ো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় দত্ত, সুনীল গ্রোভার, দীপিকা পাড়ুকোনের মতো অভিনেতা-অভিনেত্রীদের ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

আরও পড়ুন: প্রথম ভারতীয় ছবি হিসেবে গ্যালাক্সি থিয়েটারে সকাল ছ'টায় শো পেল শাহরুখের জওয়ান

অন্যদিকে 'সালার' ছবিতে প্রভাসের সঙ্গে দেখা যাবে শ্রুতি হাসানকে ৷ 'আদিপুরুষ' বিপর্যয়ের পর এই ছবির হাত ধরে আবার পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা ৷ তাই তাঁর এই ছবিটি কেমন হবে তা দেখার জন্য রীতিমতো মুখিয়ে রয়েছেন অনুরাগীরা ৷ এখন অপেক্ষা শুধু আগামী সেপ্টেম্বরের জন্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.