ETV Bharat / entertainment

Prabhas New Film: শাহরুখকে 'ওয়াকওভার' দিয়ে সালার মুক্তির দিন পিছোলেন প্রভাস - সরে দাঁড়ালেন প্রভাস

শাহরুখের সঙ্গে বক্স অফিসে লড়াইয়ের রাস্তা সরে দাঁড়ালেন প্রভাস ৷ প্রায় দু'মাস পিছিয়ে গেল তাঁর নয়া ছবি 'সালার' মুক্তির তারিখ ৷ 28 সেপ্টেম্বরের পরিবর্তে আগামী নভেম্বরে মুক্তি পাবে ছবিটি ৷

Prabhas New Film
শাহরুখের সঙ্গে সম্মুখ সমর এড়ালেন প্রভাস
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 2, 2023, 3:55 PM IST

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: অগস্টে অক্ষয়-সানির সম্মুখ সমর দেখার পর সেপ্টেম্বরে শাহরুখ-প্রভাসের বক্স অফিস ব্যাটল দেখার জন্য় মুখিয়েছিলেন অনেকেই ৷ এমনকী এও খবর এসেছিল বিদেশে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে নাকি কিং খানের 'জওয়ান'কে টেক্কা দিয়েছে প্রভাসের 'সালার' ৷ কিন্তু এবার শাহরুখের সঙ্গে লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রভাস ৷ খেলার ভাষায় যাকে বলে 'ওয়াকওভার' ৷

যদিও সেই অর্থে মুক্তি তারিখ খুব কাছাকাছি ছিল না ৷ 'জওয়ান' মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷ আর অন্যদিকে সালার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 28 সেপ্টেম্বর ৷ কিন্তু সেই তারিখও পিছিয়ে দিলেন নির্মাতারা ৷ সবরকম ক্ষতির সম্ভবনা এড়াতে প্রায় দু'মাস তারিখ পিছিয়ে নিলেন নির্মাতারা ৷ প্রশান্ত নীল পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী নভেম্বরে ৷ ঠিক এমনটাই জানালেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ যদিও তাঁর মতে, মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি ৷ তবে সেপ্টেম্বরে যে আসছে না এই ছবি, তা নিশ্চিত ৷

'আদিপুরুষ' ছবির বিশাল বিপর্যয়ের পর খুব সাবধানে পা ফেলছেন প্রভাস ৷ দেখে নিচ্ছেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় ৷ তাঁর নতুন ছবির টিজার বেশ সাড়া ফেলেছে ৷ এবার 'সালার' তাঁর ক্যামব্যাকের হাতিয়ার হতে পারে কি না, সেটাই দেখার ৷ প্রশান্ত নীলের হাত ধরে এর আগে 'কেজিএফ 2'-এর মতো ছবি উপহার পেয়েছেন অনুরাগীরা ৷ তাই এবারও তাঁর কাঁধেই ভর দিয়ে চেনা স্রোতে ফিরতে চাইছেন প্রভাস ৷ যেন ফিরে পেতে চাইছেন হারানো গৌরব ৷

আরও পড়ুন: 'সুনামি লোডিং', দেড় লক্ষ ছাড়াল শাহরুখের 'জওয়ান' ছবির অগ্রিম বুকিং

অন্য়দিকে প্রভাসের হাতে 'সালার' ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বিগ বচ্চন অমিতাভ এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৷ নাগ অশ্বিনের এই ছবির ঝলকও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ সেটিও বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে ৷

হায়দরাবাদ, 2 সেপ্টেম্বর: অগস্টে অক্ষয়-সানির সম্মুখ সমর দেখার পর সেপ্টেম্বরে শাহরুখ-প্রভাসের বক্স অফিস ব্যাটল দেখার জন্য় মুখিয়েছিলেন অনেকেই ৷ এমনকী এও খবর এসেছিল বিদেশে অগ্রিম বুকিংয়ের ক্ষেত্রে নাকি কিং খানের 'জওয়ান'কে টেক্কা দিয়েছে প্রভাসের 'সালার' ৷ কিন্তু এবার শাহরুখের সঙ্গে লড়াই থেকে সরে দাঁড়ালেন প্রভাস ৷ খেলার ভাষায় যাকে বলে 'ওয়াকওভার' ৷

যদিও সেই অর্থে মুক্তি তারিখ খুব কাছাকাছি ছিল না ৷ 'জওয়ান' মুক্তি পেতে চলেছে আগামী 7 সেপ্টেম্বর ৷ আর অন্যদিকে সালার ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল 28 সেপ্টেম্বর ৷ কিন্তু সেই তারিখও পিছিয়ে দিলেন নির্মাতারা ৷ সবরকম ক্ষতির সম্ভবনা এড়াতে প্রায় দু'মাস তারিখ পিছিয়ে নিলেন নির্মাতারা ৷ প্রশান্ত নীল পরিচালিত এই ছবি মুক্তি পেতে চলেছে আগামী নভেম্বরে ৷ ঠিক এমনটাই জানালেন সিনে সমালোচক তরণ আদর্শ ৷ যদিও তাঁর মতে, মুক্তির তারিখ এখনও ঠিক হয়নি ৷ তবে সেপ্টেম্বরে যে আসছে না এই ছবি, তা নিশ্চিত ৷

'আদিপুরুষ' ছবির বিশাল বিপর্যয়ের পর খুব সাবধানে পা ফেলছেন প্রভাস ৷ দেখে নিচ্ছেন প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় ৷ তাঁর নতুন ছবির টিজার বেশ সাড়া ফেলেছে ৷ এবার 'সালার' তাঁর ক্যামব্যাকের হাতিয়ার হতে পারে কি না, সেটাই দেখার ৷ প্রশান্ত নীলের হাত ধরে এর আগে 'কেজিএফ 2'-এর মতো ছবি উপহার পেয়েছেন অনুরাগীরা ৷ তাই এবারও তাঁর কাঁধেই ভর দিয়ে চেনা স্রোতে ফিরতে চাইছেন প্রভাস ৷ যেন ফিরে পেতে চাইছেন হারানো গৌরব ৷

আরও পড়ুন: 'সুনামি লোডিং', দেড় লক্ষ ছাড়াল শাহরুখের 'জওয়ান' ছবির অগ্রিম বুকিং

অন্য়দিকে প্রভাসের হাতে 'সালার' ছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট রয়েছে ৷ আগামীতে তাঁকে দেখা যাবে 'প্রজেক্ট কে' ছবিতে ৷ এই ছবিতে তিনি জুটি বাঁধছেন বিগ বচ্চন অমিতাভ এবং দীপিকা পাড়ুকোনের সঙ্গে ৷ নাগ অশ্বিনের এই ছবির ঝলকও ইতিমধ্য়েই সামনে এসেছে ৷ সেটিও বেশ সাড়া ফেলেছে অনুরাগীদের মধ্যে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.