ETV Bharat / entertainment

Prabhas-Kriti Relationship: সিড-কিয়ারার পর এবার কি বাগদান সারতে চলেছেন প্রভাস-কৃতি? - Prabhas dating Kriti Sanon

বাগদান সারতে চলেছেন প্রভাস-কৃতি? এমনই গুজব ছড়িয়ে পড়েছিল সিনে সমালোচক উমের সান্ধু মুখ খোলার পর ৷ তবে সেই তত্ত্বে জল ঢেলে দিয়েছে প্রভাসের টিম (Prabhas Kriti Sanon engagement in Maladives ) ৷

Etv Bharat
বাগদান সারতে চলেছেন প্রভাস কৃতি
author img

By

Published : Feb 8, 2023, 1:45 PM IST

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানির পর এবার কি প্রভাস-কৃতির তরফ থেকে আসতে চলেছে বিগ অ্যানাউন্সমেন্ট? কারণ আদিপুরুষ ছবির রাম-সীতা এবার বাস্তবেও তাঁদের সম্পর্ককে নয়া রূপ দিতে চান বলেই ধারণা অনেকের ৷ কেউ কেউ তো এও বলছেন বাগদানের জন্যই নাকি একসঙ্গে মলদ্বীপে উড়ে যাচ্ছেন দুই তারকা ৷ এই গুজবের আগুন ছড়িয়ে পড়ে স্বঘোষিত সিনে সমালোচক উমের সান্ধু মুখ খোলার পর থেকে ৷ তিনিই প্রথম জানান, সুখবর আসন্ন (Prabhas Kriti Sanon engagement in Maladives )৷

উমেরের মতে আগামী সপ্তাহেই বাগদান সম্পন্ন হতে চলেছে এই তারকা জুটির ৷ শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন এই অনুষ্ঠানের জন্য় মলদ্বীপকেই বেছে নিয়েছেন এই জুটি ৷ অবশ্য ফ্যানেদের মন ভাঙার খবরও এসে গিয়েছে ইতিমধ্যেই ৷ এই নিয়ে মুখ খুলেছে প্রভাসের টিমও ৷ আর এই সমস্ত গুজবেই জল ঢেলে দিয়েছে তারা ৷ সম্প্রতি একটি ওয়েবলয়েডকে তারা স্পষ্টতই জানিয়েছে, "প্রভাস এবং কৃতি কেবল ভালো বন্ধু ৷ তাই তাঁদের বাগদানের খবর সঠিক নয় ৷"

প্রভাস-কৃতির সম্পর্কে গুজব অবশ্য এই প্রথমবার ছড়ায়নি ৷ এর আগেও অভিনেতা বরুণ ধাওয়ানের কথার সূত্র ধরে ছড়িয়ে পড়েছিল গুজব ৷ ভেড়িয়া ছবির প্রচারে এসে একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, "একজন রয়েছেন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন ৷ আর তাঁর সঙ্গেই প্রেম করছেন কৃতি ৷" এই কথার সূত্র ধরেই জল্পনা ছড়িয়ে পড়ে প্রভাস-কৃতির সম্পর্ক নিয়ে ৷ কারণ সেসময় প্রভাস কাজ করছিলেন দীপিকার সঙ্গে ৷

এই গুজব এতটাই ছড়িয়েছিল যে মুখ খুলতে হয়েছিল কৃতিকেও ৷ কৃতি নিজেই লিখেছিলেন, "এটা পেয়ারও নয়, পিআরও নয়। আমাদের ভেড়িয়া শুধু একটি রিয়েলিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল । তাঁর মজার মজার কিছু কথা গুজব তৈরি করেছে ৷" আগামীতে অবশ্য একসঙ্গে পর্দায় আসতে চলেছেন প্রভাস-কৃতি ৷ তাঁদের আগামীতে দেখা যাবে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে ৷ ছবিতে রামের ভূমিকায় যেমন রয়েছেন প্রভাস তেমনই রাবনের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে ৷

আরও পড়ুন: হাতের কালিরায় উঠে এল প্রেমের গল্প, দেখে নিন কিয়ারার এই গয়নার বিশেষত্ব

হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: সিদ্ধার্থ মালহোত্রা-কিয়ারা আদবানির পর এবার কি প্রভাস-কৃতির তরফ থেকে আসতে চলেছে বিগ অ্যানাউন্সমেন্ট? কারণ আদিপুরুষ ছবির রাম-সীতা এবার বাস্তবেও তাঁদের সম্পর্ককে নয়া রূপ দিতে চান বলেই ধারণা অনেকের ৷ কেউ কেউ তো এও বলছেন বাগদানের জন্যই নাকি একসঙ্গে মলদ্বীপে উড়ে যাচ্ছেন দুই তারকা ৷ এই গুজবের আগুন ছড়িয়ে পড়ে স্বঘোষিত সিনে সমালোচক উমের সান্ধু মুখ খোলার পর থেকে ৷ তিনিই প্রথম জানান, সুখবর আসন্ন (Prabhas Kriti Sanon engagement in Maladives )৷

উমেরের মতে আগামী সপ্তাহেই বাগদান সম্পন্ন হতে চলেছে এই তারকা জুটির ৷ শুধু তাই নয়, তিনি এও জানিয়েছেন এই অনুষ্ঠানের জন্য় মলদ্বীপকেই বেছে নিয়েছেন এই জুটি ৷ অবশ্য ফ্যানেদের মন ভাঙার খবরও এসে গিয়েছে ইতিমধ্যেই ৷ এই নিয়ে মুখ খুলেছে প্রভাসের টিমও ৷ আর এই সমস্ত গুজবেই জল ঢেলে দিয়েছে তারা ৷ সম্প্রতি একটি ওয়েবলয়েডকে তারা স্পষ্টতই জানিয়েছে, "প্রভাস এবং কৃতি কেবল ভালো বন্ধু ৷ তাই তাঁদের বাগদানের খবর সঠিক নয় ৷"

প্রভাস-কৃতির সম্পর্কে গুজব অবশ্য এই প্রথমবার ছড়ায়নি ৷ এর আগেও অভিনেতা বরুণ ধাওয়ানের কথার সূত্র ধরে ছড়িয়ে পড়েছিল গুজব ৷ ভেড়িয়া ছবির প্রচারে এসে একটি টিভি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, "একজন রয়েছেন যিনি এই মুহূর্তে মুম্বইতে নেই এবং তিনি দীপিকার সঙ্গে শুটিং করছেন ৷ আর তাঁর সঙ্গেই প্রেম করছেন কৃতি ৷" এই কথার সূত্র ধরেই জল্পনা ছড়িয়ে পড়ে প্রভাস-কৃতির সম্পর্ক নিয়ে ৷ কারণ সেসময় প্রভাস কাজ করছিলেন দীপিকার সঙ্গে ৷

এই গুজব এতটাই ছড়িয়েছিল যে মুখ খুলতে হয়েছিল কৃতিকেও ৷ কৃতি নিজেই লিখেছিলেন, "এটা পেয়ারও নয়, পিআরও নয়। আমাদের ভেড়িয়া শুধু একটি রিয়েলিটি শোতে একটু বেশিই বন্য হয়ে গিয়েছিল । তাঁর মজার মজার কিছু কথা গুজব তৈরি করেছে ৷" আগামীতে অবশ্য একসঙ্গে পর্দায় আসতে চলেছেন প্রভাস-কৃতি ৷ তাঁদের আগামীতে দেখা যাবে ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে ৷ ছবিতে রামের ভূমিকায় যেমন রয়েছেন প্রভাস তেমনই রাবনের ভূমিকায় দেখা যাবে সইফ আলি খানকে ৷

আরও পড়ুন: হাতের কালিরায় উঠে এল প্রেমের গল্প, দেখে নিন কিয়ারার এই গয়নার বিশেষত্ব

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.