ETV Bharat / entertainment

Prabhas Fans on Adipurush: ফাটল আতশবাজি, রাত দু'টো থেকে লাইন...'আদিপুরুষ' মুক্তির দিনে প্রভাস-প্রেমে মাতোয়ারা ভক্তরা - prabhas fans adipurush reaction

প্রভাস-কৃতির 'আদিপুরুষ' নিয়ে ভক্তদের উত্তেজনা তুঙ্গে ৷ কোথাও ফাটল আতশবাজি, কোথাও আবার প্রভাসের পোস্টারে মালা দিয়ে চলল সেলিব্রেশন।

Prabhas Fans on Adipurush
প্রভাস প্রেমে পাগল হলেন ফ্য়ানেরা আদিপুরুষ মুক্তির দিনে চলল জমিয়ে নাচ
author img

By

Published : Jun 16, 2023, 12:23 PM IST

হায়দরাবাদ, 16 জুন: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুক্রবার মুক্তি পেল প্রভাস-কৃতির 'আদিপুরুষ' ৷ এই মাইথোলজিক্যাল ড্রামা কেমন ব্যবসা করতে চলেছে তা নিয়ে জল্পনা কম হয়নি ৷ ছবির অ্য়ান্ডভান্স বুকিংও ছিল বেশ ভালো ৷ এমনকী প্রি-বুকিং পরিসংখ্য়ানের ক্ষেত্রে 'কেজিএফ 2' ছবিকেও পিছনে ফেলেছে এই ছবি ৷ পরিচালক ওম রাউতের রামায়ণের কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে রামচন্দ্রের চরিত্রে প্রভাস, জানকী চরিত্রে কৃতি, লঙ্কেশ চরিত্রে সাইফ, লক্ষ্মণ চরিত্রে সানি সিং এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগে ৷ প্রভাসের ফ্যানেরা রীতিমতো মেতে উঠেছেন এই ছবির মুক্তি নিয়ে ৷

দেশ এবং বিদেশ মিলিয়ে প্রায় 10 হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি ৷ শুধু ভারতেই 7000 স্ক্রিন পেয়েছে ওম রাউতের এই মাইথোলজিক্যাল ড্রামা ৷ 'বাহুবলী' সিরিজের পর আরও একটি নতুন প্যান ইন্ডিয়া ছবি নিয়ে হাজির প্রভাস ৷ বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি ৷ ছবির ট্রেলার থেকে শুরু করে অভিনেতাদের লুক নিয়ে নানা বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা বলছেন প্রথম দিনেই 80-85 কোটি টাকা ঘরে তুলে নিতে চলেছে 'আদিপুরুষ' ৷

টুইটারও ভরে গিয়েছে প্রভাস অনুরাগীদের নানা রকম ছবি আর ভিডিয়োয় ৷ কোথাও দেখা যায় বিভিন্ন থিয়েটারের সামনে উঠছে 'জয় শ্রী রাম' ধ্বণি ৷ কোথাও আবার ছবি দেখার জন্য় রাত 2টো থেকে লাইন দিয়েছেন প্রভাস ভক্তরা ৷ বিশেষত দক্ষিণ ভারতে এই ছবি নিয়ে যে প্রবল উন্মাদনা রয়েছে তা বলাই যায় ৷ দেদার ফাটছে আতশবাজি ৷ কোথাও আবার গেরুয়া পতাকা হাতে মিছিল করতে দেখা গিয়েছে ভক্তদের ৷

ভারতের আগে এই ছবির প্রিমিয়ার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ আর সেখানেও 'আদিপুরুষ' ব্যাপক সাফল্য পেয়েছে । পরিচালক ওম রাউত আগেই জানিয়েছিলেন চিরাচরিত পদ্ধতি মেনে তিনি এই ছবি বানাচ্ছেন না ৷ তিনি রাম-কাহিনিকে পৌঁছে দিতে চান আজকের প্রজন্মের কাছে ৷ তাই তাঁর গল্পটা চেনা মনে হলেও অচেনা ৷

আরও পড়ুন: হাজারো সম্মান, কিছু বিতর্কও ! পর্দায় মিঠুন মানেই ম্যাজিক

ভারতের সবচেয়ে ব্য়ায়বহুল ছবির অন্যতম 'আদিপুরুষ' ৷ এই ছবির বাজেট প্রায় 500 কোটি ৷ তবে ছবির ব্যবসার জন্য ইতিমধ্য়েই বেশকিছু প্রচারমূলক স্ট্র্যাটেজি নিয়েছেন নির্মতারা ৷ রণবীর কাপুর, রাম চরণের মতো অভিনেতারা 10 হাজার টিকিট কিনে তা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের মধ্য়ে বিলিয়ে দিয়েছেন ৷ শুধু তাই নয় বেশকিছু সরকারি স্কুলকেও বাচ্চাদের জন্য় টিকিট দেওয়া হয়েছে ৷ এছাড়াও বিভিন্ন এনজিও, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও দল বেঁধে ছবির টিকিট সংগ্রহ করেছেন ৷ ফলে অনেকেই আশা করছেন প্রথম সপ্তাহে খুব সহজেই 200 কোটির ক্লাবে জায়গা করে নেবে এই ছবি ৷

হায়দরাবাদ, 16 জুন: দীর্ঘ অপেক্ষার পর অবশেষে শুক্রবার মুক্তি পেল প্রভাস-কৃতির 'আদিপুরুষ' ৷ এই মাইথোলজিক্যাল ড্রামা কেমন ব্যবসা করতে চলেছে তা নিয়ে জল্পনা কম হয়নি ৷ ছবির অ্য়ান্ডভান্স বুকিংও ছিল বেশ ভালো ৷ এমনকী প্রি-বুকিং পরিসংখ্য়ানের ক্ষেত্রে 'কেজিএফ 2' ছবিকেও পিছনে ফেলেছে এই ছবি ৷ পরিচালক ওম রাউতের রামায়ণের কাহিনি নিয়ে তৈরি এই ছবিতে রামচন্দ্রের চরিত্রে প্রভাস, জানকী চরিত্রে কৃতি, লঙ্কেশ চরিত্রে সাইফ, লক্ষ্মণ চরিত্রে সানি সিং এবং হনুমানের চরিত্রে অভিনয় করেছেন দেবদত্ত নাগে ৷ প্রভাসের ফ্যানেরা রীতিমতো মেতে উঠেছেন এই ছবির মুক্তি নিয়ে ৷

দেশ এবং বিদেশ মিলিয়ে প্রায় 10 হাজার স্ক্রিনে মুক্তি পেয়েছে ছবিটি ৷ শুধু ভারতেই 7000 স্ক্রিন পেয়েছে ওম রাউতের এই মাইথোলজিক্যাল ড্রামা ৷ 'বাহুবলী' সিরিজের পর আরও একটি নতুন প্যান ইন্ডিয়া ছবি নিয়ে হাজির প্রভাস ৷ বিভিন্ন ভাষায় মুক্তি পেয়েছে ছবিটি ৷ ছবির ট্রেলার থেকে শুরু করে অভিনেতাদের লুক নিয়ে নানা বিতর্ক থাকলেও বিশেষজ্ঞরা বলছেন প্রথম দিনেই 80-85 কোটি টাকা ঘরে তুলে নিতে চলেছে 'আদিপুরুষ' ৷

টুইটারও ভরে গিয়েছে প্রভাস অনুরাগীদের নানা রকম ছবি আর ভিডিয়োয় ৷ কোথাও দেখা যায় বিভিন্ন থিয়েটারের সামনে উঠছে 'জয় শ্রী রাম' ধ্বণি ৷ কোথাও আবার ছবি দেখার জন্য় রাত 2টো থেকে লাইন দিয়েছেন প্রভাস ভক্তরা ৷ বিশেষত দক্ষিণ ভারতে এই ছবি নিয়ে যে প্রবল উন্মাদনা রয়েছে তা বলাই যায় ৷ দেদার ফাটছে আতশবাজি ৷ কোথাও আবার গেরুয়া পতাকা হাতে মিছিল করতে দেখা গিয়েছে ভক্তদের ৷

ভারতের আগে এই ছবির প্রিমিয়ার হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ আর সেখানেও 'আদিপুরুষ' ব্যাপক সাফল্য পেয়েছে । পরিচালক ওম রাউত আগেই জানিয়েছিলেন চিরাচরিত পদ্ধতি মেনে তিনি এই ছবি বানাচ্ছেন না ৷ তিনি রাম-কাহিনিকে পৌঁছে দিতে চান আজকের প্রজন্মের কাছে ৷ তাই তাঁর গল্পটা চেনা মনে হলেও অচেনা ৷

আরও পড়ুন: হাজারো সম্মান, কিছু বিতর্কও ! পর্দায় মিঠুন মানেই ম্যাজিক

ভারতের সবচেয়ে ব্য়ায়বহুল ছবির অন্যতম 'আদিপুরুষ' ৷ এই ছবির বাজেট প্রায় 500 কোটি ৷ তবে ছবির ব্যবসার জন্য ইতিমধ্য়েই বেশকিছু প্রচারমূলক স্ট্র্যাটেজি নিয়েছেন নির্মতারা ৷ রণবীর কাপুর, রাম চরণের মতো অভিনেতারা 10 হাজার টিকিট কিনে তা আর্থিকভাবে পিছিয়ে পড়া বাচ্চাদের মধ্য়ে বিলিয়ে দিয়েছেন ৷ শুধু তাই নয় বেশকিছু সরকারি স্কুলকেও বাচ্চাদের জন্য় টিকিট দেওয়া হয়েছে ৷ এছাড়াও বিভিন্ন এনজিও, বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীরাও দল বেঁধে ছবির টিকিট সংগ্রহ করেছেন ৷ ফলে অনেকেই আশা করছেন প্রথম সপ্তাহে খুব সহজেই 200 কোটির ক্লাবে জায়গা করে নেবে এই ছবি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.