হায়দরাবাদ, 1 মার্চ: ফোন করে বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং ধর্মেন্দ্রর (Dharmendra) মুম্বইয়ের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল ৷ শুধু তাই নয়, ফোনে আরও বলা হয়েছে যে, দেশের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বাসভবন অ্যান্টিলিয়াতেও বিস্ফোরণ ঘটানো হবে । মঙ্গলবার নাগপুর পুলিশের কন্ট্রোল রুমে বেনামে এই ফোনটি আসে (Threat Calls For Big B-Dharmendra)।
পালঘর থকেে আসে হুমকি ফোন: ফোন পাওয়ার পর নাগপুর পুলিশ সঙ্গে সঙ্গে মুম্বই পুলিশকে খবর দেয় । প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, ফোনটি করা হয়েছিল পালঘরের শিবাজি নগর পাড়া থেকে ৷ মুম্বইয়ের খুব কাছাকাছি এই এলাকা । নাগপুরের লাকদগঞ্জ এলাকায় অবস্থিত 112 হটলাইনের কন্ট্রোল রুমে ফোনটি করা হয়েছিল ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
সতর্ক করা হয় মুম্বই পুলিশকে: পুলিশের যে আধিকারিক ফোনের জবাব দিয়েছিলেন, তিনি দুই যুবককে কথা বলতে শুনেছেন যে কীভাবে 25 জন লোক মুম্বইয়ে প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র এবং আম্বানির বাড়ি উড়িয়ে দেবে । এই ফোন পেয়েই মুম্বই পুলিশকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় পদক্ষেপ করা হয় ৷ অবিলম্বে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক আধিকারিক ৷
আম্বানিদের জেড প্লাস নিরাপত্তা: ইতিমধ্যে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে, মুকেশ আম্বানি এবং তাঁর পরিবারের সদস্যরা দেশীয় এবং আন্তর্জাতিকভাবে সর্বোচ্চ জেড প্লাস নিরাপত্তা পাবেন । এই খবর ছড়িয়ে পড়ার পরে, আম্বানিদের পরিবারকে দেওয়া বোমার হুমকি এবং জেড প্লাস নিরাপত্তার বিষয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে ৷
আরও পড়ুন: আম্বানিদের ভারত ও বিদেশে জেড প্লাস নিরাপত্তা দেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের
সোশ্যালে আম্বানিদের নিরাপত্তা বাড়ানো নিয়ে চর্চা: dxbshaina1 নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী বলেছেন, "মুকেশ আম্বানির কি নিজের নিরাপত্তা নেই ? কেন সাধারণ মানুষের টাকা নষ্ট করবেন ?" অন্য একজন লিখেছেন, "যদি একজন সাধারণ মানুষের জীবন হুমকির মুখে পড়ে তাহলে কী হবে ? সেও কি একই স্তরের নিরাপত্তা পাবে ?"
মিস্টার ইফুলজেন্ট নামে এক ব্যবহারকারী লিখেছেন, "এঁরা উচ্চ নেটওয়ার্থ ব্যক্তি এবং তাঁরা তাঁদের নিজ নিজ ক্ষেত্রে কাজের শ্রেষ্ঠত্বের সঙ্গে বিভিন্ন মঞ্চে আমাদের দেশের প্রতিনিধিত্ব করেন । তাঁরা মোটা করদাতাও ৷ তাই আমি মনে করি সরকার সঠিক কাজ করেছে ।"