ETV Bharat / entertainment

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কবি মুনাওয়ার রানা, শোকপ্রকাশ অখিলেশের

author img

By PTI

Published : Jan 15, 2024, 9:33 AM IST

Updated : Jan 15, 2024, 9:52 AM IST

Munawwar Rana Died: প্রয়াত হয়েছেন প্রখ্যাত উর্দু কবি মুনাওয়ার রানা ৷ দীর্ঘসময় ধরে গলার ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ তাঁর প্রয়াণে শোকাহত কবিমহল ৷

Etv Bharat
প্রয়াত উর্দু কবি মুনাওয়ার রানা

লখনউ, 15 জানুয়ারি: মিট্টি মে মিলা দে/কে জুদা হো নেহি সকতা/আব ইস সে জ্যায়দা ম্যায়/তেরা হো নেহি সকতা ৷ কবিতা ও শায়েরি দুনিয়ায় লেখনির জাদুতে যিনি মুগ্ধ করেছিলেন, সেই প্রখ্যাত মুনাওয়ার রানা পাড়ি দিলেন চিরঘুমের দেশে ৷ 71 বছর বয়সি কবি সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন ৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

দীর্ঘদিন ধরেই তিনি গলার ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ তাঁর মেয়ে সুমাইয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রবিবার রাতে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাঁর বাবা ৷ সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ কবি মুনাওয়ারের ছেলে তাবরেজ রানা বলেন, "অসুখজনিত সমস্যা নিয়ে প্রায় 14-15 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ প্রথমে প্রখ্যাত কবিকে ভর্তি করা হয়েছিল লখনউয়ের মেদান্ত হাসপাতালে ৷ তারপর সেখান থেকে এসজিপিজিআই স্থানান্তরিত করা হয় ৷ রবিবার রাত 11টা নাগাদ প্রয়াত হয়েছেন তিনি ৷" তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব ৷ তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, "দেশের প্রখ্যাত কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷ তাঁকে শ্রদ্ধার্ঘ্য ৷"

1952 সালের 26 নভেম্বর উত্তরপ্রদেশের রায়বরেলি জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই কবি ৷ তবে জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন কলকাতায় ৷ 2014 সালে কবিতায় তাঁর অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন ৷ এছাড়াও 2014 সালে তিনি উর্দু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেও একবছর পর তা ফিরিয়ে দিয়েছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, দেশে বেড়ে চলা অসহিষ্ণুতার জন্য তিনি কখনও সরকারি কোনও পুরস্কার গ্রহণ করবেন না ৷

  • तो अब इस गांव से
    रिश्ता हमारा खत्म होता है
    फिर आंखें खोल ली जाएं कि
    सपना खत्म होता है।

    देश के जानेमाने शायर मुन्नवर राना जी का निधन अत्यंत हृदय विदारक।

    दिवंगत आत्मा की शांति की कामना।

    भावभीनी श्रद्धांजलि। pic.twitter.com/BDDbojdYNh

    — Akhilesh Yadav (@yadavakhilesh) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর লেখা কবিতার প্রতিটি শব্দ গেঁথে যেত অনুরাগীদের মনে ৷ তাঁর রচিত 'মা' কবিতাটি অনুরাগী মহলে ব্যাপক জনপ্রিয় ৷ উল্লেখ্য, একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার রানা ৷ তালিবানদের সমর্থন থেকে সরকারি পুরস্কার প্রত্যাখ্যানে বারবার তিনি এসেছেন খবরের শিরোনামে ৷ স্বভাবতই মুনাওয়ার রানার প্রয়াণে শোকহত কবি মহল ৷

আরও পড়ুন:

1. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং

2. আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী

3. দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা!

লখনউ, 15 জানুয়ারি: মিট্টি মে মিলা দে/কে জুদা হো নেহি সকতা/আব ইস সে জ্যায়দা ম্যায়/তেরা হো নেহি সকতা ৷ কবিতা ও শায়েরি দুনিয়ায় লেখনির জাদুতে যিনি মুগ্ধ করেছিলেন, সেই প্রখ্যাত মুনাওয়ার রানা পাড়ি দিলেন চিরঘুমের দেশে ৷ 71 বছর বয়সি কবি সঞ্জয় গান্ধি পোস্ট গ্রাজুয়েট ইন্সটিটিউট মেডিক্যাল সায়েন্স হাসপাতালে ভর্তি ছিলেন ৷ রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

দীর্ঘদিন ধরেই তিনি গলার ক্যানসারে ভুগছিলেন তিনি ৷ তাঁর মেয়ে সুমাইয়া সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, রবিবার রাতে না-ফেরার দেশে পাড়ি দিয়েছেন তাঁর বাবা ৷ সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে ৷ কবি মুনাওয়ারের ছেলে তাবরেজ রানা বলেন, "অসুখজনিত সমস্যা নিয়ে প্রায় 14-15 দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন ৷ প্রথমে প্রখ্যাত কবিকে ভর্তি করা হয়েছিল লখনউয়ের মেদান্ত হাসপাতালে ৷ তারপর সেখান থেকে এসজিপিজিআই স্থানান্তরিত করা হয় ৷ রবিবার রাত 11টা নাগাদ প্রয়াত হয়েছেন তিনি ৷" তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব ৷ তিনি এক্স (টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, "দেশের প্রখ্যাত কবি মুনাওয়ার রানার প্রয়াণে গভীরভাবে শোকাহত ৷ ওনার আত্মার শান্তি কামনা করি ৷ তাঁকে শ্রদ্ধার্ঘ্য ৷"

1952 সালের 26 নভেম্বর উত্তরপ্রদেশের রায়বরেলি জন্মগ্রহণ করেন প্রখ্যাত এই কবি ৷ তবে জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন কলকাতায় ৷ 2014 সালে কবিতায় তাঁর অবদানের জন্য জ্ঞানপীঠ পুরস্কারে সম্মানিত হন ৷ এছাড়াও 2014 সালে তিনি উর্দু সাহিত্যে অবদানের জন্য সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত হলেও একবছর পর তা ফিরিয়ে দিয়েছিলেন ৷ তিনি জানিয়েছিলেন, দেশে বেড়ে চলা অসহিষ্ণুতার জন্য তিনি কখনও সরকারি কোনও পুরস্কার গ্রহণ করবেন না ৷

  • तो अब इस गांव से
    रिश्ता हमारा खत्म होता है
    फिर आंखें खोल ली जाएं कि
    सपना खत्म होता है।

    देश के जानेमाने शायर मुन्नवर राना जी का निधन अत्यंत हृदय विदारक।

    दिवंगत आत्मा की शांति की कामना।

    भावभीनी श्रद्धांजलि। pic.twitter.com/BDDbojdYNh

    — Akhilesh Yadav (@yadavakhilesh) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তাঁর লেখা কবিতার প্রতিটি শব্দ গেঁথে যেত অনুরাগীদের মনে ৷ তাঁর রচিত 'মা' কবিতাটি অনুরাগী মহলে ব্যাপক জনপ্রিয় ৷ উল্লেখ্য, একাধিকবার নানা বিতর্কে জড়িয়েছেন মুনাওয়ার রানা ৷ তালিবানদের সমর্থন থেকে সরকারি পুরস্কার প্রত্যাখ্যানে বারবার তিনি এসেছেন খবরের শিরোনামে ৷ স্বভাবতই মুনাওয়ার রানার প্রয়াণে শোকহত কবি মহল ৷

আরও পড়ুন:

1. কিং খানের পর অ্যাটলির ছবিতে 'বাওয়াল' অভিনেতা, শীঘ্রই শুরু হবে শুটিং

2. আরও জমকালো রাম লালার প্রাণ প্রতিষ্ঠা! নৃত্য পরিবেশনে হেমা মালিনী

3. দেখতে অনেকটা হৃতিকের মতো, হাতে হাত রেখে মুম্বইয়ের রাস্তায় কার সঙ্গে কঙ্গনা!

Last Updated : Jan 15, 2024, 9:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.