ETV Bharat / entertainment

Modi on Aditya Gadhvi: 'খালাসি' গানে মজে মোদি, প্রধানমন্ত্রীই অনুপ্রেরণা আদিত্যর - Khalasi

Khalasi singer Aditya Gadhvi: গানের দুনিয়ায় আলোড়ন ফেলেছে 'খালাসি' ও 'গোতিলো' গান ৷ গুজরাতের সঙ্গীত শিল্পী আদিত্য গাদভির সেই গানে এবার মজেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ৷

Etv Bharat
প্রধানমন্ত্রী মোদি অনুপ্রেরণা জানালেন আদিত্য গান্ধি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 4, 2023, 10:11 AM IST

হায়দরাবাদ, 4 নভেম্বর: সঙ্গীত দুনিয়ায় এই মুহূর্তে সেনসেশন তৈরি করেছে 'খালাসি' ও 'গোতিলো তামে গোতিলো' গানটি ৷ রিলস থেকে লোকের মুখে মুখে ফিরছে গুজরাতি এই গান ৷ যে গান মন ছুঁয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ নেপথ্যে সঙ্গীতশিল্পী আদিত্য গাদভি ৷ সোশাল মিডিয়ায় শিল্পীর এক সাক্ষাৎকার শেয়ার করেছেন মোদি ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদিত্যর সঙ্গে পরিচয় হয়েছিল মোদির ৷ কেমন ছিল সেই সাক্ষাৎ, বলতে গিয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন খালাসি গায়ক ৷ বিশেষ সেই মুহূর্ত মনে করলেন প্রধানমন্ত্রীও ৷

সোশাল হ্যান্ডেল এক্স (টুইটার)-এ প্রধানমন্ত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে আদিত্য় স্মৃতিচারণা করছেন মোদির ৷ গুজরাতের এক অনুষ্ঠানে তখনকার মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনে কতটা প্রভাব ফেলেছে, জানান আদিত্য ৷ কোক স্টুডিয়োয় আদিত্যর মিউজিক্যাল জার্নি ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ ভাইরাল এই গান নিয়ে চর্চা সব জায়গাতেই ৷ রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন গুজরাতি এই গায়ক ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে তিনি মোদির প্রসঙ্গ তুলে ধরেন ৷

তিনি বলেন, "2014 সালে যখন মোদি সাহাব গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, আমার তখন 18-19 বছর বয়স ৷ আমার গান গাওয়ার সখ ছিল ৷ তাই বিভিন্ন অনুষ্ঠানে প্রায় সময়ই গান করে বেরাতাম ৷ আমার মনে আছে সেই দিনটার কথা ৷ মোদিজি মুখ্যমন্ত্রী ছিলেন জানতাম কিন্তু কোনওদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি ৷ সেদিন এক অনুষ্ঠানে আমার শো ছিল, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন ৷ সকলে মোদি মোদি ধ্বনি তুলেছে ৷"

তিনি বলেন, "শো শেষ হয়ে যাওয়ার পর, আমার বাবা বলেন, মোদিজির সঙ্গে দেখা করতে চাই কি না ৷ আমি তো এক কথায় রাজি ৷ এরপর মনে মনে সাজাচ্ছিলাম কীভাবে নিজের পরিচয় করাবো ৷ কিন্তু আমি যখন তাঁর সামনে গেলাম, তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে প্রশ্ন করলেন, কি করছ তুমি ? তুমিতো গুজরাতের মুখ উজ্জ্বল করবে ৷ গানের পাশাপাশি পড়াশোনা কর ?" এমনটাই ছিল প্রধানমন্ত্রী সঙ্গে আদিত্যর প্রথম সাক্ষাৎ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর শিল্পী মোদির কাজের প্রশংসা করেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর একটা লক্ষ্য রয়েছে ৷ তিনি জানেন ভারতকে কোন উচ্চতায় নিতে যেতে হবে ৷ এখনকার সময়ে যদি ভারতে কোনও ব্যক্তিত্ব পরিবর্তন আনতে পারেন, তিনি মোদি ছাড়া আর কেউ নন ৷" এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জনপ্রিয় গান গোতিলো গেয়ে ওঠেন শিল্পী আদিত্য ৷ পাশাপাশি, নরেন্দ্র মোদির গুজরাতে কচ্ছে রন উৎসবের যে ভাবনা, তারও প্রশংসা করেন আদিত্য ৷ কচ্ছের সংস্কৃতি তুলে ধরার জন্য এই ধরণের উৎসব কতটা প্রয়োজনীয়, তার ব্যাখ্যা করেন তিনি ৷ তারপরেই নিজের গানের মাধ্যমে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' স্লোগান শোনা যায় আদিত্যর গলায় ৷

আরও পড়ুন: 'জওয়ান'-এর মতোই 'টাইগার 3' ছবির জন্যও থাকছে সকালের শো, কবে শুরু অগ্রিম বুকিং?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদিত্য গাদভির সেই সাক্ষাৎকার শেয়ার করেন নিজের সোশাল হ্যান্ডেলে ৷ তিনি লেখেন, "খালাসি গানের তালিকায় শীর্ষে রয়েছে ৷ আদিত্য গাদভি গানের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে ৷ এই ভিডিয়ো আমাকে পুরনো দিনের কথা, বিশেষ মুহূর্ত মনে করিয়ে দিয়েছে ৷" উল্লেখ্য, কোক স্টুডিয়ো ভারতে চলতি বছর 5 জুলাই প্রকাশ্যে আসে খালাসি গানটি ৷ নিমেষে জনদরবারে এই গান ভাইরাল হয়ে যায় ৷ প্রায় 5 কোটি দর্শক মজেছে খালাসি গানে ৷

হায়দরাবাদ, 4 নভেম্বর: সঙ্গীত দুনিয়ায় এই মুহূর্তে সেনসেশন তৈরি করেছে 'খালাসি' ও 'গোতিলো তামে গোতিলো' গানটি ৷ রিলস থেকে লোকের মুখে মুখে ফিরছে গুজরাতি এই গান ৷ যে গান মন ছুঁয়েছে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ৷ নেপথ্যে সঙ্গীতশিল্পী আদিত্য গাদভি ৷ সোশাল মিডিয়ায় শিল্পীর এক সাক্ষাৎকার শেয়ার করেছেন মোদি ৷ গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন আদিত্যর সঙ্গে পরিচয় হয়েছিল মোদির ৷ কেমন ছিল সেই সাক্ষাৎ, বলতে গিয়ে নস্ট্যালজিয়ায় ভাসলেন খালাসি গায়ক ৷ বিশেষ সেই মুহূর্ত মনে করলেন প্রধানমন্ত্রীও ৷

সোশাল হ্যান্ডেল এক্স (টুইটার)-এ প্রধানমন্ত্রী একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ যেখানে আদিত্য় স্মৃতিচারণা করছেন মোদির ৷ গুজরাতের এক অনুষ্ঠানে তখনকার মুখ্যমন্ত্রী মোদির সঙ্গে সাক্ষাৎ তাঁর জীবনে কতটা প্রভাব ফেলেছে, জানান আদিত্য ৷ কোক স্টুডিয়োয় আদিত্যর মিউজিক্যাল জার্নি ঝড় তুলেছে নেট দুনিয়ায় ৷ ভাইরাল এই গান নিয়ে চর্চা সব জায়গাতেই ৷ রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন গুজরাতি এই গায়ক ৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অনুপ্রেরণার কথা বলতে গিয়ে তিনি মোদির প্রসঙ্গ তুলে ধরেন ৷

তিনি বলেন, "2014 সালে যখন মোদি সাহাব গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, আমার তখন 18-19 বছর বয়স ৷ আমার গান গাওয়ার সখ ছিল ৷ তাই বিভিন্ন অনুষ্ঠানে প্রায় সময়ই গান করে বেরাতাম ৷ আমার মনে আছে সেই দিনটার কথা ৷ মোদিজি মুখ্যমন্ত্রী ছিলেন জানতাম কিন্তু কোনওদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ হওয়ার সুযোগ হয়নি ৷ সেদিন এক অনুষ্ঠানে আমার শো ছিল, যেখানে প্রধানমন্ত্রী উপস্থিত হয়েছিলেন ৷ সকলে মোদি মোদি ধ্বনি তুলেছে ৷"

তিনি বলেন, "শো শেষ হয়ে যাওয়ার পর, আমার বাবা বলেন, মোদিজির সঙ্গে দেখা করতে চাই কি না ৷ আমি তো এক কথায় রাজি ৷ এরপর মনে মনে সাজাচ্ছিলাম কীভাবে নিজের পরিচয় করাবো ৷ কিন্তু আমি যখন তাঁর সামনে গেলাম, তিনি আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে প্রশ্ন করলেন, কি করছ তুমি ? তুমিতো গুজরাতের মুখ উজ্জ্বল করবে ৷ গানের পাশাপাশি পড়াশোনা কর ?" এমনটাই ছিল প্রধানমন্ত্রী সঙ্গে আদিত্যর প্রথম সাক্ষাৎ ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

এরপর শিল্পী মোদির কাজের প্রশংসা করেন ৷ তিনি বলেন, "প্রধানমন্ত্রীর একটা লক্ষ্য রয়েছে ৷ তিনি জানেন ভারতকে কোন উচ্চতায় নিতে যেতে হবে ৷ এখনকার সময়ে যদি ভারতে কোনও ব্যক্তিত্ব পরিবর্তন আনতে পারেন, তিনি মোদি ছাড়া আর কেউ নন ৷" এরপরেই প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে জনপ্রিয় গান গোতিলো গেয়ে ওঠেন শিল্পী আদিত্য ৷ পাশাপাশি, নরেন্দ্র মোদির গুজরাতে কচ্ছে রন উৎসবের যে ভাবনা, তারও প্রশংসা করেন আদিত্য ৷ কচ্ছের সংস্কৃতি তুলে ধরার জন্য এই ধরণের উৎসব কতটা প্রয়োজনীয়, তার ব্যাখ্যা করেন তিনি ৷ তারপরেই নিজের গানের মাধ্যমে 'এক ভারত, শ্রেষ্ঠ ভারত' স্লোগান শোনা যায় আদিত্যর গলায় ৷

আরও পড়ুন: 'জওয়ান'-এর মতোই 'টাইগার 3' ছবির জন্যও থাকছে সকালের শো, কবে শুরু অগ্রিম বুকিং?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আদিত্য গাদভির সেই সাক্ষাৎকার শেয়ার করেন নিজের সোশাল হ্যান্ডেলে ৷ তিনি লেখেন, "খালাসি গানের তালিকায় শীর্ষে রয়েছে ৷ আদিত্য গাদভি গানের মাধ্যমে সকলের মন জয় করে নিয়েছে ৷ এই ভিডিয়ো আমাকে পুরনো দিনের কথা, বিশেষ মুহূর্ত মনে করিয়ে দিয়েছে ৷" উল্লেখ্য, কোক স্টুডিয়ো ভারতে চলতি বছর 5 জুলাই প্রকাশ্যে আসে খালাসি গানটি ৷ নিমেষে জনদরবারে এই গান ভাইরাল হয়ে যায় ৷ প্রায় 5 কোটি দর্শক মজেছে খালাসি গানে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.