ETV Bharat / entertainment

Modi on Naatu Naatu: 'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু 'নাতু নাতুু' গানের অস্কার জয়ে উচ্ছ্বসিত সকলেই (Modi on Naatu Naau wins oscar )৷ দু'জনেই অভিনন্দন জানালেন ছবির গোটা দলকে ৷

Etv Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অভিনেতা চিরঞ্জিবী নাতু নাতুু গানের অস্কার জয়ে উচ্ছ্বসিত সকলেই
author img

By

Published : Mar 13, 2023, 11:05 AM IST

Updated : Mar 13, 2023, 11:11 AM IST

হায়দরাবাদ, 13 মার্চ: সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছে 'নাতু নাতু' ৷ গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রফি জয়ের পর এবার আরও একবার সারা দেশকে গর্বিত করেছেন সুরকার এমএম কীরাবাণী ৷ অস্কার ট্রফি হাতে গান গেয়ে তাঁর পরিবার এবং 'আরআরআর' ছবির পরিচালক এসএস রাজামৌলিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ এই খবর সামনে আসার পর থেকে কীরাবাণীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অগনিত অনুরাগীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু পর্যন্ত সকলেই এই কৃতিত্বের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন 'আরআরআর' ছবির সুরকারকে ৷

কীরাবাণী এবং গীতিকার চন্দ্র বোসকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, 'অসামান্য ৷ নাতু নাতুর জনপ্রিয়তা বিশ্বজনীন ৷ আগামী অনেক বছর মানুষ এই গান মনে রাখবে ৷ সুরকার কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস এবং তাঁদের পুরো দলকে অভিনন্দন এমন একটি পুরস্কার জয়ের ৷ গোটা ভারত আজ গর্বিত (Modi on Naatu Naau wins oscar )৷'

  • Congratulations to composer Keeravani garu, lyricist Chandra Bose, ace director Rajamouli garu, & the crew of #RRR movie for making history by winning the prestigious #Oscar Award for the Best Original Song for the popular number, #NaatuNaatu . pic.twitter.com/qbId8Th2NW

    — M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু টুইট করেন, 'সুরকার এমএম কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস, পরিচালক রাজমৌলি ও তাঁর দলকে অনেক অনেক অভিনন্দন সেরা মৌলিক গানের বিভাগে অস্কারের মত গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ের জন্য় ৷' শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনই শুভেচ্ছা জানাচ্ছেন কীরাবাণী এবং তাঁদের দলকে ৷ নেটিজেনরাও শুভেচ্ছা বার্তার বন্যা বইয়ে দিয়েছেন নেটপাড়ায় ৷

আরও পড়ুন: 'নাতু নাতু', 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' এর পাশাপাশি অস্কার জিতল আর কারা? রইল সম্পূর্ণ তালিকা

লেডি গগা, রিহানাদের হারিয়ে এই গান পুরস্কার জিতে নিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মঞ্চে ৷ রাহুল শিপলিগঞ্জ এবং কালভিরবের গাওয়া এই গান আজ ফিরছে মানুষের মুখে মুখে ৷ একইসঙ্গে ভারতীয় শর্ট সাবজেক্ট ডকুমেন্টারি ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'ও এদিন সোনালি ট্রফি জিতে নিয়েছে ৷ এই ছবির নির্মাতাদেরও শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন ছবির নির্মাতা কার্তিকি গোনসালভেসকে ৷

হায়দরাবাদ, 13 মার্চ: সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছে 'নাতু নাতু' ৷ গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রফি জয়ের পর এবার আরও একবার সারা দেশকে গর্বিত করেছেন সুরকার এমএম কীরাবাণী ৷ অস্কার ট্রফি হাতে গান গেয়ে তাঁর পরিবার এবং 'আরআরআর' ছবির পরিচালক এসএস রাজামৌলিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ এই খবর সামনে আসার পর থেকে কীরাবাণীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অগনিত অনুরাগীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু পর্যন্ত সকলেই এই কৃতিত্বের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন 'আরআরআর' ছবির সুরকারকে ৷

কীরাবাণী এবং গীতিকার চন্দ্র বোসকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, 'অসামান্য ৷ নাতু নাতুর জনপ্রিয়তা বিশ্বজনীন ৷ আগামী অনেক বছর মানুষ এই গান মনে রাখবে ৷ সুরকার কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস এবং তাঁদের পুরো দলকে অভিনন্দন এমন একটি পুরস্কার জয়ের ৷ গোটা ভারত আজ গর্বিত (Modi on Naatu Naau wins oscar )৷'

  • Congratulations to composer Keeravani garu, lyricist Chandra Bose, ace director Rajamouli garu, & the crew of #RRR movie for making history by winning the prestigious #Oscar Award for the Best Original Song for the popular number, #NaatuNaatu . pic.twitter.com/qbId8Th2NW

    — M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু টুইট করেন, 'সুরকার এমএম কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস, পরিচালক রাজমৌলি ও তাঁর দলকে অনেক অনেক অভিনন্দন সেরা মৌলিক গানের বিভাগে অস্কারের মত গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ের জন্য় ৷' শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনই শুভেচ্ছা জানাচ্ছেন কীরাবাণী এবং তাঁদের দলকে ৷ নেটিজেনরাও শুভেচ্ছা বার্তার বন্যা বইয়ে দিয়েছেন নেটপাড়ায় ৷

আরও পড়ুন: 'নাতু নাতু', 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' এর পাশাপাশি অস্কার জিতল আর কারা? রইল সম্পূর্ণ তালিকা

লেডি গগা, রিহানাদের হারিয়ে এই গান পুরস্কার জিতে নিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মঞ্চে ৷ রাহুল শিপলিগঞ্জ এবং কালভিরবের গাওয়া এই গান আজ ফিরছে মানুষের মুখে মুখে ৷ একইসঙ্গে ভারতীয় শর্ট সাবজেক্ট ডকুমেন্টারি ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'ও এদিন সোনালি ট্রফি জিতে নিয়েছে ৷ এই ছবির নির্মাতাদেরও শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন ছবির নির্মাতা কার্তিকি গোনসালভেসকে ৷

Last Updated : Mar 13, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.