ETV Bharat / entertainment

Modi on Naatu Naatu: 'ভারত আজ গর্বিত', 'নাতু নাতু'র অস্কার জয়ে আপ্লুত মোদি, অভিনন্দন জানালেন অন্যরাও - Modi on Naatu Naatu

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু 'নাতু নাতুু' গানের অস্কার জয়ে উচ্ছ্বসিত সকলেই (Modi on Naatu Naau wins oscar )৷ দু'জনেই অভিনন্দন জানালেন ছবির গোটা দলকে ৷

Etv Bharat
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে অভিনেতা চিরঞ্জিবী নাতু নাতুু গানের অস্কার জয়ে উচ্ছ্বসিত সকলেই
author img

By

Published : Mar 13, 2023, 11:05 AM IST

Updated : Mar 13, 2023, 11:11 AM IST

হায়দরাবাদ, 13 মার্চ: সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছে 'নাতু নাতু' ৷ গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রফি জয়ের পর এবার আরও একবার সারা দেশকে গর্বিত করেছেন সুরকার এমএম কীরাবাণী ৷ অস্কার ট্রফি হাতে গান গেয়ে তাঁর পরিবার এবং 'আরআরআর' ছবির পরিচালক এসএস রাজামৌলিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ এই খবর সামনে আসার পর থেকে কীরাবাণীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অগনিত অনুরাগীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু পর্যন্ত সকলেই এই কৃতিত্বের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন 'আরআরআর' ছবির সুরকারকে ৷

কীরাবাণী এবং গীতিকার চন্দ্র বোসকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, 'অসামান্য ৷ নাতু নাতুর জনপ্রিয়তা বিশ্বজনীন ৷ আগামী অনেক বছর মানুষ এই গান মনে রাখবে ৷ সুরকার কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস এবং তাঁদের পুরো দলকে অভিনন্দন এমন একটি পুরস্কার জয়ের ৷ গোটা ভারত আজ গর্বিত (Modi on Naatu Naau wins oscar )৷'

  • Congratulations to composer Keeravani garu, lyricist Chandra Bose, ace director Rajamouli garu, & the crew of #RRR movie for making history by winning the prestigious #Oscar Award for the Best Original Song for the popular number, #NaatuNaatu . pic.twitter.com/qbId8Th2NW

    — M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু টুইট করেন, 'সুরকার এমএম কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস, পরিচালক রাজমৌলি ও তাঁর দলকে অনেক অনেক অভিনন্দন সেরা মৌলিক গানের বিভাগে অস্কারের মত গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ের জন্য় ৷' শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনই শুভেচ্ছা জানাচ্ছেন কীরাবাণী এবং তাঁদের দলকে ৷ নেটিজেনরাও শুভেচ্ছা বার্তার বন্যা বইয়ে দিয়েছেন নেটপাড়ায় ৷

আরও পড়ুন: 'নাতু নাতু', 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' এর পাশাপাশি অস্কার জিতল আর কারা? রইল সম্পূর্ণ তালিকা

লেডি গগা, রিহানাদের হারিয়ে এই গান পুরস্কার জিতে নিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মঞ্চে ৷ রাহুল শিপলিগঞ্জ এবং কালভিরবের গাওয়া এই গান আজ ফিরছে মানুষের মুখে মুখে ৷ একইসঙ্গে ভারতীয় শর্ট সাবজেক্ট ডকুমেন্টারি ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'ও এদিন সোনালি ট্রফি জিতে নিয়েছে ৷ এই ছবির নির্মাতাদেরও শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন ছবির নির্মাতা কার্তিকি গোনসালভেসকে ৷

হায়দরাবাদ, 13 মার্চ: সেরা মৌলিক গানের বিভাগে অ্যাকাডেমি পুরস্কার জিতে নিয়েছে 'নাতু নাতু' ৷ গোল্ডেন গ্লোবের মঞ্চে ট্রফি জয়ের পর এবার আরও একবার সারা দেশকে গর্বিত করেছেন সুরকার এমএম কীরাবাণী ৷ অস্কার ট্রফি হাতে গান গেয়ে তাঁর পরিবার এবং 'আরআরআর' ছবির পরিচালক এসএস রাজামৌলিকে ধন্যবাদও জানিয়েছেন তিনি ৷ এই খবর সামনে আসার পর থেকে কীরাবাণীকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছেন তাঁর অগনিত অনুরাগীরা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রাক্তন উপ রাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডু পর্যন্ত সকলেই এই কৃতিত্বের জন্য় শুভেচ্ছা জানিয়েছেন 'আরআরআর' ছবির সুরকারকে ৷

কীরাবাণী এবং গীতিকার চন্দ্র বোসকে টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ প্রধানমন্ত্রী এদিন টুইটারে লেখেন, 'অসামান্য ৷ নাতু নাতুর জনপ্রিয়তা বিশ্বজনীন ৷ আগামী অনেক বছর মানুষ এই গান মনে রাখবে ৷ সুরকার কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস এবং তাঁদের পুরো দলকে অভিনন্দন এমন একটি পুরস্কার জয়ের ৷ গোটা ভারত আজ গর্বিত (Modi on Naatu Naau wins oscar )৷'

  • Congratulations to composer Keeravani garu, lyricist Chandra Bose, ace director Rajamouli garu, & the crew of #RRR movie for making history by winning the prestigious #Oscar Award for the Best Original Song for the popular number, #NaatuNaatu . pic.twitter.com/qbId8Th2NW

    — M Venkaiah Naidu (@MVenkaiahNaidu) March 13, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্যদিকে, প্রাক্তন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু টুইট করেন, 'সুরকার এমএম কীরাবাণি, গীতিকার চন্দ্র বোস, পরিচালক রাজমৌলি ও তাঁর দলকে অনেক অনেক অভিনন্দন সেরা মৌলিক গানের বিভাগে অস্কারের মত গুরুত্বপূর্ণ পুরস্কার জয়ের জন্য় ৷' শুধু রাজনৈতিক ব্যক্তিত্বরাই নন বিভিন্ন ক্ষেত্রের মানুষজনই শুভেচ্ছা জানাচ্ছেন কীরাবাণী এবং তাঁদের দলকে ৷ নেটিজেনরাও শুভেচ্ছা বার্তার বন্যা বইয়ে দিয়েছেন নেটপাড়ায় ৷

আরও পড়ুন: 'নাতু নাতু', 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স' এর পাশাপাশি অস্কার জিতল আর কারা? রইল সম্পূর্ণ তালিকা

লেডি গগা, রিহানাদের হারিয়ে এই গান পুরস্কার জিতে নিয়েছে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মঞ্চে ৷ রাহুল শিপলিগঞ্জ এবং কালভিরবের গাওয়া এই গান আজ ফিরছে মানুষের মুখে মুখে ৷ একইসঙ্গে ভারতীয় শর্ট সাবজেক্ট ডকুমেন্টারি ফিল্ম 'দ্য এলিফ্যান্ট হুইসপার্স'ও এদিন সোনালি ট্রফি জিতে নিয়েছে ৷ এই ছবির নির্মাতাদেরও শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুভেচ্ছা জানিয়েছেন ছবির নির্মাতা কার্তিকি গোনসালভেসকে ৷

Last Updated : Mar 13, 2023, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.