হায়দরাবাদ, 8 ফেব্রুয়ারি: বলিউডের সুপারস্টার শাহরুখ খানের (Shah Rukh Khan) প্রত্যাবর্তনের ছবি পাঠান দ্বিতীয় সপ্তাহেও চালিয়ে ব্যাট করছে বক্স অফিসে (Pathaan box office records)৷ 25 জানুয়ারি 8000 স্ক্রিনে মুক্তি পেয়েছে পাঠান ৷ আর তার পর থেকেই যশরাজ ফিল্মসের এই ছবি রোজ নতুন নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে ৷ 14তম দিনের বক্স অফিস কালেকশনের (Pathaan Box Office Day 14) রিপোর্ট বলছে, এখনও পর্যন্ত এই ছবি বিশ্বব্যাপী 865 কোটি টাকার ব্যবসা করেছে । তাঁদের সামনে এখন শুধু বাহুবলী 2-এর হিন্দি সংস্করণ ৷
বিশ্বব্যাপী আয় 865 কোটি টাকা: বুধবার চিত্রনির্মাতারা এই তথ্য শেয়ার করেছেন ৷ তাঁরা জানান যে, মুক্তির পর 14 তম দিনে পাঠানের বিশ্বব্যাপী আয় 865 কোটি টাকা ছাড়িয়েছে । পাঠানের মোট বক্স অফিস সংগ্রহ ভারতে 536 কোটি টাকা ও বিদেশে এই সংখ্যাটা আপাতত 329 কোটি টাকা । ওয়াইআরএফ-এর মতে, দেশের অভ্যন্তরে 14তম দিনে পাঠানের নেট বক্স অফিস সংগ্রহ 446 কোটি টাকা ৷
কেজিএফ 2-এর হিন্দি সংস্করণের থেকে এগিয়ে: মঙ্গলবারই পাঠানের আয় 105.51 মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছে যায় ৷ এটি চিনে মুক্তি ছাড়াই প্রথম বলিউড মুভি হিসেবে 100 মিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক ছুঁয়ে ফেলেছে । পাঠান ইতিমধ্যেই কেজিএফ 2-এর হিন্দি-ডাব করা সংস্করণের নেট ব্যবসাকে পেছনে ফেলে দিয়েছে ৷ এই ছবি মূলত ছিল কন্নড় ভাষায় ।
-
#Pathaan's heart-winning spree continues ❤️💥 Have you watched Pathaan yet? Book your tickets now! https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
— Yash Raj Films (@yrf) February 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/0LYk30KH6p
">#Pathaan's heart-winning spree continues ❤️💥 Have you watched Pathaan yet? Book your tickets now! https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
— Yash Raj Films (@yrf) February 8, 2023
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/0LYk30KH6p#Pathaan's heart-winning spree continues ❤️💥 Have you watched Pathaan yet? Book your tickets now! https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBj
— Yash Raj Films (@yrf) February 8, 2023
Celebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/0LYk30KH6p
আরও পড়ুন: শাহরুখ-সলমন অস্ত্রে কেটেছে বক্স অফিসের খরা, কী বললেন দুই 'মাইটি' খান
সামনে এখন বাহুবলী 2-এর হিন্দি সংস্করণ: নেট ব্যবসার ভিত্তিতে পাঠানের থেকে এগিয়ে রয়েছে এসএস রাজামৌলীর বাহুবলী 2 ৷ এর হিন্দি সংস্করণ সবমিলিয়ে 510 কোটি টাকা ($61.7 মিলিয়ন) আয় করেছে ৷ ছবিটি মূলত তেলুগুতে ছিল । বাহুবলী 2-কে ছাপিয়ে যাওয়া যথেষ্ট কঠিন, তবে পাঠান নিয়ে যে উন্মাদনা চলছে তাতে সেই রেকর্ডও ভেঙে যেতে পারে বলে মনে করা হচ্ছে ৷ অন্যান্য কোনও প্রতিযোগিতা না থাকায় এসআরকে অভিনীত ছবি বক্স অফিসে অনেক বেশিদিন চলতে পারে । এটি বাহুবলী 2-এর (Baahubali 2) বেঞ্চমার্ক অতিক্রম করে কি না সেদিকেই নজর থাকবে সিনেপ্রেমীদের ৷
শাহরুখ-জন-দীপিকার সবচেয়ে সফল ছবি: বক্স অফিসে বিস্ময়কর আয়ের কারণে পাঠান স্পষ্টতই যশ রাজ ফিল্মসের সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র ৷ শাহরুখ, জন আব্রাহাম ও দীপিকা পাড়ুকোন এবং পরিচালক সিদ্ধার্থের কেরিয়ারেও এখন পর্যন্ত এটাই সবচেয়ে সফল ছবি । পাঠানের অসাধারণ সাফল্যের পরে নির্মাতারা সিক্যুয়ালের ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন ৷