ETV Bharat / entertainment

Priyanka in Delhi: বোনের বাগদানে হাজির প্রিয়াঙ্কা, দিল্লি বিমানবন্দরে ক্যামেরায় বন্দি হলেন পিগি চপস - Raghav Chadha latest news

বোনের বাগদানে হাজির প্রিয়াঙ্কা চোপড়া ৷ দিল্লি বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় ধরা দিলেন এই হলি-বলি নায়িকা।

Priyanka in Delhi
বোনের বাগদানে হাজির প্রিয়াঙ্কা চোপড়া
author img

By

Published : May 13, 2023, 11:45 AM IST

নয়াদিল্লি, 13 মে: আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা আর অভিনেত্রী পরিনীতি চোপড়ার বাগদানের তোড়জোড় এখন তুঙ্গে ৷ শনিবার রাঘবের দিল্লির বাসভবনে সম্পন্ন হতে চলেছে অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে যমন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হতে চলেছেন তেমনই হাজির হতে চলেছেন বি টাউন সেলেবরাও ৷ আগেই জানা গিয়েছিল তুতো বোনের বাগদানের অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়াও ৷ সকালেই দিল্লির বিমানবন্দরে দেখা মিলল দেশি গার্লের ৷

এর আগে প্রিয়াঙ্কা ক্যামেরা বন্দি হয়েছিলেন লন্ডন বিমানবন্দরে ৷ তখনই অনুমান করা হয়েছিল হয়ত দিল্লিতে বোনের বাগদানের অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছেন পিগি চপসও ৷ সেই জল্পনাই সত্যি হল ৷ দিল্লি বিমানবন্দরে শনিবার হাজির হলেন পিগি চপস ৷ বিমানবন্দরে তাঁকে এদিন দেখা গিয়েছে ব্রাউন রঙের পোশাকে ৷ পাপারাৎজিদের দেখে এদিন নমস্কার করেন নিক-জায়া ৷

'কাপুরথালা হাউস' রাঘবের বর্তমানে বাসভবন ঠিকই তবে আদতে এটি রাজ্যপাল এবং পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর আবাস ৷ তাঁরা যখনই দিল্লি আসেন এই বাসভবনেই তাঁদের থাকার জন্য় ব্যবস্থা করা হয় ৷ আপাতত আলোর মালায় সেজে উঠেছে এই ভবনটি ৷ সূত্রের খবর অনুযায়ী, এদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরিবিন্দ কেজরিওয়াল-সহ আরও অনেকে ৷

পরিনীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে ৷ গত মার্চ মাস থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে ৷ তাঁদের প্রথমবার মুম্বইতে একটি লাঞ্চ ডেটে একসঙ্গে দেখা যায় ৷ এরপর কখনও আইপিএল ম্যাচ, কখনও আবার ডিনার ডেট দেখা যায় তাঁদের ৷ এবার অবশেষে বাগদান সারতে চলেছেন তাঁরা ৷ জানা গিয়েছে এই অনুষ্ঠানটি শুরু হবে বিকেল পাঁচটা নাগাদ ৷ শিখ রীতি মেনেই অনুষ্ঠানটি সম্পন্ন হতে চলেছে বলে খবর ৷

আরও পড়ুন: ফুলে আলোয় সাজল রাঘবের বাসভবন, কখন পরিনীতির আঙুলে আংটি পরাবেন আপ নেতা?

নয়াদিল্লি, 13 মে: আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ রাঘব চাড্ডা আর অভিনেত্রী পরিনীতি চোপড়ার বাগদানের তোড়জোড় এখন তুঙ্গে ৷ শনিবার রাঘবের দিল্লির বাসভবনে সম্পন্ন হতে চলেছে অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে যমন বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত হতে চলেছেন তেমনই হাজির হতে চলেছেন বি টাউন সেলেবরাও ৷ আগেই জানা গিয়েছিল তুতো বোনের বাগদানের অনুষ্ঠানে হাজির থাকতে চলেছেন প্রিয়াঙ্কা চোপড়াও ৷ সকালেই দিল্লির বিমানবন্দরে দেখা মিলল দেশি গার্লের ৷

এর আগে প্রিয়াঙ্কা ক্যামেরা বন্দি হয়েছিলেন লন্ডন বিমানবন্দরে ৷ তখনই অনুমান করা হয়েছিল হয়ত দিল্লিতে বোনের বাগদানের অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছেন পিগি চপসও ৷ সেই জল্পনাই সত্যি হল ৷ দিল্লি বিমানবন্দরে শনিবার হাজির হলেন পিগি চপস ৷ বিমানবন্দরে তাঁকে এদিন দেখা গিয়েছে ব্রাউন রঙের পোশাকে ৷ পাপারাৎজিদের দেখে এদিন নমস্কার করেন নিক-জায়া ৷

'কাপুরথালা হাউস' রাঘবের বর্তমানে বাসভবন ঠিকই তবে আদতে এটি রাজ্যপাল এবং পঞ্জাবের মুখ্য়মন্ত্রীর আবাস ৷ তাঁরা যখনই দিল্লি আসেন এই বাসভবনেই তাঁদের থাকার জন্য় ব্যবস্থা করা হয় ৷ আপাতত আলোর মালায় সেজে উঠেছে এই ভবনটি ৷ সূত্রের খবর অনুযায়ী, এদিনের অনুষ্ঠানে হাজির থাকবেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান, দিল্লির মুখ্যমন্ত্রী অরিবিন্দ কেজরিওয়াল-সহ আরও অনেকে ৷

পরিনীতি চোপড়া এবং রাঘব চাড্ডাকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে ৷ গত মার্চ মাস থেকেই তাঁদের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে ৷ তাঁদের প্রথমবার মুম্বইতে একটি লাঞ্চ ডেটে একসঙ্গে দেখা যায় ৷ এরপর কখনও আইপিএল ম্যাচ, কখনও আবার ডিনার ডেট দেখা যায় তাঁদের ৷ এবার অবশেষে বাগদান সারতে চলেছেন তাঁরা ৷ জানা গিয়েছে এই অনুষ্ঠানটি শুরু হবে বিকেল পাঁচটা নাগাদ ৷ শিখ রীতি মেনেই অনুষ্ঠানটি সম্পন্ন হতে চলেছে বলে খবর ৷

আরও পড়ুন: ফুলে আলোয় সাজল রাঘবের বাসভবন, কখন পরিনীতির আঙুলে আংটি পরাবেন আপ নেতা?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.