হায়দরাবাদ, 18 জুলাই: বিয়াল্লিশে পা দিলেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ বলিউডের গণ্ডি ছাড়িয়ে আজ তিনি আজ গ্লোবাল আইকন ৷ অনুরাগীরা তাঁকে যেমন চেনেন সিটাডেল-এর অ্যাকশন হিরোইন হিসাবে, তেমনই তিনি অনেকের মনে আজও পর্দার মেরি কম ৷ এহেন নায়িকার জন্মদিনে মঙ্গলবার মেতে উঠলেন তুতো বোন পরিণীতি ৷
সম্প্রতি রাঘব চাড্ডার সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে প্রিয়াঙ্কার খুড়তুতো বোন পরিণীতি চোপড়ার ৷ এই অনুষ্ঠানে হাজির ছিলেন পরিণীতির প্রিয় মিমি দিদিও (প্রিয়াঙ্কাকে এই নামেই ডাকেন পরিণীতি) ৷ মঙ্গলবার সেই অনুষ্ঠানেরই একটি সুন্দর ছবি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পরিণীতি ৷ অভিনেত্রী লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা মিমি দিদি ৷ যা তুমি করে যাও সবসময় তার জন্য় অনেক ধন্য়বাদ ৷ আমি তোমায় ভীষণ ভালোবাসি ৷"
ছবিতে দেখা যাচ্ছে নিয়ন রঙের পোশাকে সেজেছেন প্রিয়াঙ্কা ৷ অন্যদিকে পরিণীতির পরনে রয়েছে ঘিয়ে রঙের পোশাক ৷ ফ্যানেরাও এদিন শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের প্রিয় অভিনেত্রীকে ৷ কেউ লিখেছেন, "শুভ জন্মদিন প্রিয়াঙ্কা এভাবেই আমাদের অনুপ্রেরণা হয়ে থেকে যেও বারবার ৷ আপনার জীবন সাফল্যে ভরে উঠুক ৷" কেউ আবার দেশি গার্লকে শুভেচ্ছা জানাতে গিয়ে লিখেছেন, "শুভ জন্মদিন আমার অন্যতম প্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা ৷ আপনি এভাবেই আরও উজ্জ্বল হয়ে উঠুন ৷"
-
Happy Birthday Priyanka Chopra 👑 Keep inspiring us and wishing you all the success and good health😍❤️ #HappyBirthdayPriyankaChopra pic.twitter.com/2ELIa23Kpl
— best of priyanka chopra (@ChopraBest) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happy Birthday Priyanka Chopra 👑 Keep inspiring us and wishing you all the success and good health😍❤️ #HappyBirthdayPriyankaChopra pic.twitter.com/2ELIa23Kpl
— best of priyanka chopra (@ChopraBest) July 18, 2023Happy Birthday Priyanka Chopra 👑 Keep inspiring us and wishing you all the success and good health😍❤️ #HappyBirthdayPriyankaChopra pic.twitter.com/2ELIa23Kpl
— best of priyanka chopra (@ChopraBest) July 18, 2023
আরও পড়ুন: ছবির সম্মুখ সমরের আগেই লড়াই শুরু! একইদিনে গান নিয়ে হাজির সানি অক্ষয়
-
Happiest birthday to one of my most favourite @priyankachopra. Keep shining, winning and inspiring us👑❤️ #HappyBirthdayPriyankaChoprq pic.twitter.com/E2UhX3xaLg
— Priyanka Chopra FC (@_Priyanka_FC2) July 18, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Happiest birthday to one of my most favourite @priyankachopra. Keep shining, winning and inspiring us👑❤️ #HappyBirthdayPriyankaChoprq pic.twitter.com/E2UhX3xaLg
— Priyanka Chopra FC (@_Priyanka_FC2) July 18, 2023Happiest birthday to one of my most favourite @priyankachopra. Keep shining, winning and inspiring us👑❤️ #HappyBirthdayPriyankaChoprq pic.twitter.com/E2UhX3xaLg
— Priyanka Chopra FC (@_Priyanka_FC2) July 18, 2023
অভিনয়ের কথা বলতে গেলে প্রিয়াঙ্কাকে শেষবার দেখা গিয়েছে 'সিটাডেল' সিরিজে ৷ রুশো ব্রাদার্স-এর তৈরি স্পাই অ্যাকশন থ্রিলার এখন ওটিটিতে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিল কয়েক সপ্তাহ আগে ৷ এরপর নায়িকাকে দেখা যাবে 'হেডস অফ স্টেট' নামক প্রজেক্টে ৷ এই প্রজেক্টে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন জন সিনা এবং ইদ্রিশ এলবা ৷ অন্যদিকে পরিণীতি আগামীতে কাজ করতে চলেছেন ইমতিয়াজ আলির 'চমকিলা' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন দিলজিৎ দোসাঞ্জ ৷ এছাড়া আগামীতে অক্ষয় কুমারের সঙ্গেও কাজ করার কথা রয়েছে তাঁর ৷ ছবির নাম 'দ্য় গ্রেট ইন্ডিয়ান রেসকিউ' ৷