ETV Bharat / entertainment

Paoli on Suchitra Sen: দু'বার অভিনয় করেছেন সুচিত্রার চরিত্রে, মহানায়িকার জন্মদিনে আবেগী পাওলি - Paoli on Suchitra

মহানায়িকার চরিত্রে অভিনয় করেছেন একাধিকবার । সুচিত্রা সেনের জন্মদিন ঘিরে আবেগী পাওলি দাম ।

Paoli Dam Shares Her Thoughts on Suchitra Sen
মহানায়িকার জন্মদিনে আবেগী পাওলি
author img

By

Published : Apr 6, 2023, 8:03 PM IST

কলকাতা, 6 এপ্রিল: বাঙালির কাছে তিনি শুধু তো মহানায়িকা নন, স্বপ্ন সুন্দরীও তিনিই । আজ সেই সুচিত্রা সেনের জন্মদিন যিনি বাঙালির কাছে সর্বদাই এভারগ্রিন । সেই চরিত্রেই দু'বার অভিনয় করেছেন পাওলি দাম । প্রথমবার 'মহানায়ক' ধারাবাহিকে উত্তম কুমার হিসাবে তিনি পেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে । আর সেখানেই তিনি ফুটিয়ে তুলেছিলেন মহানায়িকার চরিত্রটি । আর দ্বিতীয়বার তিনি সুচিত্রা হিসাবে অভিনয় করেছিলেন 'অভিযান' ছবিতে । এই দু'বার মহানায়িকার চরিত্রে অভিনয় করার পর আজ সুচিত্রার জন্মদিনে স্মৃতি মেদুর হলেন পাওলি ।

বৃহস্পতিবার বাঙালির প্রিয় মিসেস সেনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর তাঁর কেরিয়ারে একবার একটি স্বপ্নের চরিত্রে অভিনয় করার ইচ্ছা থাকে । এই জগৎকে ধন্য়বাদ জানাই যে আমি মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে দু'বার অভিনয় করার সুযোগ পেয়েছি । প্রথমবার 'মহানায়ক' এবং তারপর 'অভিযান' ছবিতে । আর কোনওকিছুই আমাকে এত পরিপূর্ণ করতে পারত না । কৃতজ্ঞতা । সর্বযুগের মহানায়িকাকে প্রণাম । শুভ জন্মদিন ।"

সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করা নায়িকার এই মন্তব্য বেশ পছন্দ হয়েছে ফ্যানেদের । তাঁরাও এদিন অভিনেত্রীর পোস্টের নীচে সুচিত্রা সেনকে স্মরণ করেছেন । 25 বছরের দীর্ঘ কেরিয়ারে সুচিত্রা তাঁর দৃঢ়চেতা মানসিকতার জেরে ভেঙে দিয়েছেন অনেক মিথ । অনেকক্ষেত্রেই তিনি এমন এমন চরিত্র বেছে নিয়েছেন যা ছিল তাঁর ইমেজের জন্য় বেশ বিপদজনক । কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার । যে উত্তরাধিকার আজ সযত্নে বয়ে নিয়ে চলেছেন পাওলিরা ।

আরও পড়ুন: সুচিত্রা থেকে ঋতুপর্ণা... বিজয়ারা ফিরে আসে বারবার

অভিনেত্রী পাওলি দাম আগামী দিনে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ছবিতে । মৃণাল সেনের কথা স্মরণ করে তৈরি এই ছবিতে দেখা যাবে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করকেও । এছাড়া সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে নেটফ্লিক্স অরিজিনালস ছবি 'বুলবুল'-এ । ছবির পরিচালক ছিলেন অনভিতা দত্ত ।

কলকাতা, 6 এপ্রিল: বাঙালির কাছে তিনি শুধু তো মহানায়িকা নন, স্বপ্ন সুন্দরীও তিনিই । আজ সেই সুচিত্রা সেনের জন্মদিন যিনি বাঙালির কাছে সর্বদাই এভারগ্রিন । সেই চরিত্রেই দু'বার অভিনয় করেছেন পাওলি দাম । প্রথমবার 'মহানায়ক' ধারাবাহিকে উত্তম কুমার হিসাবে তিনি পেয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়কে । আর সেখানেই তিনি ফুটিয়ে তুলেছিলেন মহানায়িকার চরিত্রটি । আর দ্বিতীয়বার তিনি সুচিত্রা হিসাবে অভিনয় করেছিলেন 'অভিযান' ছবিতে । এই দু'বার মহানায়িকার চরিত্রে অভিনয় করার পর আজ সুচিত্রার জন্মদিনে স্মৃতি মেদুর হলেন পাওলি ।

বৃহস্পতিবার বাঙালির প্রিয় মিসেস সেনের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, "প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর তাঁর কেরিয়ারে একবার একটি স্বপ্নের চরিত্রে অভিনয় করার ইচ্ছা থাকে । এই জগৎকে ধন্য়বাদ জানাই যে আমি মহানায়িকা সুচিত্রা সেনের চরিত্রে দু'বার অভিনয় করার সুযোগ পেয়েছি । প্রথমবার 'মহানায়ক' এবং তারপর 'অভিযান' ছবিতে । আর কোনওকিছুই আমাকে এত পরিপূর্ণ করতে পারত না । কৃতজ্ঞতা । সর্বযুগের মহানায়িকাকে প্রণাম । শুভ জন্মদিন ।"

সুচিত্রা সেনের চরিত্রে অভিনয় করা নায়িকার এই মন্তব্য বেশ পছন্দ হয়েছে ফ্যানেদের । তাঁরাও এদিন অভিনেত্রীর পোস্টের নীচে সুচিত্রা সেনকে স্মরণ করেছেন । 25 বছরের দীর্ঘ কেরিয়ারে সুচিত্রা তাঁর দৃঢ়চেতা মানসিকতার জেরে ভেঙে দিয়েছেন অনেক মিথ । অনেকক্ষেত্রেই তিনি এমন এমন চরিত্র বেছে নিয়েছেন যা ছিল তাঁর ইমেজের জন্য় বেশ বিপদজনক । কিন্তু তিনি নিজেকে প্রমাণ করেছেন বারবার । যে উত্তরাধিকার আজ সযত্নে বয়ে নিয়ে চলেছেন পাওলিরা ।

আরও পড়ুন: সুচিত্রা থেকে ঋতুপর্ণা... বিজয়ারা ফিরে আসে বারবার

অভিনেত্রী পাওলি দাম আগামী দিনে অভিনয় করতে চলেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়ের 'পালান' ছবিতে । মৃণাল সেনের কথা স্মরণ করে তৈরি এই ছবিতে দেখা যাবে অঞ্জন দত্ত এবং মমতা শঙ্করকেও । এছাড়া সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে নেটফ্লিক্স অরিজিনালস ছবি 'বুলবুল'-এ । ছবির পরিচালক ছিলেন অনভিতা দত্ত ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.