ETV Bharat / entertainment

'100 বছর পরেও রশিদ খানের গান শুনবে মানুষ', শিল্পীর বিদায়বেলায় তাঁর তবলিয়া পণ্ডিত সমর সাহা - Rashid Khan passes away

Ustad Rashid Khan: উস্তাদ রশিদ খানের সঙ্গে তবলায় সঙ্গত দিয়েছিলেন পণ্ডিত সমর সাহা ৷ শিল্পীর মৃত্যুতে শোকাচ্ছন্ন তিনি ৷ শিল্পীর সঙ্গে সম্পর্কের কথা জানালেন সাংবাদিকদের ৷

ETV Bharat
উস্তাদ রশিদ খানের স্মৃতিচারণায় পণ্ডিত সমর সাহা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 4:06 PM IST

Updated : Jan 10, 2024, 4:38 PM IST

উস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোকাহত তবলিয়া পণ্ডিত সমর সাহা

কলকাতা, 10 জানুয়ারি: উস্তাদ রশিদ খানকে শেষশ্রদ্ধা জানাতে গতকাল হাসপাতালে এসেছিলেন শিল্পীর প্রিয় তবলিয়া পণ্ডিত সমর সাহা ৷ উস্তাদজি'র জীবনের প্রথম রেকর্ডের সঙ্গে তবলা বাজিয়েছিলেন তিনি ৷ উস্তাদ রশিদ খানের জীবনের প্রথম ডিভিডিটি মুম্বই থেকে বের হয় ৷ তাতেও উস্তাদের সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত সমর সাহা ৷

পণ্ডিত সমর সাহা সাংবাদিকদের বলেন, "আমি রশিদকে দশ বছর বয়স থেকে চিনি ৷ আমার থেকে অনেকটাই ছোট ৷ ওঁর জন্য আজ আমাকে এভাবে বলতে হবে ভাবিনি ৷ রশিদ আমাদের ছেড়ে কোথাও যাননি ৷ আমাদের মধ্যেই আছেন ৷ আরও একশো বছর মানুষ ওঁর গান শুনবে ৷ ওঁকে মনে রাখবে ৷ এই ধরনের শিল্পী তৈরি হয় না ৷ এঁরা শিল্পী হয়ে জন্মগ্রহণ করেন ৷ এঁরা বোধহয় বেশিদিন থাকেন না ৷ কেন থাকেন না, তা ঈশ্বরই জানেন ৷"

অশ্রু বিজড়িত চোখে পণ্ডিত সমর সাহা আরও বলেন, "এটা এমন একটা দিন, যা রাতের থেকেও অন্ধকার ৷ কত ট্যুর করেছি আমরা একসঙ্গে ৷ কত স্মৃতি আমার ওঁর সঙ্গে ৷ কিন্তু আজ বলতে ভালো লাগছে না ৷" উস্তাদ রশিদ খান সম্পর্কে পণ্ডিত সমর সাহা এদিন সাংবাদিকদের আরও বলেন, "2022 সালে আমার সঙ্গে শেষ বারের মতো দেখা হয়েছিল ৷ আমার প্রতিষ্ঠানে এসে অনুষ্ঠানও করেছিলেন রশিদ ৷ দিনটা আজও চোখে ভাসছে ৷ গত ছ’মাসে অনেক বারই ওঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷"

পণ্ডিত সমর সাহার মতোই পণ্ডিত অজয় চক্রবর্তীও ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমি যতবার ফোন করেছি, রশিদের স্ত্রী বলেছেন যে রশিদ ভালো আছেন ৷ দুবাইতে আছেন ৷ আমাকে জানানোই হয়নি যে, তিনি এতটা অসুস্থ ৷ হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন যে রশিদ আর নেই ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"

আরও পড়ুন:

  1. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা উস্তাদকে, সমাধিস্থ হবেন জন্মস্থান উত্তরপ্রদেশে
  2. কণ্ঠ হারাল 'আয়োগে জব তুম...' গানে গানে ফিরে দেখা উস্তাদ রশিদের সুরেলা সফর
  3. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান

উস্তাদ রশিদ খানের মৃত্যুতে শোকাহত তবলিয়া পণ্ডিত সমর সাহা

কলকাতা, 10 জানুয়ারি: উস্তাদ রশিদ খানকে শেষশ্রদ্ধা জানাতে গতকাল হাসপাতালে এসেছিলেন শিল্পীর প্রিয় তবলিয়া পণ্ডিত সমর সাহা ৷ উস্তাদজি'র জীবনের প্রথম রেকর্ডের সঙ্গে তবলা বাজিয়েছিলেন তিনি ৷ উস্তাদ রশিদ খানের জীবনের প্রথম ডিভিডিটি মুম্বই থেকে বের হয় ৷ তাতেও উস্তাদের সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত সমর সাহা ৷

পণ্ডিত সমর সাহা সাংবাদিকদের বলেন, "আমি রশিদকে দশ বছর বয়স থেকে চিনি ৷ আমার থেকে অনেকটাই ছোট ৷ ওঁর জন্য আজ আমাকে এভাবে বলতে হবে ভাবিনি ৷ রশিদ আমাদের ছেড়ে কোথাও যাননি ৷ আমাদের মধ্যেই আছেন ৷ আরও একশো বছর মানুষ ওঁর গান শুনবে ৷ ওঁকে মনে রাখবে ৷ এই ধরনের শিল্পী তৈরি হয় না ৷ এঁরা শিল্পী হয়ে জন্মগ্রহণ করেন ৷ এঁরা বোধহয় বেশিদিন থাকেন না ৷ কেন থাকেন না, তা ঈশ্বরই জানেন ৷"

অশ্রু বিজড়িত চোখে পণ্ডিত সমর সাহা আরও বলেন, "এটা এমন একটা দিন, যা রাতের থেকেও অন্ধকার ৷ কত ট্যুর করেছি আমরা একসঙ্গে ৷ কত স্মৃতি আমার ওঁর সঙ্গে ৷ কিন্তু আজ বলতে ভালো লাগছে না ৷" উস্তাদ রশিদ খান সম্পর্কে পণ্ডিত সমর সাহা এদিন সাংবাদিকদের আরও বলেন, "2022 সালে আমার সঙ্গে শেষ বারের মতো দেখা হয়েছিল ৷ আমার প্রতিষ্ঠানে এসে অনুষ্ঠানও করেছিলেন রশিদ ৷ দিনটা আজও চোখে ভাসছে ৷ গত ছ’মাসে অনেক বারই ওঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷"

পণ্ডিত সমর সাহার মতোই পণ্ডিত অজয় চক্রবর্তীও ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমি যতবার ফোন করেছি, রশিদের স্ত্রী বলেছেন যে রশিদ ভালো আছেন ৷ দুবাইতে আছেন ৷ আমাকে জানানোই হয়নি যে, তিনি এতটা অসুস্থ ৷ হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন যে রশিদ আর নেই ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"

আরও পড়ুন:

  1. পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষশ্রদ্ধা উস্তাদকে, সমাধিস্থ হবেন জন্মস্থান উত্তরপ্রদেশে
  2. কণ্ঠ হারাল 'আয়োগে জব তুম...' গানে গানে ফিরে দেখা উস্তাদ রশিদের সুরেলা সফর
  3. সঙ্গীত জগতে নক্ষত্রপতন! প্রয়াত উস্তাদ রশিদ খান
Last Updated : Jan 10, 2024, 4:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.