কলকাতা, 10 জানুয়ারি: উস্তাদ রশিদ খানকে শেষশ্রদ্ধা জানাতে গতকাল হাসপাতালে এসেছিলেন শিল্পীর প্রিয় তবলিয়া পণ্ডিত সমর সাহা ৷ উস্তাদজি'র জীবনের প্রথম রেকর্ডের সঙ্গে তবলা বাজিয়েছিলেন তিনি ৷ উস্তাদ রশিদ খানের জীবনের প্রথম ডিভিডিটি মুম্বই থেকে বের হয় ৷ তাতেও উস্তাদের সঙ্গে তবলায় সঙ্গত করেন পণ্ডিত সমর সাহা ৷
পণ্ডিত সমর সাহা সাংবাদিকদের বলেন, "আমি রশিদকে দশ বছর বয়স থেকে চিনি ৷ আমার থেকে অনেকটাই ছোট ৷ ওঁর জন্য আজ আমাকে এভাবে বলতে হবে ভাবিনি ৷ রশিদ আমাদের ছেড়ে কোথাও যাননি ৷ আমাদের মধ্যেই আছেন ৷ আরও একশো বছর মানুষ ওঁর গান শুনবে ৷ ওঁকে মনে রাখবে ৷ এই ধরনের শিল্পী তৈরি হয় না ৷ এঁরা শিল্পী হয়ে জন্মগ্রহণ করেন ৷ এঁরা বোধহয় বেশিদিন থাকেন না ৷ কেন থাকেন না, তা ঈশ্বরই জানেন ৷"
অশ্রু বিজড়িত চোখে পণ্ডিত সমর সাহা আরও বলেন, "এটা এমন একটা দিন, যা রাতের থেকেও অন্ধকার ৷ কত ট্যুর করেছি আমরা একসঙ্গে ৷ কত স্মৃতি আমার ওঁর সঙ্গে ৷ কিন্তু আজ বলতে ভালো লাগছে না ৷" উস্তাদ রশিদ খান সম্পর্কে পণ্ডিত সমর সাহা এদিন সাংবাদিকদের আরও বলেন, "2022 সালে আমার সঙ্গে শেষ বারের মতো দেখা হয়েছিল ৷ আমার প্রতিষ্ঠানে এসে অনুষ্ঠানও করেছিলেন রশিদ ৷ দিনটা আজও চোখে ভাসছে ৷ গত ছ’মাসে অনেক বারই ওঁর স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয়েছে ৷"
পণ্ডিত সমর সাহার মতোই পণ্ডিত অজয় চক্রবর্তীও ইটিভি ভারতের প্রতিনিধিকে বলেন, "আমি যতবার ফোন করেছি, রশিদের স্ত্রী বলেছেন যে রশিদ ভালো আছেন ৷ দুবাইতে আছেন ৷ আমাকে জানানোই হয়নি যে, তিনি এতটা অসুস্থ ৷ হঠাৎ মুখ্যমন্ত্রী বললেন যে রশিদ আর নেই ৷ ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল ৷"
আরও পড়ুন: