ETV Bharat / entertainment

Palak-Mithoon Anniversary: পায়ে পায়ে একবছর সম্পন্ন মিঠুন-পালকের বিবাহিত জীবন, কেমন কাটল অ্যানিভার্সারি ? - আশিকি 2

বিয়ের এক বছর সম্পন্ন করলেন সুরকার মিঠুন ও গায়িকা পলক মুচ্ছল ৷ মুম্বইয়ে অ্যানিভার্সারি পার্টির ছবি ভাইরাল সোশাল মিডিয়ায় ৷

Etv Bharat
মিঠুন-পালকের অ্যানিভার্সারি পার্টি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2023, 12:02 PM IST

হায়দরাবাদ, 7 নভেম্বর: 'আশিকি 2' ছবি বলিউডে দুটি মানুষকে এনেছিল কাছাকাছি ৷ গানের সুরেই তাঁরা একে অপরকে বলেছিলেন, "কিউ কি তুম হি হো, আব তুম হি হো, জিন্দেগি আব তুম হি হো" ৷ সঙ্গীত জগতের দুই অন্যতম তারকা মিঠুন ও পলক মুচ্ছল ৷ 2022 সালের 6 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা ৷ বিয়ের একবছর পূর্তিতে আয়োজন করেন জমকালো অনুষ্ঠানের ৷

2013 সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত 'আশিকি 2' ৷ বলিউডে নবাগত তারকা শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুরের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের ৷ পাশাপাশি, হিট করেছিল ছবির প্রতিটা গান ৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেন জিৎ গঙ্গোপাধ্যায়, অঙ্কিত তিওয়ারি ও মিঠুন ৷ এই ছবিতেই মিঠুনের সুরে গলা দিয়েছিলেন পলক ৷ বন্ধুত্বের শুরু তখন থেকেই ৷ তবে মজার বিষয়, তাঁদের বন্ধুত্ব গভীর হলেও বিয়েটাকে লাভ ম্যারেজ বলা যাবে না ৷ কারণ, পলক-মিঠুনের বাবা-মা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা গ্রহণ করেন ৷ বিয়ের প্রস্তাব নিয়ে দুই বাড়ির সদস্যরাই এগোন ৷

Palak-Mithoon Anniversary
মিঠুন-পালক

চলতি বছর একই দিনে তাঁরা রেখেছিলেন বিয়ের অ্যানিভার্সারি অনুষ্ঠান ৷ পলক জানিয়েছেন, রিসেপশন যেখানে হয়েছিল সেখানেই এই পার্টির আয়োজন করা হয়েছে ৷ শুধু তাই নয়, আরও একবার হলদি ও মেহেন্দি সেরেমনিরও আয়োজন করা হয়েছিল ৷ মিঠুন জানিয়েছেন, বড়দের আশীর্বাদ পাওয়াটাই আসল ৷ এই অনুষ্ঠানে পরিবারের সকল আত্মীয়, বন্ধুবান্ধবরা উপস্থিত ৷ মজা ও আনন্দ দুটোই একসঙ্গে সকলে উপভোগ করেছেন ৷

Palak-Mithoon Anniversary
সুরকার মিঠুন ও গায়িকা পলক মুচ্ছল

আরও পড়ুন: গোয়ায় কবে থকে শুরু 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া', জানালেন অনুরাগ

মুম্বইয়ে বেশ জাঁকজমককরে আয়োজন করা হয়েছিল অ্যানিভার্সারি পার্টি ৷ এদিন মিঠুনকে দেখা গিয়েছে সাদা রঙের গলাবন্ধতে ৷ অন্যদিকে, পলককে দেখা গিয়েছে হালকা নীল রঙের গাউনে ৷ কানে বড় ঝুমকা ৷ মেহেন্দি করা হাতে হিরের সিঙ্গল পিস ৷ সব মিলিয়ে বলিউডে সুরের জগতে ঝড় তোলা এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে ৷

হায়দরাবাদ, 7 নভেম্বর: 'আশিকি 2' ছবি বলিউডে দুটি মানুষকে এনেছিল কাছাকাছি ৷ গানের সুরেই তাঁরা একে অপরকে বলেছিলেন, "কিউ কি তুম হি হো, আব তুম হি হো, জিন্দেগি আব তুম হি হো" ৷ সঙ্গীত জগতের দুই অন্যতম তারকা মিঠুন ও পলক মুচ্ছল ৷ 2022 সালের 6 নভেম্বর সাত পাকে বাঁধা পড়েছিলেন তাঁরা ৷ বিয়ের একবছর পূর্তিতে আয়োজন করেন জমকালো অনুষ্ঠানের ৷

2013 সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরি পরিচালিত 'আশিকি 2' ৷ বলিউডে নবাগত তারকা শ্রদ্ধা কাপুর ও আদিত্য রয় কাপুরের অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের ৷ পাশাপাশি, হিট করেছিল ছবির প্রতিটা গান ৷ ছবিতে সঙ্গীত পরিচালনা করেন জিৎ গঙ্গোপাধ্যায়, অঙ্কিত তিওয়ারি ও মিঠুন ৷ এই ছবিতেই মিঠুনের সুরে গলা দিয়েছিলেন পলক ৷ বন্ধুত্বের শুরু তখন থেকেই ৷ তবে মজার বিষয়, তাঁদের বন্ধুত্ব গভীর হলেও বিয়েটাকে লাভ ম্যারেজ বলা যাবে না ৷ কারণ, পলক-মিঠুনের বাবা-মা এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা গ্রহণ করেন ৷ বিয়ের প্রস্তাব নিয়ে দুই বাড়ির সদস্যরাই এগোন ৷

Palak-Mithoon Anniversary
মিঠুন-পালক

চলতি বছর একই দিনে তাঁরা রেখেছিলেন বিয়ের অ্যানিভার্সারি অনুষ্ঠান ৷ পলক জানিয়েছেন, রিসেপশন যেখানে হয়েছিল সেখানেই এই পার্টির আয়োজন করা হয়েছে ৷ শুধু তাই নয়, আরও একবার হলদি ও মেহেন্দি সেরেমনিরও আয়োজন করা হয়েছিল ৷ মিঠুন জানিয়েছেন, বড়দের আশীর্বাদ পাওয়াটাই আসল ৷ এই অনুষ্ঠানে পরিবারের সকল আত্মীয়, বন্ধুবান্ধবরা উপস্থিত ৷ মজা ও আনন্দ দুটোই একসঙ্গে সকলে উপভোগ করেছেন ৷

Palak-Mithoon Anniversary
সুরকার মিঠুন ও গায়িকা পলক মুচ্ছল

আরও পড়ুন: গোয়ায় কবে থকে শুরু 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া', জানালেন অনুরাগ

মুম্বইয়ে বেশ জাঁকজমককরে আয়োজন করা হয়েছিল অ্যানিভার্সারি পার্টি ৷ এদিন মিঠুনকে দেখা গিয়েছে সাদা রঙের গলাবন্ধতে ৷ অন্যদিকে, পলককে দেখা গিয়েছে হালকা নীল রঙের গাউনে ৷ কানে বড় ঝুমকা ৷ মেহেন্দি করা হাতে হিরের সিঙ্গল পিস ৷ সব মিলিয়ে বলিউডে সুরের জগতে ঝড় তোলা এই জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন সকলে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.