ETV Bharat / entertainment

OTTplay Awards 2022: ওটিটিতে সেরার শিরোপা কার্তিক-তাপসী-সারার, তালিকায় আর কারা ? - ওটিটি প্লে অ্যাওয়ার্ডস 2022

ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের (OTTplay Awards 2022) আসরে ফিল্ম বিভাগে সেরা জনপ্রিয় নায়কের পুরস্কার পেলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)৷ ফিল্মের সেরা জনপ্রিয় নায়িকার পুরস্কার পেয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu at OTTplay Awards 2022)৷

ottplay-awards-2022-kartik-aaryan-taapsee-pannu-raveena-tandon-win-major-acting-awards
ওটিটিতে সেরার শিরোপা কার্তিক-তাপসী-সারার, তালিকায় আর কারা ?
author img

By

Published : Sep 11, 2022, 3:42 PM IST

মুম্বই, 11 সেপ্টেম্বর: সর্বপ্রথম ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের (OTTplay Awards 2022) আসর বসল ৷ ধামাকা ছবির জন্য ফিল্ম বিভাগে সেরা জনপ্রিয় নায়কের পুরস্কার জিতলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)৷ ওই ক্যাটাগরির মহিলা বিভাগের পুরস্কার গেল তাপসী পান্নুর (Taapsee Pannu at OTTplay Awards 2022) ঝুলিতে, তাঁর হাসিন দিলরুবা ছবির জন্য ৷

সবচেয়ে ভালো ওটিটি ফিল্ম ও তাঁর কুশীলবদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে দেশজুড়ে প্রথম এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হল শনিবার ৷ চলচ্চিত্র জগতের নামী-দামি ব্যক্তিত্ব ও বিশিষ্ট্য প্রবীণ সাংবাদিকরা ছিলেন বিচারকের আসনে ৷ জুরি সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নাম চিত্রনির্মাতা আনন্দ এল রাই ও অশ্বিনী আইয়ার এবং অভিনেতা দিব্যা দত্ত ও আদিল হুসেন ৷ 2021 সালের 1 জুন থেকে চলতি বছরের 31 জুলাই পর্যন্ত মুক্তি পাওয়া শো ও ফিল্মের উপর এ বছরের পুরস্কার দেওয়া হয়েছে (OTTplay Awards 2022 Best Dressed Celebs)৷

ottplay-awards-2022-kartik-aaryan-taapsee-pannu-raveena-tandon-win-major-acting-awards
শমিতা শেট্টি

একনজরে দেখে নেব উল্লেখযোগ্য কয়েকজন পুরস্কারপ্রাপকের নাম...

সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়) - দ্য ফ্যামিলি ম্যান

সেরা ওয়েব সিরিজ (জুরি) - তাব্বার

সেরা পরিচালক (ফিল্ম) - সুজিত সরকার (সর্দার উধম)

সেরা পরিচালক (সিরিজ) - রাম মাধবানী, বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আর্যা 2)

সেরা অভিনেতা (ফিল্ম) - কার্তিক আরিয়ান (ধামাকা)

সেরা অভিনেত্রী (ফিল্ম) - তাপসী পান্নু (হাসিন দিলরুবা)

সেরা অভিনেতা জুরি (ফিল্ম) - আর্য (সরপত্তা পরমবাই), ফারহান আখতার (তুফান)

আরও পড়ুন: মুক্তি পেল অজয়-সিদ্ধার্থের 'থ্যাঙ্ক গড' ছবির ট্রেলার

সেরা অভিনেত্রী জুরি (ফিল্ম) - বিদ্যা বালন (জলসা)

সেরা অভিনেতা জুরি (সিরিজ) - মনোজ বাজপেয়ি (দ্য ফ্য়ামিলি ম্যান)

সেরা অভিনেত্রী জনপ্রিয় (সিরিজ) - রবীনা ট্যান্ডন (আরণ্যক)

সেরা সহকারী অভিনেতা (ফিল্ম) - সতীশ কৌশিক (তিহাড়)

সেরা সহকারী অভিনেত্রী (ফিল্ম) - নেহা ধুপিয়া (আ থার্সডে)

সেরা সহকারী অভিনেতা (সিরিজ) - পরমব্রত চট্টোপাধ্যায় (আরণ্যক)

সেরা সহকারী অভিনেত্রী (সিরিজ) - কঙ্কনা সেন শর্মা (মুম্বই ডায়রিজ 26/11)

বছরের সেরা ব্রেক থ্রু পারফরম্যান্স (মহিলা) - সারা আলি খান (অতরঙ্গি রে)

ওটিটির চ্যাট শোয়ের সেরা সঞ্চালক - করণ জোহর

মুম্বই, 11 সেপ্টেম্বর: সর্বপ্রথম ওটিটি প্লে অ্যাওয়ার্ডসের (OTTplay Awards 2022) আসর বসল ৷ ধামাকা ছবির জন্য ফিল্ম বিভাগে সেরা জনপ্রিয় নায়কের পুরস্কার জিতলেন কার্তিক আরিয়ান (Kartik Aaryan)৷ ওই ক্যাটাগরির মহিলা বিভাগের পুরস্কার গেল তাপসী পান্নুর (Taapsee Pannu at OTTplay Awards 2022) ঝুলিতে, তাঁর হাসিন দিলরুবা ছবির জন্য ৷

সবচেয়ে ভালো ওটিটি ফিল্ম ও তাঁর কুশীলবদের কৃতিত্বকে কুর্নিশ জানাতে দেশজুড়ে প্রথম এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন হল শনিবার ৷ চলচ্চিত্র জগতের নামী-দামি ব্যক্তিত্ব ও বিশিষ্ট্য প্রবীণ সাংবাদিকরা ছিলেন বিচারকের আসনে ৷ জুরি সদস্যদের মধ্যে উল্লেখযোগ্য নাম চিত্রনির্মাতা আনন্দ এল রাই ও অশ্বিনী আইয়ার এবং অভিনেতা দিব্যা দত্ত ও আদিল হুসেন ৷ 2021 সালের 1 জুন থেকে চলতি বছরের 31 জুলাই পর্যন্ত মুক্তি পাওয়া শো ও ফিল্মের উপর এ বছরের পুরস্কার দেওয়া হয়েছে (OTTplay Awards 2022 Best Dressed Celebs)৷

ottplay-awards-2022-kartik-aaryan-taapsee-pannu-raveena-tandon-win-major-acting-awards
শমিতা শেট্টি

একনজরে দেখে নেব উল্লেখযোগ্য কয়েকজন পুরস্কারপ্রাপকের নাম...

সেরা ওয়েব সিরিজ (জনপ্রিয়) - দ্য ফ্যামিলি ম্যান

সেরা ওয়েব সিরিজ (জুরি) - তাব্বার

সেরা পরিচালক (ফিল্ম) - সুজিত সরকার (সর্দার উধম)

সেরা পরিচালক (সিরিজ) - রাম মাধবানী, বিনোদ রাওয়াত, কপিল শর্মা (আর্যা 2)

সেরা অভিনেতা (ফিল্ম) - কার্তিক আরিয়ান (ধামাকা)

সেরা অভিনেত্রী (ফিল্ম) - তাপসী পান্নু (হাসিন দিলরুবা)

সেরা অভিনেতা জুরি (ফিল্ম) - আর্য (সরপত্তা পরমবাই), ফারহান আখতার (তুফান)

আরও পড়ুন: মুক্তি পেল অজয়-সিদ্ধার্থের 'থ্যাঙ্ক গড' ছবির ট্রেলার

সেরা অভিনেত্রী জুরি (ফিল্ম) - বিদ্যা বালন (জলসা)

সেরা অভিনেতা জুরি (সিরিজ) - মনোজ বাজপেয়ি (দ্য ফ্য়ামিলি ম্যান)

সেরা অভিনেত্রী জনপ্রিয় (সিরিজ) - রবীনা ট্যান্ডন (আরণ্যক)

সেরা সহকারী অভিনেতা (ফিল্ম) - সতীশ কৌশিক (তিহাড়)

সেরা সহকারী অভিনেত্রী (ফিল্ম) - নেহা ধুপিয়া (আ থার্সডে)

সেরা সহকারী অভিনেতা (সিরিজ) - পরমব্রত চট্টোপাধ্যায় (আরণ্যক)

সেরা সহকারী অভিনেত্রী (সিরিজ) - কঙ্কনা সেন শর্মা (মুম্বই ডায়রিজ 26/11)

বছরের সেরা ব্রেক থ্রু পারফরম্যান্স (মহিলা) - সারা আলি খান (অতরঙ্গি রে)

ওটিটির চ্যাট শোয়ের সেরা সঞ্চালক - করণ জোহর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.